WB DA Hike: ডিএ না পেলে কাল থেকে ঘুরে যাবে খেলা? বকেয়া ২৫% DA নিয়ে বিরাট আপডেট!

Published : Jun 27, 2025, 10:36 AM IST

ডিএ মামলার শুনানিতে সুপ্রিম কোর্ট মহার্ঘ ভাতার ২৫ শতাংশ ২৭ জুনের মধ্যে মেটাতেই হবে বলে নির্দেশ দিয়েছিল। এদিকে আজই শেষ হছে সময়সীমা। এদিকে আজ রথযাত্রার কারণে রাজ্য সরকারের ছুটি, এমনকি আগামীকাল শনি এবং রবিবারও সরকারি ছুটি। তাহলে কি আদৌ মিলবে টাকা?

PREV
111

পঞ্চম বেতন কমিশনের আওতায় বকেয়া মহার্ঘ ভাতার ২৫ শতাংশ মেটানোর আজই শেষ দিন রাজ্য সরকারের। এদিকে আজ রথযাত্রা উপলক্ষে দিঘায় রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

211

এখনও পর্যন্ত তিনি রাজ্যের পঞ্চম বেতন কমিশনের বরাদ্দ মহার্ঘ ভাতা মেটানোর কোনো ঘোষণা বা বিজ্ঞপ্তি জারি করেনি। এদিকে হালও ছাড়ছে না রাজ্য সরকারী কর্মীরা।

311

১৪১ মাসের বকেয়া, লাভবান হবেন ৮ লক্ষ কর্মী-পেনশনভোগী

২০০৮ সালের ১ এপ্রিল থেকে ২০১৯ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত সময়কালের জন্য ডিএ বকেয়া রয়েছে রাজ্য সরকারি কর্মচারীদের।

411

ডিএ মামলার (DA Case) শুনানিতে সুপ্রিম কোর্ট রাজ্য সরকারকে মহার্ঘ ভাতার ২৫ শতাংশ, অর্থাৎ প্রায় ১০ হাজার ৪২৫ কোটি টাকা ২৭ জুনের মধ্যে মেটাতেই হবে বলে নির্দেশ দিয়েছিল।

511

এদিকে আজই শেষ হতে চলেছে সময়সীমা। তার উপর আজ রথযাত্রার কারণে রাজ্য সরকারের ছুটি, এমনকি আগামীকাল শনি এবং রবিবারও সরকারি ছুটি।

611

তাই সে ক্ষেত্রে রাজ্য সরকারি কর্মচারীরা মনে করছেন, চলতি সপ্তাহে ছুটি শুরু হওয়ার আগেই এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করে DA নিয়ে নিজেদের সিদ্ধান্তের কথা জানাতে পারে নবান্ন। সেদিকেই তাকিয়ে আছেন সরকারি কর্মচারীরা।

711

হুঁশিয়ারি রাজ্য সরকারকে!

যদিও আশা করা হয়েছিল রথের আগেই রাজ্য সরকার সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে বরাদ্দ ২৫ শতাংশ DA ঘোষণা করবে কিন্তু সে গুড়ে বালি। সেই পথে হাঁটেনি রাজ্য সরকার।

811

এই প্রসঙ্গে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সভাপতি শ্যামলকুমার মিত্র রাজ্য সরকারের বিরুদ্ধে বিক্ষোভের সুর তুলেছেন। তিনি জানিয়েছেন, “রাজ্য সরকার যদি সুপ্রিম কোর্টের নির্দেশ না মানে, তাহলে সময়সীমা পেরিয়ে গেলেই আমরা রাজ্যের মুখ্যসচিব এবং অর্থসচিবকে আইনি নোটিশ পাঠাব।”

911

শ্যামলবাবু আরও জানিয়েছেন যে “সেই নোটিশের মাধ্যমে জানতে চাওয়া হবে যে কেন শীর্ষ আদালতের রায় কার্যকর করা হয়নি। সেক্ষেত্রে কেন আদালত অবমাননার মামলা করা হবে না, তাও জানতে হবে সরকারকে।”

1011

তবে সেই প্রশ্নের উত্তর জানার জন্য সরকারি কর্মীরা দীর্ঘদিন অপেক্ষা করবে না, তাই সেই প্রশ্নের উত্তর জানতে সময়সীমা বেঁধে দিলেন তাঁরা।

1111

আগামী সোমবারই নবান্নে গিয়ে চিঠি দিয়ে আসা হবে বলে দাবি করা হয়েছে কনফেডারেশনের তরফে।

Read more Photos on
click me!

Recommended Stories