মাসের শুরুতেই ফের বন্ধ বিদ্যাসাগর সেতু, বিকল্প পথ নির্দেশিকা জানাল কলকাতা ট্রাফিক পুলিশ

Published : Oct 31, 2025, 05:21 PM IST

Second Hooghly Bridge Closed News: মাসের শুরুতেই ফের বন্ধ দ্বিতীয় হুগলী সেতু। কবে থেকে বন্ধ থাকবে? কী জানাল কলকাতা পুলিশের ট্রাফিক বিভাগ? বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

PREV
15
রবিবার বন্ধ বিদ্যাসাগর সেতু

রবিবার সকাল ৬টা থেকে দুপুর ২টো পর্যন্ত বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু, কলকাতা পুলিশের ট্রাফিক বিভাগের তরফে জারি বিজ্ঞপ্তি। বিদ্যাসাগর সেতুর তার ও বেয়ারিংস পরিবর্তনসহ মেরামতি ও পুনর্বাসনের কাজের জন্য আগামী রবিবার, ২ নভেম্বর ২০২৫ তারিখে সকাল ৬টা থেকে দুপুর ২টো পর্যন্ত সম্পূর্ণভাবে যান চলাচল বন্ধ থাকবে। এই সময়ের মধ্যে সেতুর উপর দিয়ে কোনও যানবাহন চলাচল করতে পারবে না বলে জানানো হয়েছে কলকাতা পুলিশের ট্রাফিক বিভাগ থেকে।

25
একাধিক পথে ঘুরিয়ে দেওয়া হবে যানবাহন

হুগলি রিভার ব্রিজ কমিশনার্স অথরিটি (HRBC)-এর উদ্যোগে এই কাজটি সম্পন্ন হবে। জননিরাপত্তা ও যানবাহনের সুবিধার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন কলকাতার পুলিশ কমিশনার মনোজ কুমার ভার্মা, আইপিএস। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে ২ নম্বর হুগলি ব্রিজ (বিদ্যাসাগর সেতু)-এর stay cable ও bearing পরিবর্তনের কাজ চলবে। এই সময়ে সমস্ত যান চলাচল সীমিত রাখা হবে এবং বিকল্প রুটে ঘোরানো হবে। 

35
বিকল্প পথ নির্দেশিকা

এ. জে. সি. বোস রোড বা জ়িরাট আইল্যান্ড দিক থেকে আসা পশ্চিমমুখী গাড়িগুলিকে টার্ফ ভিউ হয়ে হেস্টিংস ক্রসিং ঘুরিয়ে সেন্ট জর্জ গেট রোড – স্ট্র্যান্ড রোড – হাওড়া ব্রিজ পথে চালিত করা হবে। কেপি রোড দিক থেকে আসা গাড়িগুলিকে ১১ ফারলং গেট রোড হয়ে একই পথে পাঠানো হবে।

45
হাওড়া ব্রিজ ব্যবহারের নির্দেশ

পূর্ব দিক থেকে (যেমন সিজিআর রোড বা খিদিরপুর দিক থেকে) আসা গাড়িগুলিকে হেস্টিংস ক্রসিং ঘুরিয়ে সেন্ট জর্জ গেট রোড – স্ট্র্যান্ড রোড – হাওড়া ব্রিজ দিয়ে চালানো হবে। কেপি রোডের সমস্ত যানবাহন ওয়াই-পয়েন্ট ও ঘোড়া পাস এলাকা থেকেও বিকল্প পথে চালানো হবে।

55
বিকল্প রাস্তা ব্যবহারের নির্দেশ

পুলিশ সূত্রে জানানো হয়েছে, প্রয়োজনে শহরের বিভিন্ন অভ্যন্তরীণ রাস্তাও (arterial roads) যানবাহন চলাচলের জন্য ব্যবহার করা হবে। এই নির্দেশ ২ নভেম্বর (রবিবার) সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত কার্যকর থাকবে। পুলিশের অনুরোধ, সাধারণ মানুষ যেন ওই সময়ে বিকল্প রাস্তা ব্যবহার করেন এবং ট্রাফিক পুলিশের নির্দেশ মেনে চলেন।

Read more Photos on
click me!

Recommended Stories