Kolkata News: ফের বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু। আগেও একবার বন্ধ  করার কথা থাকলেও পরে তা বাতিল হয়ে যায়। রবিবার ফের ব্রিজ বন্ধ থাকার কথা জানিয়েছে কলকাতা পুলিশ। বিস্তারিত তথ্য জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…

Kolkata News: হুগলি রিভার ব্রিজ কমিশনার্স অথরিটি ও কলকাতা পুলিশের উদ্যোগে বিদ্যাসাগর সেতুর মেরামতি ও সংস্কার কাজের জন্য আগামী ২৪ অগাস্ট রবিবার সকাল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত সম্পূর্ণভাবে যান চলাচল বন্ধ থাকবে। এই সময়ে দ্বিতীয় হুগলি সেতুর stay ও down cables এবং bearings প্রতিস্থাপনের কাজ হবে।

কলকাতা পুলিশের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নিরাপত্তা ও জনসাধারণের সুবিধার্থে এই সময়ে যানবাহন চলাচলের জন্য বিশেষ রুট নির্ধারণ করা হয়েছে।

 ট্রাফিক পরিবর্তন সূচি:

এ.জে.সি বোস রোড থেকে জিৎরুট আইল্যান্ড হয়ে আসা পশ্চিমমুখী গাড়িগুলি টালা ভিউ ভায়া গ্রেড রোড হয়ে হেস্টিংস ক্রসিং থেকে সেন্ট জর্জেস গেট রোড–স্ট্র্যান্ড রোড–হাওড়া ব্রিজের দিকে ঘুরিয়ে দেওয়া হবে।

কে.পি. রোড হয়ে জে&এন আইল্যান্ড দিক থেকে আসা পশ্চিমমুখী যানবাহন ১১ ফারলং গেট হয়ে হেস্টিংস ক্রসিং থেকে সেন্ট জর্জেস গেট রোড–স্ট্র্যান্ড রোড–হাওড়া ব্রিজে যাবে।

পূর্বমুখী যানবাহনগুলি, সিজিআর রোড হয়ে খিদিরপুর দিক থেকে আসা, হেস্টিংস ক্রসিং থেকে বামদিকে ঘুরে সেন্ট জর্জেস গেট রোড–স্ট্র্যান্ড রোড–হাওড়া ব্রিজ ব্যবহার করবে।

কে.পি. রোড ব্যবহার করা সমস্ত গাড়ি, যেগুলি সাধারণত বিদ্যাসাগর সেতুর ওয়াই–পয়েন্টের র‍্যাম্প দিয়ে ঘোড়া পাস হয়ে যায়, তাদেরকেও ১১ ফারলং গেট হয়ে রেড রোড–হাওড়া ব্রিজের দিকে ঘুরিয়ে দেওয়া হবে।

প্রয়োজনে যানবাহন চলাচল বিকল্প আর্টেরিয়াল রোড দিয়েও নিয়ন্ত্রিত হবে।

কলকাতা পুলিশের তরফে জানানো হয়েছে, ২৪শে আগস্ট সকাল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত যানবাহন চালকদের বিকল্প রুট ব্যবহার করার জন্য অনুরোধ করা হচ্ছে।

অন্যদিকে, নজর ২০২৬ সালের বিধানসভা নির্বাচন। তার জন্য এখন থেকেই তৃণমূল কংগ্রেস শিবিরে প্রস্তুতি তুঙ্গে। বিধানসভা নির্বাচনের লক্ষ্যে এখন থেকে সক্রিয় মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বীরভূমের এপর এবার তাঁর গন্তব্য় পার্শ্ববর্তী জেলা বর্ধমান। মঙ্গলবর ২৬ অগস্ট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় পূর্ব ও পশ্চিম বর্ধমান সফর করবেন। উদ্বোধন করবেন একাধিক প্রকল্পের। একই সঙ্গে দুই জেলার প্রশাসনিক বৈঠকও করবেন তিনি।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।