Dilip Ghosh: শাহি সফরে ব্রাত্য দিলীপ, দল গড়েছিলেন যিনি, BJP-র অন্দরে তিনিই কোণঠাসা!

Published : Jun 01, 2025, 11:53 AM ISTUpdated : Jun 01, 2025, 11:56 AM IST

Dilip Ghosh News: বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন। নরেন্দ্র মোদী ইতিমধ্যেই ঘুরে গিয়েছেন। আজ আবার রাজ্যে এসেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। অথচ কোথাও কেন্দ্রীয় নেতৃত্বের পাশে দেখা নেই দিলীপ ঘোষের। বিস্তারিত জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি… 

PREV
18
শাহি সভাতে ব্রাত্য দিলীপ ঘোষ

আপাতত কোনও পদে নেই। পাননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভায় ডাক। এবার শাহি সভাতেও ব্রাত্য বঙ্গ বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমন্ত্রণে দীঘায় সস্ত্রীর জগন্নাথ মন্দিরের উদ্বোধনে যান তিনি। তারপর থেকেই দলের অন্দরে ক্রমশ কোণঠাসা হয়ে পড়ছেন দিলীপ ঘোষ! 

28
বঙ্গ বিজেপিতে বিভাজন?

বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন। প্রধানমন্ত্রী ইতিমধ্যেই ঘুরে গিয়েছেন। রবিবার রাজ্যে এসেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। অথচ কোথাও কেন্দ্রীয় নেতৃত্বের পাশে দেখা নেই দিলীপ ঘোষের। বঙ্গ বিজেপি-তেই বিভাজন চোখে পড়ছে। 

38
মমতার সঙ্গে সাক্ষাৎয়ের পর থেকেই বাড়ছে দূরত্ব?

সেই নিয়ে আবারও সংবাদমাধ্যমে মুখ খুললেন বিজেপি-র একদা রাজ্য সভাপতি। কোথাও কি অভিমান জমেছে তাঁর মনে? উত্তর দিলেন অকপটে। বললেন, ‘’আগে যখন আমি সভাপতি ছিলাম তখন প্রোটোকল অনুযায়ী ডাক পড়ত, যেতাম। এখন ডাকে না। আমিও যাই না।'' 

48
শাহি সাক্ষাৎ এড়ালেন দিলীপ ঘোষ

শনিবার কলকাতায় পা রাখেন শাহ। রাতে বাইপাসের ধারের একটি হোটেলে ছিলেন। রবিবার পর্যন্ত সবমিলিয়ে তিনটি কর্মসূচি রয়েছে তাঁর। পাশাপাশি, রাজনৈতিক কর্মসূচিতেও দেখা যাবে শাহকে। তাঁকে স্বাগত জানাতে বিজেপি-র অন্দরে চরম তৎপরতা দেখা গেলেও, দিলীপকে দেখা যায়নি  কোথাও। সেই নিয়ে জল্পনার মধ্যেই দিলীপের একেবারে বাড়ির কাছের হোটেলে উঠছেন শাহ। সেখানে কি তাহলে দেখা যাবে তাঁকে? তাঁকে কি ডাকা হয়েছে? জবাবে দিলীপ বললেন, ‘না’। 

58
বিজেপির রাজনৈতিক কর্মসূচিতে নেই দিলীপ

নির্বাচনমুখী পশ্চিমবঙ্গে বিজেপি-র কেন্দ্রীয় নেতৃত্বের আনাগোনা শুরু হয়ে গিয়েছে। আলিপুরদুয়ারের সভা থেকে নির্বাচনের সুরও বেঁধে দিয়ে গিয়েছেন মোদী। কিন্তু দিলীপ কেন এসবে নেই? দিল্লির নেতৃত্বের সভায় ডাক না পাওয়ায় তিনি কি অভিমানী? উত্তর দিতে গিয়ে আবারও নিজের রাজনৈতিক অবস্থান তুলে ধরলেন বঙ্গ বিজেপির এই দাপুটে নেতা। 

68
দিলীপ নয় শাহকে স্বাগত জানালেন শুভেন্দু অধিকারী

কলকাতায় একেবারে ঘরের দুয়ারে শাহি সভাতেও ডাক পেলেন না দিলীপ ঘোষ। তাহলে কী ২৬-র ভোটের আগে আরও কোনঠাসা দিলীপ? যদিও এই প্রসঙ্গ এড়িয়ে কেন্দ্রীয় নেতৃত্বের ঘাড়েই দায় চাপালেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার।

78
অমিত শাহের বঙ্গ সফরে পাখির চোখ বাংলার ভোট

এর আগের লোকসভা থেকে বিধানসভা এবং উপনির্বাচনেও বাংলায় ভালো ফল করতে পারেনি বিজেপি। হারিয়েছে অনেক শক্ত ঘাঁটি। তাই এবার আসন্ন নির্বাচনের আগে কোথায় দলের ফাঁকফোকর রয়েছে তা খুঁজে বের করতে যে তৎপর শাহ তা বলাই বাহুল্য। এক কথায় নির্বাচনের প্রস্তুতি নিয়ে তৎপর বঙ্গ বিজেপি।

88
দিলীপ প্রসঙ্গে মুখে কুলুপ শাহের

রাজ্যে বিজেপি-কে যিনি দাঁড় করিয়েছিলেন, সেই দিলীপ ইদানীং দলে কোণঠাসা হয়ে পড়েছেন কি না, এই প্রশ্নে সরগরম বঙ্গ রাজনীতি। তবে বিজেপির প্রাক্তন সাংসদকে নিয়ে কোনও মন্তব্য করতে শোনা যায়নি মোদীর ডেপুটি অমিত শাহের। 

Read more Photos on
click me!

Recommended Stories