এর ফলে নতুন করে বাংলার ডিএ মামলা নতুন করে বিশ বাঁও জলে। কবে চূড়ান্ত শুনানি হবে? এর উত্তর জানা নেই কারোর। অপরদিকে এই নিয়ে মানুষ নানা মন্তব্য করেছেন। একজন লিখেছেন, আপনাদের লড়াইকে সম্মান জানিয়েই বলছি, যে জাজ দ্বয়ের DA মামলার রায় দেবার কথা, খুব সম্ভবত রায় দেবার আগেই তারা অবসর নেবেন। আবার নতুন ঐ বেঞ্চ বা টেবিল গঠন হবে ,তারপর তারা বলবেন আমরা তো এই মামলার ব্যাপারে কিছুই জানিনা, তাই আবার নতুন করে শুনানি শুরু হোক।