Firecrackers: পশ্চিমবঙ্গে গত কয়েক বছর ধরেই কালীপুজো (Kali Puja 2025) ও দীপাবলির (Diwali 2025) সময় আতশবাজি পোড়ানোর ক্ষেত্রে বিধিনিষেধ জারি করা হয়েছে। এবারও উৎসবের মরসুমে আতশবাজির উপর বিধিনিষেধ জারি করা হল।

DID YOU
KNOW
?
আতশবাজিতে বিধিনিষেধ
রাজ্যে শব্দবাজি পোড়ানো নিষিদ্ধ। কেউ এই নির্দেশ অমান্য করলে কড়া ব্যবস্থা নিতে পারে পুলিশ।

Firecracker Ban: কালীপুজো (Kali Puja 2025), দীপাবলি (Diwali 2025), ছটপুজো (Chhath 2025), বড়দিন (Christmas 2025), ইংরাজি নববর্ষের (New Year 2026) সময় রাজ্যে আতশবাজি পোড়ানো যাবে। কিন্তু রাজ্য সরকারের বেঁধে দেওয়া সময়েই আতশবাজি পোড়াতে হবে। বিধিনিষেধ অমান্য করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে পুলিশ-প্রশাসন। উৎসবের মরসুমে আতশবাজি পোড়ানোর ক্ষেত্রে এই বিধিনিষেধের কথা জানিয়ে দিলেন পরিবেশমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য (Chandrima Bhattacharya)। মঙ্গলবার বিধানসভায় (West Bengal Assembly) শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের (Shankar Ghosh) প্রশ্নের জবাবে চন্দ্রিমা জানান, আতশবাজি পোড়ানোর সময় নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। দীপাবলি ও ছট পুজোর সময় দু’ঘণ্টা পরিবেশবান্ধব আতশবাজি পোড়ানো যাবে। দীপাবলিতে রাত আটটা থেকে ১০টা পর্যন্ত আতশবাজি পোড়ানো যাবে। ছটপুজোর দিন সকাল ছ'টা থেকে আটটা পর্যন্ত আতশবাজি পোড়ানো যাবে। বড়দিন এবং ইংরাজি নববর্ষে রাত ১১টা বেজে ৫৫ মিনিট থেকে সাড়ে ১২টা পর্যন্ত আতশবাজি পোড়ানো যাবে। দীপাবলি ও ছটপুজোয় দু'ঘণ্টা করে আতশবাজি পোড়ানোর অনুমতি থাকলেও, বড়দিন ও ইংরাজি নতুন বছরে মাত্র ৩৫ মিনিট আতশবাজি পোড়ানোর অনুমতি দেওয়া হচ্ছে।

আতশবাজি সংক্রান্ত বিধিনিষেধ লঙ্ঘনে কড়া ব্যবস্থা

চন্দ্রিমা জানিয়েছেন, আতশবাজিতে বিধিনিষেধ সংক্রান্ত এই নির্দেশ লঙ্ঘনকে দণ্ডনীয় অপরাধ হিসেবেই গণ্য করা হবে। শব্দবাজির দাপট নিয়ে যদি কারও অভিযোগ থাকে, তাহলে সরকারের হেল্পলাইন নাম্বারে অভিযোগ জানানো যাবে। হেল্পলাইন নাম্বার হল ১৮০০৩৪৫৩৩৯০। যে কোনও সময় এই সংক্রান্ত অভিযোগ জানানো যাবে।

রাজ্যে বৈধ শুধু পরিবেশবান্ধব আতশবাজি

রাজ্যে গত কয়েক বছর ধরেই পরিবেশবান্ধব আতশবাজি ছাড়া সব ধরনের আতশবাজি পোড়ানো নিষিদ্ধ। ২০২১ সালে আতশবাজি সংক্রান্ত মামলা আদালত পর্যন্ত গড়ায়। কলকাতা হাইকোর্টের পর সুপ্রিম কোর্টেও এই মামলা গড়ায়। শীর্ষ আদালতের নির্দেশ মেনে রাজ্য দূষণ নিয়ন্ত্রক বোর্ড জানিয়ে দেয়, রাজ্যের সর্বত্র পরিবেশবান্ধব আতশবাজি ছাড়া সব ধরনের আতশবাজির আমদানি, ক্রয়, বিক্রয়, মজুত এবং ব্যবহার নিষিদ্ধ। আতশবাজি পোড়ানোর সময়ও নির্দিষ্ট করে দেওয়া হয়। এবারও একই নিয়ম কার্যকর থাকছে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।