যাত্রীদের সতর্কবার্তা, স্টেশনে ধূমপান করলে, আবর্জনা ফেললেই জরিমানা, হতে পারে মামলা

শুধু রাজ্যই নয়, সারা দেশের অন্যতম ব্যস্ত রেল স্টেশন শিয়ালদা। প্রতিদিন হাজার হাজার যাত্রী এই স্টেশন দিয়ে যাতায়াত করেন। ফলে পরিষ্কার-পরিচ্ছন্নতার দিকে নজর রাখা কঠিন। তবে সেই চেষ্টা শুরু করেছে পূর্ব রেল।

করোনাভাইরাস অতিমারীর জেরে লকডাউনের সময় সবার অলক্ষে শিয়ালদা স্টেশনের ভোল বদলে ফেলা হয়েছিল। প্ল্যাটফর্মগুলির বিন্যাস বদল করার পাশাপাশি স্টেশন চত্বরেও অনেক বদল আনা হয়েছে। এখন আধুনিক সুবিধাযুক্ত ঝাঁ চকচকে স্টেশন হয়ে উঠেছে শিয়ালদা। প্রতিদিন হাজার হাজার যাত্রী এই স্টেশন দিয়ে যাতায়াত করেন। যাত্রীদের চাপ থাকলেও, স্টেশনে নিরাপত্তাব্যবস্থা এবং পরিষ্কার-পরিচ্ছন্নতার উপর জোর দেওয়া হচ্ছে। শিয়ালদা স্টেশনে লোকাল ট্রেনই বেশি। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া, হুগলি জেলা থেকে যাত্রীরা প্রতিদিন শিয়ালদায় আসেন। অনেকেই স্বাস্থ্যবিধি, পরিষ্কার-পরিচ্ছন্নতার তোয়াক্কা করেন না। যেখানে-সেখানে খাবারের প্যাকেট, ঠোঙা, কাগজ ফেলা অনেকেরই স্বভাব। অনেকে আবার স্টেশনে বা ট্রেনে ধূমপান করেন। এই যাত্রীদের ক্ষেত্রে কড়া ব্যবস্থা নিচ্ছে পূর্ব রেল। কোনও যাত্রী পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখতে না পারলে বা ধূমপান করলে জরিমানা তো করা হচ্ছেই, এমনকী, প্রয়োজনে সংশ্লিষ্ট যাত্রীর বিরুদ্ধে মামলাও করা হচ্ছে। বিনা টিকিটে যাতায়াত করা ব্যক্তিদের বিরুদ্ধে যেমন ব্যবস্থা নেওয়া হচ্ছে, তেমনই পরিষ্কার-পরিচ্ছন্নতার উপরেও জোর দেওয়া হচ্ছে।

কড়া পদক্ষেপ পূর্ব রেলের

Latest Videos

শুধু ভারতেরই নয়, এশিয়ার অন্যতম ব্যস্ত রেল স্টেশন শিয়ালদা। ভোর থেকে রাত পর্যন্ত সবসময়ই এই স্টেশনে যাত্রীদের ভিড় থাকে। শুধু রাতে কয়েক ঘণ্টার জন্য শিয়ালদা স্টেশনে ট্রেন চলাচল বন্ধ থাকে। স্টেশন চত্বর ও প্ল্যাটফর্ম পরিষ্কার করার জন্য এই সময়টাকেই বেছে নেওয়া হয়। কিন্তু দিনের বেলাতেও যাতে স্টেশনে পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় থাকে, সেটা নিশ্চিত করতে চাইছে পূর্ব রেল। বারবার যাত্রীদের পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখার বার্তা দেওয়া হচ্ছে। পাবলিক অ্যাড্রেস সিস্টেমে নিয়মিত ঘোষণা করা হচ্ছে। কিন্তু অনেক যাত্রীরই অভ্যাস বদলাচ্ছে না। এই কারণে কড়া পদক্ষেপ নিয়েছে পূর্ব রেল। যাত্রীদের সতর্ক করেই ছেড়ে দেওয়া হচ্ছে না। জরিমানা করা হচ্ছে। কোনও যাত্রী গুরুতর আইন লঙ্ঘন করলে মামলারও সংস্থান রয়েছে। পূর্ব রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, ২০২৪ সালে যাত্রীদের কাছ থেকে জরিমানা বাবদ আদায় করা হয়েছে লক্ষাধিক টাকা। এমনকী, আইন লঙ্ঘনকারী যাত্রীদের বিরুদ্ধে শতাধিক মামলা দায়ের করা হয়েছে। শুধু শিয়ালদা স্টেশনই নয়, শিয়ালদা ডিভিশনের অন্য স্টেশনগুলিতেও পরিষ্কার-পরিচ্ছন্নতার উপর জোর দেওয়া হচ্ছে। বিভিন্ন স্টেশন মিলিয়ে আবর্জনা ফেলার জন্য মোট ৮৬৫টি মামলা দায়ের করা হয়েছে। এক্ষেত্রে সংশ্লিষ্ট যাত্রীদের কাছ থেকে ১ লক্ষ ১৪ হাজার ৮০০ টাকা জরিমানা আদায় করেছে পূর্ব রেল।

