Dilip Ghosh: পহেলগাঁও হত্যাকাণ্ডের জন্য প্রত্যক্ষভাবে দায়ী কে? নাম না করে জানিয়ে দিলেন দিলীপ ঘোষ

Published : Apr 25, 2025, 11:35 AM IST
BJP leader Dilip Ghosh (Photo/ANI)

সংক্ষিপ্ত

Dilip Ghosh On Pahalgam: মঙ্গলবার জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে পর্যটকদের উপর সন্ত্রাসবাদী হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh On Pahalgam)। কাশ্মীরের বর্তমান নির্বাচিত সরকার…                   

Dilip Ghosh On Pahalgam: মঙ্গলবার জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে পর্যটকদের উপর সন্ত্রাসবাদী হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh On Pahalgam)। কাশ্মীরের বর্তমান নির্বাচিত সরকার কাশ্মীরের পরিস্থিতি স্বাভাবিক রাখতে পারেনি। তার জন্যই এই নৃশংস হামলার ঘটনা ঘটেছে।

শুক্রবার কলকাতার নিউ টাউনে প্রাতঃ ভ্রমণে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রাক্তন সাংসদ আরও বলেন, ''প্রায় ৬ বছর হতে চলল ৩৭০ ধারা প্রত্যাহার হয়েছে। আমি তার মধ্যে নিজে দু-বার ঘুরে এসেছি। একবার লে লাদাখ গিয়েছি। তারপর অমরনাথ গিয়েছি। আমি নিজে দেখেছি, কী বিপুল মানুষের ঢল। কোনও সমস্যা নেই। যারা খুব আগ্রহ দেখিয়েছিল নির্বাচন দিন, সেখানে কেন্দ্র নির্বাচনের ব্যবস্থা করে দিয়েছে। এখন সেখানে গুলি চলছে কেন তার জবাব নির্বাচিত সরকারকে দিতে হবে। এই নির্বাচিত সরকারের আমলে এতবড় বিপর্যয় হল কেন? কেন গোটা দেশ গোটা বিশ্ব কেঁপে গেছে? কেন্দ্র সরকার সঙ্গে সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী কে পাঠিয়েছে। তোমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পারোনি।''

দিলীপ আরও বলেন, ''প্রতি বছর প্রায় দেড় কোটি পর্যটক কেন্দ্র সরকারের আশ্বাসে Kashmir ঘুরতে যাচ্ছিল। স্থানীয় মানুষ এখন হাহাকার করছে। বলছে আমরা ছাড়ব না। হোটেল খালি হয়ে গিয়েছে। এবার স্থানীয় মানুষ খাবে কি? ওরা ৪০ বছর সন্ত্রাসবাদ দেখেছে। সেই সময় ওরা কাটিয়ে উঠেছে। তবে আমার মনে হয়, এই আতঙ্ক বেশিদিন থাকবে না। কারণ সাপের মাথা মোদী থেঁতলে দিয়েছে। মাঝে মাঝে শুধু লেজটা নড়ে উঠছে।''

ছন্দে ফেরা জম্মু কাশ্মীরের যুব সমাজকে বিপথে চালিত করতেই কি ফের সন্ত্রাসবাদের জিগির? (Dilip Ghosh On Pahalgam)

দিলীপ বলেন, ''লোকের হাতে কাজ আছে। সবার হাতে পয়সা আছে। সবাই ভালো আছে। এটা সন্ত্রাসবাদীরা মেনে নিতে পারছিল না। কেউ হাতে বন্দুক তুলে নিতে রাজি হচ্ছিল না। তাই এইভাবে পর্যটকদের ভয় দেখিয়ে তাদের আসা বন্ধ করে আবার হাতে বন্দুক তুলে দেওয়ার চেষ্টা। পাথর গ্রেনেড তুলে দেশ বিরোধী কাজ করিয়ে নেওয়ার চেষ্টা। আমার মনে হয়,

ওখানে কয়েকজন বিচ্ছিন্নতাবাদী নেতা এইভাবে খুব সুবিধা করতে পারবে না। গোটা দেশ সঙ্গে আছে। ওখানে মানুষ ঝাঁপিয়ে পড়েছে। সরকার আগে সার্জিক্যাল স্ট্রাইক করেছিল। আমার ধারনা সরকার আবার সেরকমই কিছু করবে। মোদীর ওপর ভরসা রাখা উচিৎ। যারা চলে গেল তাদের শান্তি কামনা করব। কিন্তু এখন গোটা দেশ একসঙ্গে লড়বে।''

জঙ্গিদের খোঁজ দিলে ২০ লাখ! (Dilip Ghosh On Pahalgam):- 

''এটা সরকারের কাজ। মাথার দাম ঘোষণা দীর্ঘদিন ধরেই চলে। এরা জঙ্গল দিয়ে এসেছে। কোনও গ্রাম দিয়ে এসেছে। কেউ না কেউ তো অবশ্যই সহযোগিতা করেছে। তারা সামনে আসবেই। এখানে বিষ থাকলে ওপার থেকে তো আসবেই। সরকার চেষ্টা করছে। যাতে দ্বিতীয়বার এই ঘটনা না ঘটে। কাশ্মীর ভূস্বর্গ। আমি নিজে উপলন্ধি করেছি। গোটা বিশ্ব ভারতের পাশে আছে। এটাই বোধহয় কাশ্মীরে শেষ হিংসার ঘটনা।''

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
click me!

Recommended Stories

বঙ্গে জাঁকিয়ে চলছে শীতের ইনিংস, উত্তরে কুয়াশার সতর্কতা, জানুন আজকের আবহাওয়ার আপডেট
পরিবার, বিবাহ শারীরিক তৃপ্তির উপায় নয়, Live In সম্পর্ক থেকে সন্তানের সংখ্য়া নিয়ে খোলাখুলি মোহন ভাগবত