পার্থ চট্টোপাধ্যায়কে ধুয়ে দিলেন শোভন চট্টপোধ্যায়ের বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়। সাংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বৈশাখী বন্দ্যোপাধ্যায় বলেন, এই পার্থ চট্টোপাধ্য়ায় এখন তাঁর একেবারেই অচেনা। তিনি আরও বলেন, যে মানুষ বারবার নিজের অবয়ব পাল্টায় তার সম্পর্কে কোনও অভিধান খুঁজে পাওয়া যায় না।
26
পার্থর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ
পার্থ চট্টোপাধ্য়ায় জামিনে মুক্ত হলেও বৈশাখী বন্দ্যোপাধ্যায় পার্থর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে সরব হন। তিনি বলেন, পার্থ চট্টোপাধ্যায়ের নাম শুনলেই তাঁর চোখের সামনে ভেসে ওঠে ২৬ হাজার চাকরিহারার মুখ! তিনি আরও বলেন, 'জেল থেকে বেরোনোর পর তো উনি প্রতিহিংসায় বেঁচে আছেন। ভাবছেন আমি খারাপ থাকলে কেউ ভাল থাকবে কেন?'
36
শোভন ইস্যুতে পার্থকে নিশানা
বৈশাখী বন্দ্যোপাধ্যায় শোভন ইস্যুতেও পার্থ চট্টোপাধ্য়ায়কে নিশানা করেন, তিনি বলেন, 'আজ নিজেই বলছেন, ব্যক্তিজীবনকে রাজনীতিতে টানা ঠিক নয়। অথচ শোভন চট্টোপাধ্যায়ের রাজনৈতিক জীবন ধ্বংস করার পিছনে অন্যতম মাস্টারমাইন্ড ছিলেন এই পার্থ চট্টোপাধ্যায়। সবাই জানে, ওনার ষড়যন্ত্রেই শোভন দল ছাড়তে বাধ্য হয়েছিল।'
অর্পিতা মুখোপাধ্যায় ইস্যুতে পার্থ চট্টোপাধ্যায়কে একহাত নেন বৈশাখী। তিনি বলেন, 'আর্কাইভে দেখলে মিলবে, অর্পিতার এলআইসি-র কাগজে উনি নিজের পরিচয় হিসেবে লিখেছিলেন আঙ্কেল। এখন সেই আঙ্কেলই হয়ে গিয়েছেন বন্ধু! অন্তত সত্যিটা এবার স্বীকার করলেন, সেটাই ভাল। তিনি আরও বলেন, 'যাকে একসময় ভাগ্নী বলতেন, কখনও পরিচিতা, এখন বান্ধবী! সংশোধনাগার থেকে উনি মানুষ হয়ে বেরোতে পারেননি, তবে পুরুষ হয়ে উঠেছেন বটে!
56
নিজেদের সম্পর্কে বৈশাখীর বার্তা
শোভন চট্টোপাধ্য়ায়ের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়েও মুখ খোলেন বৈশাখী। তিনি বলেন, 'শোভন চট্টোপাধ্যায়ের বন্ধুত্বে কোনও পরকীয়া নয়,আমরা সমাজের নিয়ম ভেঙে কিছু করিনি। বরং বন্ধুত্বের কারণেই শোভন নিজের পদ হারিয়েছে। কিন্তু কারও চাকরি বা টাকায় খেলেনি। পার্থ যা করেছেন- টাকা, গয়না, খেলনা- তা বাংলা কোনও দিন ভুলবে না।'
66
ভয়েস ক্লিপ
বৈশাখী বন্দ্যোপাধ্য়ায় পার্থ ইস্যুতে রীতিমত বিস্ফোরক। তিনি বলেন,'আমার কাছে ভয়েস ক্লিপ আছে- পার্থ আর ওনার এক বন্ধবীর। সত্যতা যাচাই করিনি। কারণ আমার সেই রুচি নেই। মেয়েটি প্রশ্ন করছে আমি তোমার কে?- উনি উত্তর দিচ্ছেন, বউ না ফউ।' বৈশাখী আরও বলেছেন , সেই মহিলা অর্পিতা নয়।