Jamaisasthi: জামাই আপ্যায়নে সকাল থেকেই বাজারে লম্বা লাইন, কতটা বাড়ল মাছ, মাংসের দাম? জানুন এক ঝলকে

Published : Jun 01, 2025, 11:09 AM IST

Jamaisasthi 2025: রবিবার একে ছুটির দিন। তার উপর এবছর পড়েছে জামাইষষ্ঠী। সকাল থেকেই বাজারে কেনাকাটার ধুম। জামাই অ্যাপায়ণে ত্রুটি রাখতে নারাজ শ্বশুররা। মাছ-মাংস থেকে ফলমিষ্টি কেমন দামে বিকোচ্ছে? দেখুন ফটো গ্যালারিতে…  

PREV
16
জামাইষষ্ঠীতে বাজারে আগুন!

জামাইষষ্ঠীতে জামাইদের পেট ভরে খাওয়াতে কোনও রকম খামতি রাখেন না শ্বশুর-শাশুড়ি। ভাত, ডাল থেকে শুরু করে মাছ, মাংস এবং শেষ পাতে আম, মিষ্টি সহ থাকে দইও। কিন্তু বাজারে সবজি, মাছ-মাংসের দামে ছ্যাঁকা? পকেট বুঝেই আজ বাজার সারতে হচ্ছে শ্বশুরদের। 

26
আকাশছোঁয়া ফলের দাম?

পুরানো রীতি বজায় রেখে জামাই আপ্যায়নে ফল, মিষ্টি থেকে মাছ, মাংসে ভুঁড়িভোজ সারা হয়। আয়োজন যাই হোক, এই উৎসবে ফলের প্রতি গুরুত্ব থাকে সর্বাধিক। বাজারের সেরা মরশুমি ফল আম, লিচু, কলা সহ বিভিন্ন সিজন ফল কেনার হিড়িক দেখা যায় প্রায় সর্বত্র। এবছর আমের ফলন বেশি হওয়ায় দাম একেবারেই সস্তা। 

36
সাধ্যের বাইরে লিচুর দাম?

এ বছর আমের ফলন খুব বেশি হলেও লিচুর ফলন তেমন হয়নি, সেই কারণে আমের দাম নাগালের মধ্যে থাকলেও লিচুর দাম সাধ্যের বাইরে। লিচু এবার তুলনামূলক কম ফলন হয়েছে সেই কারণে লিচু বিক্রি হচ্ছে চড়া দামে। ফলে লিচু কিনতে গিয়ে পকেটে কিছুটা টান পড়ছে শ্বশুরদের। 

46
জমজমাট মাছ বাজার

জমজমাট মাছের বাজারও। রকমারি মাছের সম্ভার। ইলিশ, ভেটকি, চিংড়ি, তোপসে… কী নেই বাজারে! তবে ছ্যাঁকা লাগছে কিনতে গেলে। দাম বেশ চড়া বাজারে। কিন্তু জামাইষষ্ঠী বলে কথা। তাই ট্যাঁকের টাকা খসিয়ে চড়া দামেই বাজার সারছেন অনেকে।

56
নাগালের মধ্যেই সবজির দাম

বাজারে চন্দ্রমুখী আলু ২২ থেকে ২৫ টাকা কেজি, পটল ৪০ টাকা কিলো এবং অন্যান্য সবজি সাধারণ দিনের মতোই দাম রয়েছে। মাছ মাংস বাদে জামাইদের সবজি ও ফল খাওয়াতে খুব বেশি গাঁটের কড়ি খরচা করতে হবে না শ্বশুর বাড়ির লোকেদের।

66
সকাল থেকেই ভিড় মিষ্টির দোকানে

মিষ্টি ছাড়া বাঙালির কোনও শুভকাজ হয় না। তই সকাল হোক বা দুপুর, জামাইয়ের পাতে পঞ্চ ব্যঞ্জনের সঙ্গে মিষ্টি থাকবেই। বেশ কিছু দোকানে আবার মিলছে ‘জামাই ষষ্ঠী স্পেশাল’ মিষ্টি। কোথাও মিলছে স্বাধারণ কিন্তু ভিন্ন স্বাদের মিষ্টি। যা বাজার চলতি সাধারণ রসগোল্লার মতো হলেও, স্বাদ একেবারেই অন্যরকম। তবে দাম অবশ্য রসগোল্লার থেকে একটু বেশি। সকাল থেকেই লম্বা লাইন পড়ে গিয়েছে মিষ্টির দোকানগুলিতে।

Read more Photos on
click me!

Recommended Stories