শিয়ালদা ডিভিশনে আইন লঙ্ঘন করলেই কড়া পদক্ষেপ

পূর্ব রেলের নিয়ম অনুযায়ী, কোনও যাত্রী স্টেশন চত্বরে ধূমপান করলে তাঁকে জরিমানা দিতেই হবে। এই নিয়ম লঙ্ঘন করায় ১৩৬ জনের জরিমানা হয়েছে। পূর্ব রেল জরিমানা হিসেবে ২৭ হাজার ২০০ টাকা আদায় করেছে। শিয়ালদার ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার দীপক নিগম জানিয়েছেন, স্টেশন চত্বর পরিচ্ছন্ন রাখায় তাঁরা বিশেষ জোর দিয়েছেন। যাত্রীদের এই বিষয়ে আরও সতর্ক করা হচ্ছে। কথায় কাজ না হলে জরিমানা করা হচ্ছে। একবার জরিমানা বাবদ মোটা টাকা দিতে হলে পরেরবার থেকে যাত্রীরা শিয়ালদা স্টেশনে আইন লঙ্ঘন করার আগে অতীতের কথা ভাববেন।

শিয়ালদা স্টেশনে নিরাপত্তায় নজর

বনগাঁ, গেদে স্টেশন থেকে শিয়ালদায় রোজ একাধিক লোকাল ট্রেন যাতায়াত করে। এই দুই স্টেশন ভারত-বাংলাদেশ সীমান্তে অবস্থিত। বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে অনুপ্রবেশকারীরা ট্রেন ধরে কলকাতায় চলে আসতে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে। এই কারণে শিয়ালদা স্টেশনের উপর নজর রাখা হচ্ছে। কেউ যাতে নাশকতামূলক কাজকর্ম করতে না পারে, সে বিষয়ে নিরাপত্তারক্ষীদের সতর্ক করে দেওয়া হয়েছে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

ভারতীয় রেল কি আবার প্রবীণ নাগরিকদের টিকিটে ছাড় দেওয়া শুরু করবেন? কী ভাবছে রেল মন্ত্রক

জঙ্গিদের নিশানায় কি এবার ভারতীয় রেল? সেনার ট্রেন ওড়াতে ট্র্যাকে রাখা হয়েছিল ডিটোনেটর

টয় ট্রেনের রুট বদল! যাত্রী না হওয়ায় কী সিদ্ধান্ত নিল উত্তর পূর্ব সীমান্ত রেল?

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

নতুন বর্ষ এইভাবে শুরু করলেন Sumona Chakravarti! দেখুন #shorts #shortsvideo #shortsviral #shortsfeed
বাচ্চাদের মিড ডে মিলে থিকথিক করছে পোকা! স্কুলে অশান্তি চরমে | Malda News Today | Mid Day Meal
LIVE : ISRO-র নয়া মহাকাশ অভিযান 'SPADEX', একসঙ্গে জোড়া মহাকাশযান উৎক্ষেপণ | Asianet News Bangla
PM Modi Roadshow Live : বিশাখাপত্তনমে মোদীজির রোড শো, সরাসরি | Asianet News Bangla
PM Modi Live : অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে ভিত্তিপ্রস্তর স্থাপন প্রধানমন্ত্রী মোদীর, সরাসরি