
১. শুক্রবার কলকাতা সফরে এসে মেট্রোরেলের নতুন তিনটি রুটের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এসপ্ল্যানেডের সঙ্গে যুক্ত হল শিয়ালদা স্টেশন। কবি সুভাষ মেট্রো স্টেশন থেকে বেলেঘাটা পর্যন্ত নতুন লাইন চালু হয়ে গেল। নোয়াপাড়া থেকে বিমানবন্দর পর্যন্ত লাইনও চালু হয়ে গেল। ফলে হাওড়া ময়দান থেকে মেট্রোরেলে সরাসরি বিমানবন্দর, ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাস বা সল্টলেক সেক্টর ফাইভে চলে যাওয়া যাবে।
বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন- নমোর হাত ধরে কলকাতা মেট্রোয় শুরু আরও ৩টি নতুন রুটের পরিষেবা, পুজোর আগে বঙ্গবাসীকে বড় উপহার মোদীর
২. দমদম কেন্দ্রীয় সংশোধনাগারের ময়দানে জনসভায় যোগ দিয়ে বাংলার উন্নয়ন নিয়ে তৃণমূল কংগ্রেসকে তীব্র আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, 'বাংলায় বিজেপি সরকার এলে রেল এবং মেট্রো দ্রুত এগিয়ে যাবে। এটা তখনই সম্ভব, যখন এখানে আইনের শাসন চলবে। ২০২৬-এ বিজেপিকে জেতান। আমি কথা দিচ্ছি পশ্চিমবঙ্গকে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের স্বপ্নের বাংলায় পরিণত করব।'
বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন- 'একটাই আওয়াজ, তৃণমূলকে সরাও, বাংলা বাঁচাও,' তীব্র আক্রমণ প্রধানমন্ত্রীর
৩. হাওড়া ময়দান মেট্রো স্টেশন থেকে মাত্র ৩২ মিনিটের মধ্যে সল্টলেক সেক্টর ফাইভে পৌঁছে যাওয়া যাবে। ভাড়া হতে পারে ২৫ টাকা। কলকাতা মেট্রোরেল কর্তৃপক্ষ এখনও পর্যন্ত সরকারিভাবে নতুন রুটের ভাড়ার কথা ঘোষণা করেনি। সোমবার থেকে যাত্রীদের জন্য নতুন রুটে মেট্রোরেল চলাচল শুরু হবে। তার আগেই নতুন ভাড়া জানিয়ে দেওয়া হবে।
বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন- ৩০ মিনিট হাওড়া থেকে সেক্টর ফাইভ যেতে কত টাকা খরচ হবে? রইল ইস্ট-ওয়েস্ট মেট্রোর ভাড়া
৪. শনিবার ডুরান্ড কাপ ফাইনাল। নর্থইস্ট ইউনাইটেড এফসি-র মুখোমুখি ডায়মন্ড হারবার এফসি। প্রথমবার ডুরান্ড কাপে যোগ দিয়েই ফাইনালে পৌঁছে গিয়েছে ডায়মন্ড হারবার এফসি। কোয়ার্টার ফাইনালে জামশেদপুর এফসি-কে হারানোর পর সেমি-ফাইনালে ইস্টবেঙ্গলকে হারিয়ে দিয়েছে কিবু ভিকুনার দল। এবার ট্রফি জিততে মরিয়া ডায়মন্ড হারবার এফসি।
বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন- Durand Cup Final 2025: ডুরান্ড ফাইনালে নামার আগে আত্মবিশ্বাসী দুই দলই, কোচেদের মুখে লড়াইয়ের বার্তা
৫. বেঙ্গালুরুতে পদপিষ্টের ঘটনার জেরে এম চিন্নাস্বামী স্টেডিয়াম থেকে সরে গেল মহিলাদের ওডিআই বিশ্বকাপের সব ম্যাচ। বেঙ্গালুরুর পরিবর্তে নভি মুম্বইয়ের ডি ওয়াই পাতিল স্টেডিয়ামকে বেছে নিল আইসিসি। ৩০ সেপ্টেম্বর বেঙ্গালুরুর পরিবর্তে উদ্বোধনী ম্যাচ হবে গুয়াহাটিতে।
বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন- পদপিষ্টের জেরে বেঙ্গালুরু থেকে সরে গেল মহিলাদের বিশ্বকাপের ম্যাচ, আইপিএল-এ কী হবে?
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।