Published : Jun 27, 2025, 05:23 PM ISTUpdated : Jun 27, 2025, 05:32 PM IST
নির্ধারিত সময়সীমা দেশ হওয়ার দিনেই মহার্ঘ ভাতা ইস্যুতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হল রাজ্য় সরকার। জানিয়ে দিল বকেয়া ২৫% DA এখনই দিতে পারবে না। আর সেই কারণে আরও ৬ মাস সময় চাইল রাজ্য সরকার।
নির্ধারিত সময়সীমা দেশ হওয়ার দিনেই মহার্ঘ ভাতা ইস্যুতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হল রাজ্য় সরকার। জানিয়ে দিল বকেয়া ২৫% DA এখনই দিতে পারবে না। আর সেই কারণে আরও ৬ মাস সময় চাইল রাজ্য সরকার।
212
রাজ্যের বক্তব্য
রাজ্য সরকার সুপ্রিম কোর্টে জানিয়েছে এখন তাদের আর্থিক সকট রয়েছে। তাই বকেয়া ২৫% ডিএ বা মহার্ঘ ভাতা দেওয়ার জন্য আরও সময়ের প্রয়োজন।
312
রাজ্যের আবেদন
রাজ্য সরকার সুপ্রিম কোর্টের ডিএ নিয়ে অন্তর্বর্তী নির্দেশের পুনর্বিবেচনার আর্জিও জানিয়েছে। বলা হয়েছে তারা বকেয়া ২৫% ডিএ সরাসরি আদালতের তহবিলে জমা দিতে প্রস্তুত।
রাজ্যের দাবি বকেয়া ২৫% ডিএ রাজ্যের লক্ষ লক্ষ কর্মীকে দিতে গেলে প্রচুর টাকা প্রয়োজন। কিন্তু রাজকোষে এত টাকা নেই। চলতি অর্থবর্ষে এমন বাজেট বরাদ্দ নেই। কেন্দ্রের কাছে অনুমোদনের প্রয়োজন রয়েছে। যা সময়সাপেক্ষ।
512
ডিএ না দেওয়ার দ্বিতীয় কারণ
ডিএ দেওয়া বাধ্যতামূলক নয়। ঐচ্ছিক বিষয়। এটি কর্মীদের মৌলিক অধিকার নয়। তাই কেন্দ্রীয় হারে ডিএ দিতে রাজ্য সরকার বাধ্য নয়।
612
ডিএ না দেওয়ার তৃতীয় কারণ
রাজ্য সরকার একটি নিজস্ব নিয়মাবলি চালু করেছে। আরওপিএ ২০০৯। এই নিয়ম অনুযায়ী কত হাতে ডিএ বাড়বে তা রাজ্য সরকার নির্ধারণ করে থাকবে। কেন্দ্র যে হারে ডিএ দেয় তা রাজ্যের ওপর প্রযোজ্য নয়। কারণ কেন্দ্র ও রাজ্যের আর্থিক কাঠামো আলাদা।
712
ডিএ না দেওয়ার চতুর্থ কারণ
রাজ্যের দাবি কেন্দিরীয় সরকার বিভিন্ন প্রকল্পে অনুদান কমিয়ে দিচ্ছে। এতে রাজ্যের ওপর আর্থিক চাপ বাড়ছে। ডিএসটি সংক্রান্ত বকেয়াও কেন্দ্র এখনও দেয়নি।
812
ডিএ না দেওয়ার পঞ্চম কারণ
রাজ্য শুধু সরকারি কর্মচারী নয়, সরকারি সাহায্যপ্রাপ্ত প্রতিষ্ঠান, স্থানীয় প্রশাসন, স্কুল, কলেজের কর্মীদেরও ডিএ দেয়। সে কারণে কেন্দ্রের হারে ডিএ দেওয়া সম্ভব নয়। রাজ্যের আরও দাবি, তারা কর্মীদের পেনশন দেয়। এ রাজ্যে স্বাস্থ্যপ্রকল্প, এলিটিসি (ভ্রমণের ভাতা) রয়েছে। এই পরিষেবা অন্য রাজ্যে নেই।
912
বকেয়া ডিএর পরিমাণ
ডিএ মামলার শুনানিতে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে জানিয়েছিল রাজ্যের সরকারি কর্মীদের বকেয়া ডিএর পরিমাণ ১১ হাজার ৮৯০ কোটি ১৮ লক্ষ টাকা। পেনশন প্রাপকদের বকেয়া ১১ হাজার ৬১১ কোটি ৪৫ লক্ষ টাকা। বাকি কর্মীদের ডিএ বকেয়া ১৮ হাজার ৩৬৯ কোটি ৩২ লক্ষ টাকা। সব মিলিয়ে খরচ ৪০ হাজার কোটি টাকা।
1012
সুপ্রিম কোর্টের নির্দেশ
গত ১৬ মে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল ৬ সপ্তাহের মধ্যে রাজ্য সরকারি কর্মীকে বকেয়া ২৫ শতাংশ অর্থাৎ প্রায় ১০ হাজার ৪২৫ কোটি টাকা দিয়ে দিতে। সেই সময়সীমা শেষ হচ্ছে আজ, ২৭ জুন।
1112
বর্তমান ডিএ
রাজ্যের সরকারি কর্মীর বর্তমানে ১৮ শতাংশ হারে ডিএ পান।
1212
কেন্দ্রের সঙ্গে ফারাক
কেন্দ্রীয় সরকারের সঙ্গে ফারাক প্রায় ৩৭ শতাংশ। কেন্দ্র বর্তমানে ৫৫ শতাংশ হারে ডিএ দেয়।