Pahalgam Terror Attack: কফিনবন্দি দেহ ফিরল বাড়িতে, চোখের জল বাঁধ মানছে না পরিবারের! যোগ্য জবাব কবে?

Published : Apr 24, 2025, 12:30 AM ISTUpdated : Apr 24, 2025, 02:17 AM IST
Pahalgam Terror Attack

সংক্ষিপ্ত

Pahalgam Terror Attack: গেছিলেন বেড়াতে। কিন্তু ফিরলেন কফিনবন্দি হয়ে। 

Pahalgam Terror Attack: জম্মু-কাশ্মীরের পহেলগাঁওতে ঘুরতে গিয়ে মঙ্গলবার, জঙ্গিদের এলোপাথালি গুলিতে মৃত্যু হয়েছে তাদের। আর বুধবার, তাদের কফিনবন্দি দেহ ফিরল বাড়িতে।

প্রিয়জনদের নিথর দেহ কাছে পেয়ে চোখের জল যেন বাঁধ মানছিল না পরিবারের। এদিন সন্ধ্যায় কলকাতায় ফিরল পহেলগাঁওতে জঙ্গি হামলায় নিহত ২ পর্যটকের দেহ। সেখান থেকে অ্যাম্বুল্যান্সে করে বাড়ির দিকে নিয়ে যাওয়া হয় কফিনবন্দি বিতান এবং সমীরের দেহ। অন্যদিকে রাঁচি হয়ে পুরুলিয়ার বাড়ির ফেরার কথা আরও একজনের দেহ।

বুধবার সন্ধ্যায়, দমদম বিমানবন্দরে এসে পৌঁছয় বেহালা সখেরবাজারের বাসিন্দা সমীর গুহ এবং পাটুলির বাসিন্দা বিতান অধিকারীর দেহ। সেখানে রাজ্য সরকারের তরফ থেকে উপস্থিত ছিলেন মন্ত্রী অরূপ বিশ্বাস এবং কলকাতার মেয়র তথা মন্ত্রী ফিরহাদ হাকিম। অন্যদিকে, বিমানবন্দরের বাইরে উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল সহ আরও অনেকে। বিতানবাবুর স্ত্রীর সোহিনীদেবীর সঙ্গেও কথা বলেন তারা (pahalgam attack news)। 

তারপর রাজ্য সরকারের তরফে তৈরি রাখা অ্যাম্বুল্যান্সে করেই বাড়ির দিকে রওনা দেয় বিতান এবং সমীরের সেই কফিনবন্দি দেহ। এখনও পর্যন্ত, এই ঘটনায় যাদের দেহ শনাক্ত করা গেছে, তাদের মধ্যে ছিলেন কলকাতার বাসিন্দা বিতান অধিকারী। তাঁর বাড়ি পাটুলির বৈষ্ণবনগর এলাকায়। গত ১৬ এপ্রিল, নিজের স্ত্রী এবং সন্তানকে নিয়ে কাশ্মীরে বেড়াতে গেছিলেন তিনি। এছাড়াও শনাক্তদের তালিকায় ছিলেন বেহালা সখেরবাজারের বাসিন্দা সমীর গুহ (pahalgam attack update)। 

অন্যদিকে, পুরুলিয়ার বাসিন্দা ৪১ বছর বয়সী মণীশরঞ্জন মিশ্রের মৃত্যুরও খবর এসেছে (pahalgam live update)। যিনি কর্মসূত্রে আইবি অফিসার হিলেন। মণীশবাবু সপরিবারে হায়দ্রাবাদে থাকতেন। আর এই জঘন্য নারকীয় ঘটনার পর থেকেই উত্তাল গোটা দেশ। শোকস্তব্ধ পরিবার থেকে শুরু করে সাধারণ মানুষ, প্রত্যেকে এর পাল্টা এবং যোগ্য জবাব দিতে চাইছেন। প্রতীক্ষায় ভারত। কিন্তু দেশের ইন্টেলিজেন্স টপকে কীভাবে ঘটল এই ঘটনা? তা নিয়েও উঠছে প্রশ্ন। 

ইতিমধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) বাসভবনে একটি হাইভোল্টেজ বৈঠক হয়েছে বুধবার সন্ধ্যায়। সেই বৈঠকে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল।  

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
click me!

Recommended Stories

বেলডাঙায় বাবরি মসজিদ নির্মাণের হুমকি হুমায়ুন কবীরের, হস্তক্ষেপে নারাজ কলকাতা হাইকোর্ট
বেলডাঙায় বাবরি মসজিদের ভিত্তিপ্রস্থর স্থাপন করবেন হুমায়ুন কবীর, রাজভবনে বিশেষ সেল চালু রাজ্যপালের