
১. ভাদ্রমাসেও রাজ্যের বিভিন্ন জেলায় বৃষ্টি সমানে চলছে। সঙ্গে বাতাসে আপেক্ষিক আর্দ্রতাও বেশি। মঙ্গলবারও বিভিন্ন জেলায় বৃষ্টি চলছে। এরপই মধ্যে আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, বুধবার ভারী বৃষ্টি হতে পারে। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া ও বাঁকুড়ায় ভারী বৃষ্টি হতে পারে। নিম্নচাপের জেরেই রাজ্যের এই জেলাগুলিতে ভারী বৃষ্টি হতে পারে।
বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন- বুধবার থেকেই হাওয়া বদল দক্ষিণবঙ্গে, ৩ জেলার জন্য রইল ভারী বৃষ্টির পূর্বাভাস
২. ফের ছুটি পেতে চলেছেন রাজ্যে সরকারি কর্মী ও পড়ুয়ারা। সপ্তাহের মাঝখানে ছুটির কথা ঘোষণা করেছে রাজ্য সরকার। বুধবার করম পুজো উপলক্ষে রাজ্য সরকারের নিয়ন্ত্রিত বা মালিকানাধীন সমস্ত রাজ্য সরকারি অফিস, স্থানীয় সংস্থা, সংবিধিবদ্ধ সংস্থা, বোর্ড, কর্পোরেশন, উদ্যোগ এবং প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান ছুটি থাকবে। এছাড়া সব সরকারি স্কুল-কলেজেও ছুটি থাকবে।
বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন- ফের ছুটির বিজ্ঞপ্তি নবান্নের, আগামীকাল ছুটি রাজ্যের স্কুল থেকে সরকারি দফতর!
৩. বিহারে এসআইআর নিয়ে বিতর্কের মধ্যেই আধার কার্ড নিয়ে গুরুত্বপূর্ণ নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালত জানিয়েছে, আধার কার্ড কখনও নাগরিকত্বের একমাত্র প্রমাণ হতে পারে না। আধার কার্ডকে নাগরিকত্বের প্রমাণ হিসেবে সিলমোহর দেওয়ার জন্য কেন জোরাজুরি করা হচ্ছে, তা নিয়েও প্রশ্ন তুলেছে সুপ্রিম কোর্ট। নাগরিকত্বের প্রমাণ হিসেবে যে নথিগুলি রয়েছে, তার মধ্যে একটি আধার কার্ড, স্পষ্ট জানিয়েছে শীর্ষ আদালত।
বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন- আধার কার্ড নিয়ে সুপ্রিম কোর্টের বড় নির্দেশ, এবার কী হবে নাগরিকত্বের প্রমাণ
৪. দীপাবলি, ছটপুজো, বড়দিন, ইংরাজি নববর্ষে আতশবাজি পোড়ানোর সময় নির্দিষ্ট করে দিল রাজ্য সরকার। মঙ্গলবার বিধানসভায় পরিবেশমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানিয়েছেন, দীপাবলি ও ছটপুজোয় দু'ঘণ্টা করে আতশবাজি পোড়ানো যাবে। বড়দিন ও ইংরাজি নববর্ষের রাতে ৩৫ মিনিট করে আতসবাজি পোড়ানো যাবে। পরিবেশবান্ধব আতশবাজি ছাড়া সব আতশবাজি নিষিদ্ধ।
বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন- দীপাবলি-ছটপুজো-বড়দিনে আতশবাজিতে বিধিনিষেধ, সময় বেঁধে দিল রাজ্য সরকার
৫. ভারতের বিরুদ্ধে সীমিত ওভারের সিরিজের আগেই আন্তর্জাতিক টি-২০ ফর্ম্যাট থেকে অবসরের কথা ঘোষণা করলেন অস্ট্রেলিয়ার পেসার মিচেল স্টার্ক। তবে তিনি টেস্ট, ওডিআই ফর্ম্যাটে খেলবেন। এবারের অ্যাশেজ, ২০২৭ সালে ওডিআই বিশ্বকাপে খেলতে চান স্টার্ক।
বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন- T20 থেকে মিচেল স্টার্কের অবসর নেওয়ার সিদ্ধান্ত, আচমকা কেন! জানুন কারণ
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।