ষষ্ঠীতে শেষ মেট্রো কটায়? কোন স্টেশনে নামলে কোন প্যান্ডেল কাছে পড়বে, জেনে নিন মেট্রো চড়ে ঠাকুর দেখার খুঁটিনাটি

ঠাকুর দেখার জন্য শহরের কোন পথে গেলে ভিড় এড়ানো সম্ভব? কোন মেট্রো রুট ধরলে কাছে পড়বে শহরের বিখ্যাত পুজো মণ্ডপগুলি? ষষ্ঠীর দিন শেষ মেট্রো কটায়, কোন স্টেশনে নামলে কোন কোন প্যান্ডেল দেখতে পাবেন, জেনে নিন বিস্তারিত।

আজ মহাষষ্ঠী। আনুষ্ঠানিক ভাবে পুজো শুরু আজ। তবে বাঙালির হুজুগে দিনক্ষণ আপাতত তাকে তোলা। মহালয়ার দিন থেকেই ঠাকুর দেখা শুরু করে দিয়েছেন অনেকে। তবে অনেকেই রাস্তার ভিড় এড়াতে মেট্রো করে ঘুরে দেখেন আলোয় মোড়া গোটা শহর। ঠাকুর দেখার জন্য শহরের কোন পথে গেলে ভিড় এড়ানো সম্ভব? কোন মেট্রো রুট ধরলে কাছে পড়বে শহরের বিখ্যাত পুজো মণ্ডপগুলি? ষষ্ঠীর দিন শেষ মেট্রো কটায়, কোন স্টেশনে নামলে কোন কোন প্যান্ডেল দেখতে পাবেন, জেনে নিন বিস্তারিত।

সবার আগে জেনে নিন কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর যাওয়ার ও দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ আসার শেষ মেট্রো কটায়। দক্ষিণেশ্বর থেকে শেষ মেট্রো ছাড়বে রাত ১০.৩৮ মিনিটে। তা দমদম পৌঁছবে ১০.৫০ মিনিটে। কবি সুভাষ মেট্রো স্টেশনে পৌঁছবে ১১.৩৯ মিনিটে।

Latest Videos

অন্যদিকে কবি সুভাষ থেকে শেষ মেট্রো ছাড়বে ১০.৫০ মিনিটে। তা দমদম পৌঁছবে ১১.৩৯ মিনিটে। তবে দক্ষিণেশ্বর আসার শেষ মেট্রো কবি সুভাষ থেকে মিলবে ১০.৪০ মিনিটে। তা দমদম পৌঁছবে ১১.২৯ মিনিটে। দক্ষিণেশ্বর পৌঁছবে ১১.৪৩ মিনিটে।

শ্যামবাজার মেট্রো স্টেশন

এই মেট্রো স্টেশনে নামলে দেখে নেওয়া যাবে বাগবাজার সর্বজনীন, ফ্রেন্ডস ইউনিয়ন, জগত্‍ মুখার্জি পার্কের মতো বিখ্যাত পুজো মণ্ডপগুলি।

বেলগাছিয়া মেট্রো স্টেশন

এই মেট্রো স্টেশন থেকে চলে যেতে পারেন মেট্রো রেলওয়ে আবাসিক সংঘ, টালা পার্ক, নতুন পল্লি প্রদীপ সংঘ, নেতাজি স্পোর্টিং, লেকটাউন অ্যাসোসিয়েশন, দমদম পার্ক ভারতচক্র, দমদম পার্ক তরুণ দল, শ্রীভূমি স্পোর্টিং ক্লাব।

শোভাবাজার সুতানুটি মেট্রো স্টেশন

এই স্টেশন থেকে খুব কাছেই রয়েছে আহিরীটোলা সর্বজনীন, বেনিয়াটোলা, কুমোরটুলি পার্ক, শোভাবাজার রাজবাড়ি, হাতিবাগান সর্বজনীন, কাঁকুড়গাছি যুবকবৃন্দ, গৌরীবাড়ি সর্বজনীন, তেলেঙ্গাবাগান, চালতাবাগানের পুজো।

গিরিশ পার্ক মেট্রো স্টেশন

দেখা যাবে শিমলা ব্যায়াম সমিতি, ৩৭ পল্লি, বিবেকানন্দ স্পোর্টিং, রবীন্দ্র কানন, পাথুরেঘাটা পাঁচের পল্লি।

কালীঘাট মেট্রো স্টেশন

এখানে নামলে পৌঁছে যাবেন দক্ষিণ কলকাতার একগুচ্ছ বড় পুজো মণ্ডপে। তালিকায় রয়েছে দেশপ্রিয় পার্ক, সংঘশ্রী, সিংহি পার্ক, প্রসার নবডাঙা সংঘ, বাদামতলা আষাঢ় সংঘ, আদি লেক পল্লি, সমাজসেবী সংঘ, বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশন, একডালিয়া এভারগ্রিন।

জোকা-তারাতলা করিডোর সংলগ্ন পুজোগুলি কী কী?

এই করিডোরের স্টেশনগুলো হল জোকা, ঠাকুরপুকুর, শখের বাজার, বেহালা চৌরাস্তা, বেহালা বাজার ও তারাতলা। এক্ষেত্রে ঠাকুরপুকুর স্টেশন থেকে তাড়াতাড়ি পৌঁছে যাওয়া যাবে এসবি পার্কের পুজো মণ্ডপে। সখের বাজার থেকে দ্রুত পৌঁছতে পারবেন বড়িশা সর্বজনীন ও উদয়ন ক্লাবের পুজোয়। বেহালা চৌরাস্তা স্টেশন থেকে তাড়াতাড়ি পৌঁছন যাবে বড়িশা ক্লাব ও প্লেয়ার্স কর্নারের পুজো প্যান্ডেলে। বেহালা বাজার মেট্রো স্টেশনে নামলে সামনেই পাবেন নূতন দল ও দেবদারু ফটকের পুজো। আর তারাতলা মেট্রো স্টেশনের কাছেই পাবেন চেতলা অগ্রণী ও সুরুচি সংঘের পুজো মণ্ডপ।

Share this article
click me!

Latest Videos

'একত্রিত হতে হবেই, ওরা ৫০ পেরলেই শরিয়া আইন চালু করবে' গর্জে উঠলেন শুভেন্দু | Suvendu Adhikari | News
'Mamata Banerjee-র জন্যই অভয়ার এই অবস্থা' বলতে গিয়ে এ কী বললেন Suvendu Adhikari, দেখুন
শুভেন্দুর বিরাট ঘোষণা! সোনাচূড়ার আড়াই বিঘা জমিতে হবে বিশাল Ram Mandir | Suvendu Adhikari
'সনাতনী সম্মেলন'-এ Suvendu Adhikari-র বিশেষ বার্তা, দেখুন সরাসরি
‘RG Kar-র তথ্য প্রমাণ Mamata Banerjee-র নির্দেশে লোপাট হয়েছে’ বিস্ফোরক Adhir Ranjan Chowdhury