News Round-up: ফের বন্ধ দ্বিতীয় হুগলি সেতু, বিধায়কের বাড়িতে সিবিআই, সারাদিনের খবর এক ক্লিকে

Published : Aug 23, 2025, 09:36 PM IST
Round Up

সংক্ষিপ্ত

News Round-up: সারাদিনের সেরা খবর, সারাদিনের বাছাই করা খবর, যা না পড়লেই নয়। আজকের সেরা পাঁচটি খবরে নজর বুলিয়ে নিন এক মিনিটে। একটা ক্লিকেই সারা দুনিয়ার সেরা খবর পেয়ে যান এশিয়ানেট বাংলার নিউজ রাউন্ড আপে।

১. ১৬ অগাস্ট রাত ৯টা থেকে ২৪ ঘণ্টার জন্য দ্বিতীয় হুগলি সেতু বন্ধ থাকার কথা থাকলেও, পরে সেই পরিকল্পনা বাতিল করা হয়। এবার ফের এই গুরুত্বপূর্ণ সেতু বন্ধ রাখার কথা জানাল হুগলি রিভার ব্রিজ কমিশনার্স ও কলকাতা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মেরামতি ও সংস্কারের জন্য রবিবার ভোর পাঁচটা থেকে রাত ন'টা পর্যন্ত বন্ধ থাকবে সেতু। এই সময় বিকল্প রাস্তা দিয়ে যান চলাচল করবে। 

বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন- ফের বন্ধ দ্বিতীয় হুগলি সেতু, কতদিন পর্যন্ত বন্ধ থাকবে ব্রিজ? জানুন এক ক্লিকে

২. টেন্ডারে দুর্নীতির মামলার তদন্তে আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে রোগী কল্যাণ সমিতির প্রাক্তন চেয়ারম্যান তথা শ্রীরামপুরের তৃণমূল কংগ্রেস বিধায়ক সুদীপ্ত রায়ের বাড়িতে তল্লাশি চালাল সিবিআই। এর আগে গত বছরের সেপ্টেম্বরেও এই বিধায়কের বাড়িতে তল্লাশি চালানো হয়েছিল। শনিবার তল্লাশির সময় অবশ্য বাড়িতে ছিলেন না এই বিধায়ক।

বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন- আর জি কর হাসপাতালে রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান ছিলেন, তৃণমূল বিধায়কের বাড়িতে সিবিআই তল্লাশি

৩. ভারতে কি চিনা মোবাইল অ্যাপ টিকটকের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়া হয়েছে? হঠাৎই এই জল্পনা শুরু হয়। অনেকে দাবি করেন, তাঁরা টিকটকের ওয়েবসাইট দেখতে পাচ্ছেন। যদিও কেন্দ্রীয় সরকারি সূত্রে জানা গিয়েছে, টিকটকের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়নি। 

বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন- টিকটকের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার? অবস্থান স্পষ্ট করল কেন্দ্রীয় সরকার

৪. ১৪ বছর পর দ্বিতীয়বার ভারত সফরে আসছেন লিওনেল মেসি। শনিবার আর্জেন্টিনার ফুটবল সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, নভেম্বরে কেরলে ইন্টারন্যাশনাল ফ্রেন্ডলি ম্যাচ খেলবেন মেসিরা। প্রতিপক্ষ এখনও ঠিক হয়নি। এই সফরে কলকাতাতেও আসতে পারেন মেসি। 

বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন- নভেম্বরে মেসির নেতৃত্বে কেরলে আসছে দল, ঘোষণা আর্জেন্টিনার ফুটবল সংস্থার, সফরসূচিতে কলকাতাও?

৫. ১৯৯১ সালের পর প্রথমবার কোনও দল পরপর দু'বার ডুরান্ড কাপ চ্যাম্পিয়ন হল। শনিবার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে ফাইনালে ডায়মন্ড হারবার এফসি-কে ৬-১ উড়িয়ে দিল নর্থইস্ট ইউনাইটেড এফসি। 

বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন- নিষ্প্রভ হীরকের দ্যুতি, টানা দ্বিতীয়বার ডুরান্ড কাপ চ্যাম্পিয়ন নর্থইস্ট ইউনাইটেড এফসি

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

বেলডাঙায় বাবরি মসজিদ নির্মাণের হুমকি হুমায়ুন কবীরের, হস্তক্ষেপে নারাজ কলকাতা হাইকোর্ট
বেলডাঙায় বাবরি মসজিদের ভিত্তিপ্রস্থর স্থাপন করবেন হুমায়ুন কবীর, রাজভবনে বিশেষ সেল চালু রাজ্যপালের