
১. 'নির্বাচন কমিশনকে দিয়ে ভোট চুরি করে বিজেপি জিতেছে অন্য রাজ্যে, ঘেঁচু করবে নির্বাচন কমিশন', আইপ্যাক কাণ্ডের প্রতিবাদে যাদবপুর থেকে হাজরা মোড় পর্যন্ত মিছিল শেষে বক্তব্য রাখতে গিয়ে একথা বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উপস্থিত জনতা ও মঞ্চে উপস্থিত সকলকে মজা করে বলেন, ঘেঁচুর মানে ও ইংরেজি খুঁজে বের করতে। দেখুন রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছেন, তাই আমরাও একটু জানার চেষ্টা করছি ও আপনাদের জানানোর চেষ্টা করছি। আচ্ছা, আপনি কি ঘেঁচু শব্দটা শুনেছেন? কথাবার্তায় ব্যবহার করেন? এর মানে কি জানেন? চলুন জানা যাক। বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…
মমতা বললেন 'ঘেঁচু করবে আমার', এই 'ঘেঁচু' কী জিনিস অধিকাংশ লোকই জানে না?
২. রাজপথে মমতা। কার্যত, অগ্নিকন্যার মতোই রাজনীতির ময়দানে ফের একবার দাপট দেখালেন তিনি (tmc rally in kolkata today live)। ঘতনার সূত্রপাত বৃহস্পতিবার। আই-প্যাকের অফিস এবং আই-প্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে হানা দেয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তথা ইডি (tmc mamata banerjee news)। বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…
৩. দিল্লির ঐতিহাসিক তুর্কমেন গেটের ফৈজ-ই-ইলাহি মসজিদ ভাঙা হয়নি, তা সত্ত্বেও মসজিদ ভাঙার অভিযোগ ঘিরে তৈরি হওয়া রাজনৈতিক বিতর্কের মধ্যে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) বিরোধীদের তীব্র সমালোচনা করেছে। এই বিষয়ে মসজিদ ক্ষতিগ্রস্ত হওয়ার গুজব বিজেপি পুরোপুরি প্রত্যাখ্যান করেছে। বিজেপির মুখপাত্র শাহজাদ পুনাওয়ালা পাকিস্তানের বিদেশ মন্ত্রকের একই ধরনের বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেছেন। তিনি বিরোধী জোটকে "পাকিস্তানের সঙ্গে INDIA জোট" বলে চিহ্নিত করেছেন। বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…
মসজিদ ভাঙা নিয়ে বিতর্ক? পাকিস্তানকে সমর্থন INDIA জোটের? ক্ষুব্ধ বিজেপি
৪. বাংলাদেশের ক্রিকেটের (Bangladesh Cricket) ভবিষ্যতের কথা ভেবেই নিজের মতামত জানিয়েছিলেন। কিন্তু তাতেই আক্রমণের মুখে পড়লেন বাংলাদেশের প্রাক্তন অধিনায়ক তামিম ইকবাল। তাঁকে তোপ দাগলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (Bangladesh Cricket Board) ডিরেক্টর ও আর্থিক কমিটির চেয়ারম্যান এম নাজমুল ইসলাম (M Nazmul Islam)। তিনি নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে লেখেন, 'এইবার আরও একজন পরীক্ষিত ভারতীয় দালালের আত্মপ্রকাশ বাংলার জনগণ দু'চোখ ভরে দেখল।' বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…
'পরীক্ষিত ভারতীয় দালাল,' তামিম ইকবালকে তোপ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্তার
৫. সবসময় ভারত-বিরোধিতা চালিয়ে যাবেন আর সেই ভারতের সংস্থাই স্পনসর হিসেবে থাকবে, তা তো হয় না। বাংলাদেশের ক্রিকেটারদের স্পনসর হিসেবে আর না থাকার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় ক্রীড়া সরঞ্জাম প্রস্তুতকারী সংস্থা এসজি। ফলে আর্থিক ক্ষতির মুখে পড়তে চলেছেন বাংলাদেশের একাধিক ক্রিকেটার। বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…
সরে যেতে চলেছে ভারতীয় স্পনসর, আর্থিক ক্ষতি হচ্ছে বাংলাদেশের ক্রিকেটারদের
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।