দুর্গাপুজা ২০২৩: চতুর্থীর রাত থেকেই উপচে পড়া ভিড় শহরে, ঠাকুর দেখতে বেরনোর আগে জানুন কোন মণ্ডপে ভিড় কেমন

Published : Oct 19, 2023, 08:04 AM ISTUpdated : Oct 19, 2023, 09:05 AM IST
durga puja crowd

সংক্ষিপ্ত

আম জনতার সুবিধার জন্যই নিজেদের ফেসবুক পেজে আপডেট দিয়ে চলেছে পুলিশ। এই আপডে দেখে ঠাকুর দেখেত যেতী সুবিধা হবে দর্শনার্থীদের।

মহালয়ার পর থেকেই ঠাকুর দেখতে বেরিয়ে পরেছেন শহরবাসী। প্রতিপদ থেকেই হালকা-মাঝারি ভিড় দেখা গিয়েছিল শহরের রাস্তায়। তৃতীয়া চতুর্থী থেকে রীতিমত ভিড় শহরের রাস্তায়। চতুর্থীর রাতে একাধিক মণ্ডপে দেখা গিয়েছে লম্বা লাইন। পুজোর শুরুতেই কোন মণ্ডপে কেমন ভিড়? সরাসরি জানাল কলকাতা পুলিশ। মূলত আম জনতার সুবিধার জন্যই নিজেদের ফেসবুক পেজে আপডেট দিয়ে চলেছে পুলিশ। এই আপডে দেখে ঠাকুর দেখেত যেতী সুবিধা হবে দর্শনার্থীদের।

কলকাতার ১৬ থেকে ১৭টা বড় পুজোয় চোখে পড়ার মতো লম্বা লাইন পড়েছিল চতুর্থীর দিন। তালিকায় নাম রয়েছে, আহিরিটোলা সর্বজনীন, বাবু বাগান, বোসপুকুর তালবাগান, চেতলা অগ্রনী, কলেজ স্কোয়ার, দেশপ্রিয় পার্ক, একডালিয়া এভারগ্রিন, কুমোরটুলি পার্ক, মুদিয়ালি ক্লাব, নাকতলা উদয়ন সঙ্ঘ, সন্তোষ মিত্র স্কোয়ার, শিবমন্দির, সিংহী পার্ক, সুরুচি সঙ্ঘ, টালা প্রত্যয়, ত্রিধারা সম্মিলনীর মতো পুজোর। চতুর্থীর মধ্যেই রাস্তায় এবার উপচে পড়া ভিড় মানুষের। সন্তোষ মিত্র স্কোয়ারে ঢুকতে এদিন অপেক্ষা করতে হচ্ছিল প্রায় ১৮ মিনিট। অন্যদিকে দেশপ্রিয় পার্ক, একডালিয়া এভারগ্রিনে কুমোরটুলি পার্কের মতো পুজোতেও কমপক্ষে ৬ থেকে ১০ মিনিট অপেক্ষা করতে হচ্ছে। সুরুচি সঙ্ঘ, টালা প্রত্যয়ের মতো পুজোয় কমপক্ষে ১৫ থেকে ১৬ মিনিটের অপেক্ষার পর ঢুকতে পারছেন দর্শনার্থীরা।

চলতি বছর রেকর্ড ভিড় শহরের রাস্তায়। মহালয়ার দিন থেকেই ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছেন মানুষ। উপচে পড়া ভিড় শহরের রাস্তায়। এখন আশঙ্কা পুজোর মূল দিনগুলো অর্থাৎ, আশঙ্কা, সপ্তমী, অষ্টমী, নবমীতে কী অবস্থা হতে চলেছে।

PREV
click me!

Recommended Stories

প্রতিদিন বাদ যাচ্ছে ১ লক্ষেরও বেশি ভোটারের নাম! SIR-এ কত ভোটার বাদ যাবে জানেন?
স্বামী প্রান্তিককে সঙ্গে নিয়ে 'ফুল' বদল রাজন্যার! ভোটের আগে কোথায় যাচ্ছেন তৃণমূলের বহিস্কৃত নেত্রী?