- Home
- West Bengal
- West Bengal News
- প্রকাশিত উচ্চ মাধ্যমিকের প্রথম পর্বের ফলাফল, রাজ্য মেধা তালিকায় শীর্ষে কারা?
প্রকাশিত উচ্চ মাধ্যমিকের প্রথম পর্বের ফলাফল, রাজ্য মেধা তালিকায় শীর্ষে কারা?
WBCHSE Class 12 3rd Semester Result: মাত্র ৩৯ দিনের মাথায় প্রকাশিত হল উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের পরীক্ষার ফলাফল। কেমন হল রেজাল্ট? মেধা তালিকার শীর্ষে কারা? জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

প্রকাশিত হল উচ্চ মাধ্যমিকের প্রথম সেমিস্টারের ফল
আগেই জানানো হয়েছিল যে, চলতি বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে সেমিস্টার পদ্ধতিতে। সেইমতো দুর্গাপুজোর আগেই নিয়ে নেওয়া হয়েছিল উচ্চ মাধ্যমিকের প্রথম পর্বের সেমিস্টার পরীক্ষা। আর শুক্রবার পরীক্ষা শেষের ৩৯ দিনের মাথায় প্রকাশিত হল উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রথম সেমিস্টারের ফলাফল। সাফল্যের নিরিখে জয়জয়াকার জেলার। তবে মেধা তালিকার শীর্ষে রয়েছে পুরুলিয়া জেলার রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠের দুই ছাত্র। সকলকে তাক লাগিয়ে উচ্চ মাধ্যমিকে নজর কাড়ল পশ্চিমবঙ্গের এই জেলা।
মেধা তালিকার শীর্ষে কারা?
শুক্রবার সকালে উচ্চ মাধ্যমিকের প্রথম সেমিস্টারের ফল ঘোষণা করেন সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। সাংবাদিক বৈঠক করে এদিন মেধা তালিকার প্রথম দশে থাকা কৃতী ছাত্র-ছাত্রীদের নাম ঘোষণা করেন তিনি। আর তারপরই জানা গিয়েছে, এই বছর উচ্চ মাধ্যমিকের প্রথম পর্বের পরীক্ষার ফলাফলের ভিত্তিতে যুগ্মভাবে প্রথম স্থান দখল করেছে পুরুলিয়ার রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠের দুই ছাত্র। তারা হল- প্রীতম বল্লভ এবং আদিত্যনারায়ণ জানা। তাদের প্রাপ্ত নম্বর ৯৮.৯৭ শতাংশ।
দ্বিতীয়-তৃতীয় স্থান কারা দখল করল?
এই বছর উচ্চ মাধ্যমিকের প্রথম পর্বের পরীক্ষার ফলাফলের ভিত্তিতে দ্বিতীয়-তৃতীয় স্থান কারা দখল করেছে দক্ষিণ ২৪ পরগনা জেলার নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন আবাসিক স্কুলের ছাত্র অতনু বন্দ্যোপাধ্যায়। প্রাপ্ত নম্বর ৯৮.৯৫ শতাংশ। ও তৃতীয় স্থান অধিকার করেছে- নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন আবাসিক স্কুলেরই পড়ুয়া সোহম ভৌমিক। তার প্রাপ্ত নম্বর ৯৮.৯২ শতাংশ। এছাডা়ও ওই একই স্কুল থেকে উচ্চ মাধ্যমিকে দ্বিতীয় হয়েছে নয় জন পরীক্ষার্থী।
চতুর্থ-পঞ্চম স্থানে কারা?
উচ্চ মাধ্যমিকের প্রথম পর্বের পরীক্ষার ফলাফলের ভিত্তিতে রাজ্য মেধা তালিকায় চতুর্থ স্থানে রয়েছে দক্ষিণ দিনাজপুরের দৌলতপুর হাইস্কুলের ছাত্রী দিপান্বিতা পাল। প্রাপ্ত নম্বর ৯৮.৪২ শতাংশ। তালিকায় রয়েছে পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর কলেজিয়েট স্কুলের ছাত্র মনীশ সেনাপতি। নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন আবাসিক স্কুলের পরীক্ষার্থী আলেখ্য মাইতি। এবং পঞ্চম স্থানে রয়েছে- নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন আবাসিক স্কুলের ছাত্র সৌম্যদীপ মিশ্র-৯৮.৩৮ শতাংশ। রেহান রিজভি শেখ। ৯৮.৩৮ শতাংশ। রেহান আবদুল মোতালিব হাই মাদ্রাসার ছাত্র।
ষষ্ঠ ও সপ্তম স্থানে রয়েছে কারা?
উচ্চ মাধ্যমিকের প্রথম পর্বের পরীক্ষার ফলাফলের ভিত্তিতে রাজ্য মেধা তালিকায় ষ্ঠ ও সপ্তম স্থানে রয়েছে- কোচবিহারের মাথাভাঙা হাইস্কুলের ছাত্র সূর্য বর্মন। তার প্রাপ্ত নম্বর ৯৭.৮৯ শতাংশ। নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন আবাসিক স্কুলের ছাত্র আবীর ভট্টাচার্য। ৯৭.৮৯ শতাংশ। রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠের সোহনদীপ খাটুয়া। ৯৭.৮৯ শতাংশ। এবং সপ্তম স্থানে রয়েছে- দক্ষিণ ২৪ পরগনার নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন আবাসিক স্কুলের ছাত্র সৌহার্দ্য দাস ৯৭.৮৪ শতাংশ। সৃজন পাল ৯৭.৮৪ শতাংশ। অলিভ গায়েন ৯৭.৮৪ শতাংশ।

