আচমকা মেঘভাঙা বৃষ্টিতে উত্তরাখণ্ডে ফের বিপর্যয়, প্রাকৃতিক দুর্যোগে প্রাণ হারালেন ১ জন
Uttarakhand Cloudburst News: ফের মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরাখণ্ড। এবার উত্তরাখণ্ডের চামোলি জেলায় মেঘভাঙা বৃষ্টিতে বিপত্তি। ঘটনায় এখনও পর্যন্ত একজনের মৃত্যুর খবর মিলেছে। বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরাখণ্ড
শুক্রবার গভীর রাতে ফের মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরাখণ্ডের চামোলি জেলা। জানা গিয়েছে, প্রবল বৃষ্টির কারণে ওই অঞ্চলের বিস্তীর্ণ এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। থরালি বাজার, কোটদীপ এবং থরালি তহসিল কমপ্লেক্স মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনায় প্রচুর পরিমাণে ধ্বংসাবশেষ বাড়িঘর, এসডিএম-এর বাসভবন এবং অন্যান্য ভবনগুলিতে ঢুকে পড়েছে। তহসিল কমপ্লেক্সে পার্ক করা বেশ কয়েকটি গাড়ি ধ্বংসাবশেষের নিচে চাপা পড়ে গিয়েছে। প্রবল জলস্রোত এবং ধ্বংসাবশেষের কারণে শহরের রাস্তাগুলো সাময়িকভাবে পুকুরে পরিণত হয়েছে।
শুরু উদ্ধার কাজ
আশেপাশের সাগওয়ারা গ্রামে, স্থানীয়রা জানিয়েছে যে এক কিশোরী ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে মারা গিয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। এতে ওই এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়েছে। উদ্ধার ও ত্রাণ শুরু হওয়ায় স্থানীয় বাসিন্দারা দ্রুত তাদের বাড়ি থেকে বেরিয়ে নিরাপদ আশ্রয়ে যাচ্ছেন। এদিকে ধ্বংসাবশেষ পড়ে চেপডাওন মার্কেটের কিছু দোকানও ক্ষতিগ্রস্ত হয়েছে এবং একজন নিখোঁজ হওয়ার খবর পাওয়া গিয়েছে।
প্রশাসনের তরফে চলছে উদ্ধার কাজ
এদিকে প্রাকৃতিক এই বিপর্যয়ের ঘটনায় চামোলির পুলিশ প্রশাসন এবং বিপর্যয় মোকাবিলা বাহিনীর তরফে চলছে যুদ্ধ গতিতে উদ্ধার কাজ। আটকে পড়া বাসিন্দাদের দ্রুত উদ্ধার করে নিরাপদ আশ্রয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছেন চামোলির জেলা শাসক সন্দীপ তিওয়ারি।
ঘটনাস্থলে দুর্যোগ মোকাবিলা বাহিনী
ঘটনাস্থলে নামানো হয়েছে রাজ্য দুর্যোগ মোকাবিলা বাহিনী (SDRF)। গৌচর থেকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। সীমান্ত সড়ক সংস্থা (BRO) মিং খেদেরের কাছে রাস্তা পরিষ্কার করতে এবং যান চলাচল ও ত্রাণ কার্যক্রম সহজ করার জন্য কাজ চলছে।
বন্ধ স্কুল
এদিকে মেঘভাঙা বৃষ্টির জেরে সতর্কতা মূলক ব্যবস্থা হিসেবে জেলা প্রশাসন থারালি তহসিলের সমস্ত স্কুল এবং অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিকে ২৩ অগাস্ট শনিবার বন্ধ রাখার নির্দেশ দিয়েছে।

