ডিএ বকেয়ার ক্ষেত্রে নির্দিষ্ট কিছু মানদণ্ড রয়েছে। যেমন—
২০১৯ সালের পরে যাঁরা চাকরিতে যোগ দিয়েছেন, তাঁরা এই সুবিধা পাবেন না
যেসব কর্মচারী ROPA 2009-এর আওতাভুক্ত নন, তাঁদের ক্ষেত্রেও এই ডিএ বকেয়া প্রযোজ্য হবে না
অর্থাৎ, কেবলমাত্র ROPA 2009 অনুসারে কর্মরত বা পেনশনপ্রাপ্ত ব্যক্তিরাই এই বকেয়ার জন্য বিবেচিত হবেন।