Durga Puja 2023: প্রতিমা দর্শনের ভিড় বাড়ছে পঞ্চমীর সন্ধ্যে থেকে, চাপ বাড়ছে মেট্রো রেলের

Published : Oct 19, 2023, 06:50 PM IST
durga puja

সংক্ষিপ্ত

সপ্তমী থেকে সরকারি ছুটি। তবে পথে লোকবাড়বে। দর্শনার্থীদের সংখ্যাই মূলত বেশি থাকবে। উত্তর থেকে দক্ষিণ প্রতিমা দর্শনের ভিড়ই থাকবে। 

পুজো শুরু। নিত্যযাত্রীরা হাড়ে হাড়ে তা টের পেতে শুরু করেছে কয়েক দিন ধরেই । কিন্তু পঞ্চমীর সন্ধ্যেতে তা মাত্রা ছাড়াল। একদিকে ঠাকুর দেখার ঢল অন্যদিকে নিত্যদিনের অফিস ফেরত যাত্রীরা-রীতমত সমস্যায় পড়ল পথে বেরিয়ে। বৃহস্পতিবার সড়কপথে দুপুর থেকেই যানজট। অনেকেই মেট্রোর ওপর ভরসা করেন। তেমনই ভিড় শহরতলীর ট্রেনগুলিতে।

রেলসূত্রের খবর, বুধবার চতুর্থীর দিন মেট্রোর যাত্রী ছিল প্রায় সাড়ে সাত লক্ষ। সবথেকে বেশি যাত্রী যাতায়াত করে দমদম মেট্রো দিয়ে। তৃতীয়ার দিনে মেট্রোর যাত্রী সংখ্যা ছিল সাত লক্ষের ওপর। এদিন অর্থাৎ চতুর্থীতে যাত্রী সংখ্যা আরও বাড়বে বলেও মনে করছেন মেট্রো রেল কর্তৃপক্ষ। একদিকে শেষ মুহূর্তের পুজোর বাজার। অন্য দিকে ঠাকুর দেখার ভিড়। সবমিলিয়ে প্রচুর মানুষ রাজপথে। সপ্তমী থেকে সরকারি ছুটি। তার আগে রয়েছে ষষ্ঠী। কাল থেকে ভিড় আরও বাড়বে বলেও মনে করছে অনেকে।

যদিও সপ্তমী থেকে সরকারি ছুটি। তবে পথে লোকবাড়বে। দর্শনার্থীদের সংখ্যাই মূলত বেশি থাকবে। উত্তর থেকে দক্ষিণ প্রতিমা দর্শনের ভিড়ই থাকবে। বর্তমানে উত্তর কলকাতার বোনেদিয়ানার সঙ্গে রীতিমত টক্কর দেয় দক্ষিণ কলকাতার থিমের পুজো। যদিও থিমের পুজোতে পিছিয়ে নেই উত্তর কলকাতাও। সবমিলিয়ে দর্শক টানার লড়াই শুরু হয়ে যায় টালা থেকে টালিগঞ্জ পর্যন্ত। সেই কারণে এই সময়টা বাস ট্রেনের সঙ্গে মেট্রোতেও ভিড় বাড়তে থাকে।

তবে পুজো শুরুর ঘণ্টা মহালয়ার আগে থেকেই শুরু হয়েছে । কিন্তু তৃতীয়া থেকেই দর্শনার্থীদের ভিড় বাড়তে শুরু করেছে কলকাতায়। এই অবস্থায় রীতিমত সতর্ক রয়েছে কলকাতা পুলিশ।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

প্রতিদিন বাদ যাচ্ছে ১ লক্ষেরও বেশি ভোটারের নাম! SIR-এ কত ভোটার বাদ যাবে জানেন?
স্বামী প্রান্তিককে সঙ্গে নিয়ে 'ফুল' বদল রাজন্যার! ভোটের আগে কোথায় যাচ্ছেন তৃণমূলের বহিস্কৃত নেত্রী?