- Home
- West Bengal
- Kolkata
- কসবা ল'কলেজের মধ্যেই দরজা বন্ধ করে ধর্ষণের ভিডিও শ্যুট মূল অভিযুক্তর, দেখুন নির্যাতিতার হাড়হিম করা বয়ান
কসবা ল'কলেজের মধ্যেই দরজা বন্ধ করে ধর্ষণের ভিডিও শ্যুট মূল অভিযুক্তর, দেখুন নির্যাতিতার হাড়হিম করা বয়ান
Kasba Law Student Rape: গার্ডের রুমে দরজা বন্ধ করে তরুণীকে ধর্ষণ করে মনোজিৎ মিশ্র নামে প্রাক্তন ছাত্র। তেমনই জানিয়েছে নির্যাতিতার তার বয়ানে। বাকি দুই জন পাহারা দিচ্ছিল। বন্ধ করে দেওয়া হয়েছিল মূল গেটও।

কসবা আইন কলেজে ধর্ষণ
কসবা আইন কলেজে নির্যতিতা হতে হলে এক তরুণীকে। যার অর্থ শিক্ষা প্রতিষ্ঠানে মহিলা নিরাপত্তা নেই তা আবারও স্পষ্ট হল আরজি কর হাসপাতাল কাণ্ডের পর। এখনও এক বছরও হয়নি আরজি করেন নির্যাতিতার মৃত্যুর।
তিন অভিযুক্ত
নির্যাতিতা তরুণীর বয়ান অনুযায়ী ধর্ষণকাণ্ডে অভিযুক্ত তিন জন। যাদের মধ্যে দুই জন ছাত্র। আর একজন প্রাক্তনী। মূল অভিযুক্ত প্রাক্তনী। নাম মনোজিৎ মিশ্র। বাকি দুই জন জইব আহমেদ ও প্রমিত মুখোপাধ্য়ায়
ঠিক কী হয়েছিল
পুলিশ সূত্রে জানা গিয়েছে প্রথমে তরুণীকে কলেজের ইউনিয়ন রুমের বাইরে নির্যাতন করা হয়। পরে কলেজের গার্ডের রুমে নিয়ে দিয়ে ধর্ষণ করা হয়।
গার্ডের রুম
সূত্রের খবর, অভিযুক্তরা গার্ডকে ভয় দেখিয়ে হুমকি দিয়ে ঘর থেকে বের করে দেয়। তারপর সেই রুমের মধ্যেই তরুণীকে ধর্ষণ করে। বাকি দুইজন বাইরে দাঁড়িয়ে পাহারা দেয়।
মূল গেট বন্ধ
পুলিশ সূত্রে জানা গিয়েছে অভিযুক্তরা এতটাই নির্মম যে মেয়েটি যাতে বাইরে বেরিয়ে যেতে না পারে তারজন্য কলেজের মূল গেট বন্ধ করে দেয়।
অমানবিক
পুলিশ সূত্রে জানা গিয়েছে নির্যাতিতা তরুণী তিন জনের হাত থেকে রেহাই পেতে পায়ে ধরে। কাকুতি মিনতি করে। কিন্তু তিন জনের কারোর মন গলেনি। ঘটনার পর নির্যাতিতাকে প্রেম আর বিয়ের প্রস্তাবও দেয় মনোজিৎ মিশ্র। সেই গোটা ঘটনার নাটের গুরু বলেও অভিযোগ উঠেছে।
মারধর আর হুমকি
নির্যাতিতাকে ধর্ষণের পর মারধর করা হয় বলে অভিযোগ জানিয়েছেন নির্যাতিতা। ঘটনার কথা কাউকে বললে বাবা ও মাকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়। নির্যাতিতার প্রেমিককে খুনেরও হুমকি দেয় অভিযুক্তরা।
ভিডিও শ্যুট
পুলিশ সূত্রের খবর, ধর্ষণের সময়ের ভিডিও শ্যুট করে রাখে মূল অভিযুক্ত মনোজিৎ মিশ্র। কারোর কাছে মুখ খুললে তা ফাঁস করে দেওয়া হবে বলেও হুমকি দেয়। নির্যাতিতাকে হকিস্টিক দিয়েও মারধর করা হয়েছে।
তৃণমূলের ঘনিষ্ট
বিজেপি নেতা শুভেন্দু অধিকারী সোশ্যাল মিডিয়ায় এই ঘটনার কথা প্রকাশ করেছেন। তিনি জানিয়েছেন মনোজিতের সঙ্গে তৃণমূলের একাধিক নেতার ওঠাবসা রয়েছে। তৃণমূলের ঘনিষ্ট তিনি।
নাটের গুরু মনোজিৎ
মনোজিৎ মিশ্র দক্ষিণ কলকাতা আইন কলেজ ইউনিট প্রেসিডেন্ট। কলেজের প্রাক্তন ছাত্র। গভর্নিংবডির অনুমোদনে ৪৫ দিনের চুক্তিতে স্টাফ হিসাবে যুক্ত ছিল।
আদালতে পেশ
শুক্রবার তিন অভিযুক্তকে আলিপুর কোর্টে পেশ করা হয়েছে। তিন জনকেই পুলিশ চার দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে।

