Durga Puja 2023: পুজোর সময় রাতভর চলবে মেট্রো, দেখে নিন সপ্তমী থেকে নবমী মেট্রোর সূচি

মেট্রোরেল সূত্রে খবর, এই তিন দিন মোট ২৪৮টি মেট্রো চলবে৷ দশমীর দিন মেট্রোর সংখ্যা হবে ১৩২টি।

Ishanee Dhar | Published : Oct 7, 2023 3:12 AM IST / Updated: Oct 07 2023, 08:48 AM IST

পুজো মানেই রাত জেগে প্যান্ডেল হপিং। সারারাত ঠাকুর দেখার ক্ষেত্রে যাতায়াত একটা বড় সমস্যা। তবে এবার কলকাতার দক্ষিণ থেকে উত্তরে যাওয়া আরও সহজ করতে বিশেষ পদক্ষেপ নিল কলকাতা মেট্রোরেল কর্তৃপক্ষ। পুজোর তিনদিন যানজট কমাতে সারারাত মেট্রো চালানোর সিদ্ধান্ত নিল কলকাতা মেট্রো। জানা যাচ্ছে, সপ্তমী, অষ্টমী এবং নবমী তিন দিনই ভোর ৩টে পর্যন্ত মেট্রো চলবে কলকাতায়। মেট্রোরেল সূত্রে খবর, এই তিন দিন মোট ২৪৮টি মেট্রো চলবে৷ দশমীর দিন মেট্রোর সংখ্যা হবে ১৩২টি।

পুজোয় মেট্রোর সূচি

দমদম থেকে দক্ষিণেশ্বর - বেলা ১২টা ৫৫ মিনিট

কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর - দুপুর ১টা

দমদম থেকে কবি সুভাষ - দুপুর ১টা

দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ - দুপুর ১টা

মহানায়ক উত্তমকুমার থেকে দক্ষিণেশ্বর - দুপুর ১টা

গীতাঞ্জলি থেকে দমদম - দুপুর ১টা

শ্যামবাজার থেকে কবি সুভাষ - দুপুর ১টা

কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর - রাত ৩টে ৪৮ মিনিট

দমদম থেকে কবি সুভাষ - ভোর ৪টে

দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ - রাত ৩টে ৪৮ মিনিট

Read more Articles on
Share this article
click me!