কসবা ল'কলেজের মধ্যেই দরজা বন্ধ করে ধর্ষণের ভিডিও শ্যুট মূল অভিযুক্তর, দেখুন নির্যাতিতার হাড়হিম করা বয়ান

Published : Jun 27, 2025, 04:03 PM ISTUpdated : Jun 27, 2025, 07:46 PM IST

Kasba Law Student Rape: গার্ডের রুমে দরজা বন্ধ করে তরুণীকে ধর্ষণ করে মনোজিৎ মিশ্র নামে প্রাক্তন ছাত্র। তেমনই জানিয়েছে নির্যাতিতার তার বয়ানে। বাকি দুই জন পাহারা দিচ্ছিল। বন্ধ করে দেওয়া হয়েছিল মূল গেটও। 

PREV
111
কসবা আইন কলেজে ধর্ষণ

কসবা আইন কলেজে নির্যতিতা হতে হলে এক তরুণীকে। যার অর্থ শিক্ষা প্রতিষ্ঠানে মহিলা নিরাপত্তা নেই তা আবারও স্পষ্ট হল আরজি কর হাসপাতাল কাণ্ডের পর। এখনও এক বছরও হয়নি আরজি করেন নির্যাতিতার মৃত্যুর।

211
তিন অভিযুক্ত

নির্যাতিতা তরুণীর বয়ান অনুযায়ী ধর্ষণকাণ্ডে অভিযুক্ত তিন জন। যাদের মধ্যে দুই জন ছাত্র। আর একজন প্রাক্তনী। মূল অভিযুক্ত প্রাক্তনী। নাম মনোজিৎ মিশ্র। বাকি দুই জন জইব আহমেদ ও প্রমিত মুখোপাধ্য়ায়

311
ঠিক কী হয়েছিল

পুলিশ সূত্রে জানা গিয়েছে প্রথমে তরুণীকে কলেজের ইউনিয়ন রুমের বাইরে নির্যাতন করা হয়। পরে কলেজের গার্ডের রুমে নিয়ে দিয়ে ধর্ষণ করা হয়।

411
গার্ডের রুম

সূত্রের খবর, অভিযুক্তরা গার্ডকে ভয় দেখিয়ে হুমকি দিয়ে ঘর থেকে বের করে দেয়। তারপর সেই রুমের মধ্যেই তরুণীকে ধর্ষণ করে। বাকি দুইজন বাইরে দাঁড়িয়ে পাহারা দেয়।

511
মূল গেট বন্ধ

পুলিশ সূত্রে জানা গিয়েছে অভিযুক্তরা এতটাই নির্মম যে মেয়েটি যাতে বাইরে বেরিয়ে যেতে না পারে তারজন্য কলেজের মূল গেট বন্ধ করে দেয়।

611
অমানবিক

পুলিশ সূত্রে জানা গিয়েছে নির্যাতিতা তরুণী তিন জনের হাত থেকে রেহাই পেতে পায়ে ধরে। কাকুতি মিনতি করে। কিন্তু তিন জনের কারোর মন গলেনি। ঘটনার পর নির্যাতিতাকে প্রেম আর বিয়ের প্রস্তাবও দেয় মনোজিৎ মিশ্র। সেই গোটা ঘটনার নাটের গুরু বলেও অভিযোগ উঠেছে।

711
মারধর আর হুমকি

নির্যাতিতাকে ধর্ষণের পর মারধর করা হয় বলে অভিযোগ জানিয়েছেন নির্যাতিতা। ঘটনার কথা কাউকে বললে বাবা ও মাকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়। নির্যাতিতার প্রেমিককে খুনেরও হুমকি দেয় অভিযুক্তরা।

811
ভিডিও শ্যুট

পুলিশ সূত্রের খবর, ধর্ষণের সময়ের ভিডিও শ্যুট করে রাখে মূল অভিযুক্ত মনোজিৎ মিশ্র। কারোর কাছে মুখ খুললে তা ফাঁস করে দেওয়া হবে বলেও হুমকি দেয়। নির্যাতিতাকে হকিস্টিক দিয়েও মারধর করা হয়েছে।

911
তৃণমূলের ঘনিষ্ট

বিজেপি নেতা শুভেন্দু অধিকারী সোশ্যাল মিডিয়ায় এই ঘটনার কথা প্রকাশ করেছেন। তিনি জানিয়েছেন মনোজিতের সঙ্গে তৃণমূলের একাধিক নেতার ওঠাবসা রয়েছে। তৃণমূলের ঘনিষ্ট তিনি।

1011
নাটের গুরু মনোজিৎ

মনোজিৎ মিশ্র দক্ষিণ কলকাতা আইন কলেজ ইউনিট প্রেসিডেন্ট। কলেজের প্রাক্তন ছাত্র। গভর্নিংবডির অনুমোদনে ৪৫ দিনের চুক্তিতে স্টাফ হিসাবে যুক্ত ছিল।

1111
আদালতে পেশ

শুক্রবার তিন অভিযুক্তকে আলিপুর কোর্টে পেশ করা হয়েছে। তিন জনকেই পুলিশ চার দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে।

Read more Photos on
click me!

Recommended Stories