Metro Rail: ময়দান স্টেশনে ডাউন লাইনে ফাটল, রবিবার বিকেলে ব্যাহত মেট্রো পরিষেবা

বিকেল ৪টের সময় ময়দান স্টেশনের ডাউন লাইনের ফালট চোখে পড়ে মেট্রো কর্তৃপক্ষের। তারপরই সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয় মেট্রো পরিষেবা।

রবিবার বিকেলে ব্যাহত মেট্রো পরিষেবা। ময়দান মেট্রো স্টেশনের ডাউন লাইনে ফাটল। এমজি রোড থেকে টালিগঞ্জ পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়েছে মেট্রো চলাচল। তবে নিউ গড়িয়া থেকে টালিগ়ঞ্জ পর্যন্ত মেট্রো চলাচল করছে।

বিকেল ৪টের সময় ময়দান স্টেশনের ডাউন লাইনের ফালট চোখে পড়ে মেট্রো কর্তৃপক্ষের। তারপরই সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয় মেট্রো পরিষেবা। শুরু হয় ফালট মেরামতির কাজ। তবে রবিবার অর্থাৎ ছুটির দিন হলেও পুরোপুরি মেট্রো পরিষেবা বন্ধ করে দেওয়া হয়নি। এই অবস্থায় গিরীশ পার্ক থেকে দক্ষিণেশ্বর ও টালিগঞ্জ থেকেনিউ গড়িয়া পর্যন্ত মেট্রো চলাচল অব্যাহত রেখেছে প্রশাসন। তবে অনেকেই জানতেন না ক্ষেপে ক্ষেপে মেট্রো পরিষেবা চলছে। এই অবস্থায যাত্রীদের কিছুটা হলেও যাত্রীদের নাকাল হতে হয়।

Latest Videos

সম্প্রতি মেট্রো রেলের কাজের জন্য মেট্রো চলাচল শুরুর সময় পিছিযে দেওয়া হয়েছিল। গোট জুন মাসই নির্ধিরিত সময়ের প্রায় এক ঘণ্টা পর থেকে ছুটবে মেট্রো রেল। সকাল ৯টার পরিবর্তে সকাল ১০টা থেকে মেট্রো পাবেন নিত্যযাত্রীরা। তেমনই জানিয়েছে মোট্র কর্তৃপক্ষ। মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, ট্র্যাক রক্ষণাবেক্ষণের জন্য পাওয়ার ব্লক নিয়ে কাজ করা হবে। সেইজন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মেট্রো রেল কর্তৃপক্ষ আরও জানিয়েছে, জুনের প্রতিটি রবিবারই অর্থাৎ ৪. ১১. ১৮ ও ২৫ জুন সকালের পরিষেবা অর্থাৎ দিনের প্রথম পরিষেবা শুরু হবে সকাল ১০টা থেকে। কবি সভাষ, দক্ষিণেশ্বর ও দমদম- তিনটি স্টেশনেই দিনের প্রথম মেট্রো চলাচল শুরু হবে সকাল ১০টা থেকে । তবে রাতের পরিষেবার কোনও পরিবর্তন করা হচ্ছে না বলেও জানিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। যদিও কয়েক দিন আগেই কাজ সমাপ্তির কথা ঘোষণা করেছিল মেট্রো কর্তৃপক্ষ।

এদিন সকাল থেকেই ট্রেন চলাচল স্বাভাবিক থাকলেও বিকেলের দিয়ে ব্যাহত হয়। এভাবে বারবারই ব্যাহত হচ্ছে পরিষেবা। যা নিয়ে যাত্রীরা রীতিমত ক্ষুব্ধ।

গত মাসে ট্র্যাকের কাজ করার জন্য শনিবারও সকাল ৬টা ৫০ মিনিট থেকে সকাল ১০ টা পর্যন্ত প্রায় তিন ঘণ্টা মহানায়ক উত্তমকুমার স্টেশন বা টালিগঞ্জ স্টেশন থেকে কবি সুভাষ স্টেশন পর্যন্ত মেট্রো রেল পরিষেবা বন্ধ রাখা হয়েছিল। যা নিয়ে উষ্মা প্রকাশ করেছিল নিত্যযাত্রীরা। তাদের অভিযোগ ছিল পূর্ব ঘোষণা ছাড়াই বারবার ব্যাহত হচ্ছে মেট্রো পরিষেবা। পাশাপাশি মেট্রো লেটে চলছে বলেও ক্ষোভ প্রকাশ করেছে নিত্যাযাত্রীরা। সকালের ব্যস্ত সময় প্রায়ই মেট্রো দেরিতে পাওয়ায় কর্মক্ষেত্রে নির্ধিরিত সময় পৌঁছাতে সমস্যা হচ্ছে বলেও অভিযোগ করেছিল অনেক যাত্রী। তবে ট্র্যার রক্ষণাবেক্ষণের কাজ শেষ হলে মেট্রোর সমস্যা সমাধান হবে হলেও আশ্বাস দিয়েছে মেট্রো কর্তৃপক্ষ।

 

Share this article
click me!

Latest Videos

‘সবরমতি রিপোর্ট’ দেখলেন বিজেপির হেভিওয়েটরা! দেখুন কী বার্তা দিলেন সিনেমার ব্যপারে | Sabarmati Report
বাগদায় ফের চলল বুলডোজার! হাইকোর্টের নির্দেশে ভেঙ্গে গুঁড়িয়ে দেওয়া হল ৬টি দোকান | Bagdah News
নার্স হেনস্থার ঘটনায় বড় পদক্ষেপ! হাসপাতাল চত্বরে কড়া সিসিটিভি নজরদারি | Birbhum News Today
ভাটপাড়ায় প্রোমোটারের 'দাদাগিরি', আতঙ্কে জমির মালিক, কি বলছে পুরসভা! দেখুন | Bhatpara News
গোটা ভারতবর্ষে কে রোহিঙ্গাদের সাপ্লাই দিচ্ছে! শুভেন্দুর উত্তরে চমকে উঠবেন | Suvendu Adhikari