নবান্নের অদূরে ব্যস্ত সেতুতে বাবুল-অভিজিতের বিতণ্ডা, একে অপরকে গালিগালাজের অভিযোগ

নবান্ন হওয়ার পর থেকে বিদ্যাসাগর সেতুর গুরুত্ব অনেক বেড়ে গিয়েছে। এই সেতুর উপর সবসময় পুলিশের নজরদারি থাকে। কিন্তু সেই সেতুতেই রাজ্যের দুই রাজনীতিবিদ প্রকাশ্যে উত্তপ্ত বাক্যবিনিময়ে জড়িয়ে পড়লেন।

দু'জনই জনপ্রতিনিধি। একজন একাধিকবার সাংসদ হয়েছেন। এখন বিধায়ক এবং রাজ্যের মন্ত্রী। অপরজন অবশ্য খুব বেশিদিন রাজনীতিতে যোগ দেননি। তবে রাজনীতির ময়দানে পা রেখেই সাংসদ হয়ে গিয়েছেন। রাজনীতিবিদ ছাড়াও দু'জনেরই অন্য পরিচয় আছে। প্রথমজন বিখ্যাত গায়ক বাবুল সুপ্রিয়। দ্বিতীয়জন কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। দু'জনই প্রাজ্ঞ ব্যক্তি। গায়ক বাবুল অনেকের কাছেই আদর্শ। প্রাক্তন বিচারপতি আবার অনেকের কাছে 'ভগবান'। কিন্তু এই দুই ব্যক্তি শুক্রবার রাতে রাজ্যের প্রধান সচিবালয় নবান্নের অদূরে দ্বিতীয় হুগলি সেতুর উপর গাড়ি দাঁড় করিয়ে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়লেন। গাড়ি থেকে নেমে পড়েন বাবুল। অভিজিৎ অবশ্য গাড়ি থেকে নামেননি। তিনি গাড়িতেই বসেছিলেন। বাবুলের বিরুদ্ধে মদ্যপ অবস্থায় গালিগালাজের অভিযোগ এনেছেন অভিজিৎ। পাল্টা গালিগালাজের অভিযোগ এনেছেন বাবুল। ব্যস্ত সেতুর উপর এভাবে দুই গুরুত্বপূর্ণ ও বিখ্যাত রাজনৈতিক ব্যক্তিত্বের বিতণ্ডার জেরে ভিড় জমে যায়।

ঠিক কী হয়েছিল?

Latest Videos

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শুক্রবার রাতে গাড়ি নিয়ে হাওড়ায় নিজের ফ্ল্যাটে ফিরছিলেন বাবুল। সেই সময়ই গাড়ি নিয়ে হাওড়ার দিকে যাচ্ছিলেন অভিজিৎ। সেই সময় হঠাৎ এই দুই রাজনীতিবিদের গাড়ি থেমে যায়। তাঁদের মধ্যে বচসা শুরু হয়ে যায়। বিজেপি সাংসদের দাবি, তাঁর গাড়ির সামনে সাংসদ লেখা দেখতে পেয়ে নিজের গাড়ি জোরে চালিয়ে তাঁর গাড়ির সামনে এনে দাঁড় করান বাবুল। তিনি  গাড়ির সামনে এসে গালিগালাজ শুরু করেন। অভিজিতের আরও দাবি, প্রথমে তিনি বুঝতে পারেননি ওই গাড়িতে বাবুল রয়েছেন। বাবুল গাড়ি থেকে নামার পর তিনি বুঝতে পারেন। বাবুল মদ্যপ অবস্থায় গালিগালাজ করেন বলেও দাবি বিজেপি সাংসদের। তিনি আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন।

কী দাবি বাবুলের?

বাবুলের দাবি, তিনিই নিজের গাড়ি চালাচ্ছিলেন। সেই সময় পিছন থেকে হুটার বাজিয়ে প্রচণ্ড গতিতে একটি গাড়ি আসছিল। সেটি বাবুলের গাড়িকে অতিক্রম করে যাওয়ার চেষ্টা করে। তিনি সেই গাড়ির চালকে ঠিক করে চালাতে বলেন। এরপর নিজের গাড়ি থামিয়ে দেন বাবুল। তিনি অন্য গাড়ির দিকে এগিয়ে যান। সেই সময় তাঁকে গালিগালাজ করা হয় বলে দাবি বাবুলের। তিনি ক্ষমা চাইতে বলেন বলেও জানিয়েছেন।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

কেন জেপিসির বৈঠকে মেজাজ হারিয়েছিলেন কল্যাণ? তৃণমূল সাংসদ জানালেন কী কী বলেছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়

'উকিল ছিল নাকি!' অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়কে চ্যালেঞ্জ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের, বললেন খুনের চক্রান্ত চলছে

ওয়াকফ বিল নিয়ে অভিজিৎ-কল্যাণের তর্কাতর্কি, কাচের বোতল ভেঙে হাত কাটল তৃণমূল সাংসদের

Share this article
click me!

Latest Videos

‘পিতৃপরিচয় ঠিক থাকলে ঠুসে দেখাক!’ Mamata Banerjee-র Humayun Kabir-কে ধুয়ে দিলেন Suvendu Adhikari
'আমাকে রক্তাক্ত করল মমতার পুলিশ' বেলগাছিয়ায় আহত শুভেন্দু! | Suvendu Adhikari Belgachia visit
'দিলীপ দা যা বলেছে ঠিক বলেছে', Dilip Ghosh এর পাশে দাঁড়িয়ে বিরোধীদের হুঙ্কার Suvendu Adhikari-র
‘সিভিক ভলান্টিয়ার তো সামনে, আসল রাঘব বোয়াল কে?’ RG Kar কাণ্ডে Adhir Ranjan Chowdhury-র তীব্র তোপ
'হিন্দুরা থাকে তাই করবে না, রোহিঙ্গারা থাকলে করত' বুঝিয়ে দিলেন শুভেন্দু | Suvendu Adhikari Latest