Kolkata News: সোশ্যাল মিডিয়াতে বিতর্কিত মন্তব্য চিকিৎসক নারায়ন বন্দ্যোপাধ্যায়ের (doctor narayan banerjee)। আরজি কর ইস্যু সহ একাধিকক্ষেত্রে তাঁকে প্রতিবাদী জনতার সঙ্গে রাস্তায় নামতে দেখা গেছে। বামেদের সঙ্গেও তাঁর বেশ ভালো সখ্যতা রয়েছে। এহেন সেই পরিচিত ডাক্তারবাবুই এবার এই বিতর্কিত মন্তব্য করে বসলেন (doctor narayan banerjee news)।
কিন্তু সেই চিকিৎসকই এবার নিজের পেশার জুনিয়রদেরকে অস্মমান করলেন? কোনওভাবে কি অপদস্থ করার প্রচেষ্টা? শুরু হয়েছে তুমুল বিতর্ক। প্রসঙ্গত, আরজি কর আন্দোলনের একদম শুরুতে জুনিয়র ডক্টর্স ফ্রন্টের একাধিক কর্মসূচিতে যেতেন নারায়ণবাবু। তারপর অবশ্যও তা অনেকটা কমে আসে। কিন্তু সোশ্যাল মিডিয়াতে একাধিক বিষয়ে মুখ খোলেন তিনি।
তবে হটাৎ তিনি এই পোস্ট করতে গেলেন কেন? তাহলে কি জুনিয়র ডক্টর্স ফ্রন্টের অতি পরিচিত মুখ কিঞ্জল নন্দ সহ আসফাকুল্লা নাইয়াদের টার্গেট করতে চাইলেন তিনি? গুরুত্ব হারানোর ভয়? ঠিক কী লিখেছেন চিকিৎসক নারায়ন বন্দ্যোপাধ্যায়?
তাঁর কথায়, ‘‘ডাক্তারি পড়তে গেলে এখন বাবার টাকা লাগে। র্যাঙ্ক পিছনে থাকলেও টাকা দিয়ে বেসরকারি মেডিক্যাল কলেজে পড়া যায়। আর সিডিউল কাস্ট এবং সিডিউল ট্রাইব হলেই বিশেষ সুবিধা মেলে। মেধার দরকার হয় না।’’
এই লেখার মাধ্যমে কি তিনি সমাজের পিছিয়ে পড়া অংশকে ‘ছোট' করতে চাইলেন? তবে তাঁর এই পোস্ট কিন্তু বেশ হইচই ফেলে দিয়েছে। এই পোস্টের পরিপ্রেক্ষিতে সঞ্চারী রায় লিখেছেন, “পুরোটা একমত হতে পারলাম না।"
রাহুল কুমার বিশ্বাস আবার বলছেন, “একবার ভেবে দেখুন — একজন SC/ST ছাত্র বা ছাত্রীকে আজও কত প্রতিকূলতার মধ্যে দিয়ে এখানে পৌঁছাতে হয়। তাদের অধিকাংশের ঘরে হয়তো নুন আনতে পান্তা ফুরায়, ঠিকমত খেতেই পায়না, টিউশন পায়না। তাদের চোদ্দ পুরুষে হয়তো একজন গ্রাজুয়েটও নেই, ডাক্তার তো অনেক দূরের কথা।"
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।