Narendra Modi: শুক্রবার একাধিক কর্মসূচি নিয়ে কলকাতায় এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি কলকাতা মেট্রোর (Kolkata Metro Rail) তিনটি নতুন লাইনের উদ্বোধন করার পাশাপাশি জনসভাতেও যোগ দিয়েছেন।

DID YOU
KNOW
?
দমদমে প্রধানমন্ত্রী
দমদম কেন্দ্রীয় সংশোধনাগারের মাঠে জনসভায় যোগ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

Prime Minister Narendra Modi: দমদম কেন্দ্রীয় সংশোধনাগারের মাঠে জনসভায় যোগ দিয়ে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে (TMC) তীব্র আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, ‘আজ বাংলায় একটাই আওয়াজ- তৃণমূলকে সরাও, বাংলা বাঁচাও। বাংলায় বিজেপি সরকার এলে রেল এবং মেট্রো দ্রুত এগিয়ে যাবে। এটা তখনই সম্ভব, যখন এখানে আইনের শাসন চলবে। পশ্চিমবঙ্গের পরিকাঠামোর উন্নয়ন হবে। যুব সমাজের কর্মসংস্থান হবে। আর এটা তখনই সম্ভব যখন এখানে আইনের শাসন চলবে, দুর্নীতি দূর হবে। তৃণমূলের মিশন কেন্দ্রীয় সরকারের প্রকল্পকে আটকে দেওয়া। বাংলার মানুষকে জিজ্ঞাসা করছি এটা কি ঠিক? এতে করে কি পশ্চিমবঙ্গের ভালো হবে? ২০২৬-এ বিজেপিকে জেতান। আমি কথা দিচ্ছি, পশ্চিমবঙ্গকে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের স্বপ্নের বাংলায় পরিণত করব। আমরা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের সৈনিক, ভারত মাতার সন্তান। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের স্বপ্নপূরণ করার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করছি। বিজেপি যা বলে তা পূরণ করে দেখায়, তার জ্বলন্ত প্রমাণ অপারেশন সিঁদুর।’

বাংলায় পরিবর্তনের বার্তা প্রধানমন্ত্রীর

দমদমের জনসভায় প্রধানমন্ত্রী আরও বলেন, ‘পরিবর্তন স্লোগানে নয় ,পরিবর্তন কাজের মাধ্যমে আসে। পরিবর্তন মানে যেখানে নারী সুরক্ষা থাকবে, যেখানে মানুষের দোকান জ্বলবে না, কৃষকরা পাবে তাদের ন্যায্য মূল্য, দুষ্কৃতীরা সরকারে নয়, জেলে থাকবে। পশ্চিমবঙ্গে সত্যিই নতুন আলোর প্রয়োজন, নতুন পরিবর্তনের প্রয়োজন। প্রথমে কংগ্রেস, তারপর সিপিএম, তারপর মা-মাটি-মানুষের নামে এল তৃণমূল। তাতে পরিস্থিতি আরও খারাপ হয়। তৃণমূল গেলেই আসবে আসল পরিবর্তন।’

বাংলার মানুষকে বার্তা প্রধানমন্ত্রীর

বাংলার মানুষের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘আপনারা মা মাটি মানুষ আর স্লোগানে ভরসা করেছিলেন। কিন্তু পরিস্থিতি আরও খারাপ হয়ে গিয়েছে। দুর্নীতি, বেকারত্ব এবং মা-বোনদের উপর নির্যাতন বেড়ে গিয়েছে। যতদিন বাংলায় তৃণমূল সরকার থাকবে ততদিন বাংলার উন্নয়ন আটকে থাকবে। পশ্চিমবঙ্গের উন্নয়নের জন্য কেন্দ্র সরকার সবসময় সাহায্য করছে কিন্তু দিল্লির পাঠানো টাকা লুট হয়ে যাচ্ছে।’

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।