শিয়ালদহ ডিভিশনে ফের হবে পাওয়ার ব্লকের কাজ, সপ্তাহান্তে বাতিল একগুচ্ছ ট্রেন

Published : Aug 23, 2025, 10:31 AM IST

Local Train Cancel News: সপ্তাহান্তে ফের যাত্রী দুর্ভোগ। শিয়ালদহ শাখায় বাতিল একগুচ্ছ ট্রেন। কখন থেকে বাতিল থাকছে ট্রেন? বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

PREV
15
ফের ট্রেন বাতিল

সপ্তাহান্তে ফের যাত্রী দুর্ভোগ। শিয়ালদহ শাখায় ফের বাতিল থাকবে একগুচ্ছ লোকাল ট্রেন। যারফলে উইকএন্ডে ব্যাপক যাত্রী ভোগান্তির আশঙ্কা রয়েছে। জানা গিয়েছে ট্রেন বাতিলের জেরে শনিবার রাত থেকেই শিয়ালদহ স্টেশনে ঢুকবে না একাধিক ট্রেন। 

25
কবে থেকে বাতিল ট্রেন

পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশন সূত্রে খবর, পাওয়ার ব্লকের কাজের জন্য শনিবার অর্থাৎ ২৩ অগাস্ট মধ্যরাত থেকেই বাতিল থাকবে শিয়ালদহ শাখার একাধিক রুটের ট্রেন। যারফলে প্রায় আড়াই ঘন্টা বন্ধ থাকবে একাধিক লাইনের ট্রেন পরিষেবা। 

35
একাধিক ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত

জানা গিয়েছে, শিয়ালদহ স্টেশনে ট্রামওয়ে টাইপ ওভারহেড ইক্যুইপমেন্ট কাজ করা হবে। এই কারণে শনিবার ও রবিবারে মধ্যরাতে প্রায় আড়াই ঘণ্টার জন্য পাওয়ার এবং ট্রাফিক ব্লক করা হবে। রাত ১২টা ৪৫ মিনিট থেকে মধ্যরাত ৩টে ১৫ মিনিট পর্যন্ত এই কাজ করা হবে। এই কারণে ৩১৫৪২ ডাউন শান্তিপুর-শিয়ালদহ লোকাল এবং ৩১৫১১ আপ শিয়ালদহ-শান্তিপুর লোকালের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে।

45
ঘুরিয়ে দেওয়া হচ্ছে ট্রেনের যাত্রাপথ

এই বিষয়ে পূর্ব রেলের তরফে জানানো হয়েছে যে, ৩১৫৪২ ট্রেনটি শনিবার আসবে ব্যারাকপুর স্টেশন পর্যন্ত। এই কারণে, রবিবার, ৩১৫১১ আপ ট্রেনটি ব্যারাকপুর থেকে যাত্রা করবে। একই সঙ্গে ১৩১০৬ ডাউন বালিয়া-শিয়ালদহ এক্সপ্রেস ট্রেন চলাচলও নিয়ন্ত্রণ করা হবে। ওই ট্রেনটি শিয়ালদহ আসার পথে প্রায় ১ ঘণ্টা ১৫ মিনিটের জন্য দাঁড় করিয়ে রাখা হবে।

55
ট্রাফিক ব্লকের কাজ হবে

আরও জানা  গিয়েছে, ওই নির্ধারিত সময়ে পাওয়ার ট্রাফিক ব্লকের কাজ হওয়ায় শিয়ালদহ শাখায় একাধিক রুটের ট্রেন চলাচলেও দেরী হতে পারে। এই বিষয়ে বিস্তারিত তথ্য জানিয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশন।

Read more Photos on
click me!

Recommended Stories