Kolkata Metro: উৎসবের মরশুম এখনও শেষ হয়ে যায়নি। সামনেই কালীপুজো। আর কালীপুজোতেও এবার থাকছে বাড়তি মেট্রো পরিষেবা। জানুন দিনের প্রথম ও শেষ মেট্রো কখন? বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…
কালীপুজো উপলক্ষে দূরদুরান্তের দর্শনার্থীদের কথা মাথায় রেখে থাকছে বাড়তি মেট্রো পরিষেবা। তবে যেহেতু এবার সোমবার কালীপুজো পড়েছে ওই দিন বেশিরভাগ অফিসকাছাড়ি বন্ধ থাকবে। ফলে ব্লু লাইনে নোয়াপাড়া থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত দিনের প্রথম মেট্রো পরিষেবা শুরু হবে সকাল ৭টা ৫৪ মিনিট থেকে। এবং শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত মেট্রো পরিষেবা শুরু হবে সকাল ৬টা ৫৪ মিনিটে। মহানায়ক উত্তম কুমার থেকে দক্ষিণেশ্বর এবং দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত সকাল ৬টা ৫৫ মিনিটের বদলে সকাল ৮টায় শুরু হবে প্রথম মেট্রো পরিষেবা।
25
বাড়ছে রাতের মেট্রোর সময়সীমা
মেট্রোরেল কর্তৃপক্ষ সূত্রে খবর, রাতের মেট্রোর সময় সূচিতে কিছুটা বদল আনা হয়েছে। দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত শেষ মেট্রো ছাড়বে রাত ১০টা ৫১ মিনিটে। অন্যান্য দিন এই রুটে শেষ মেট্রো ছেড়়ে যায় রাত ৯টা ২৮ মিনিটে। এবং শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত রাত ৯টা ৩৩ মিনিটের বদলে শেষ মেট্রো ছাড়বে রাত ১১টায়।
35
গ্রিন লাইনে মেট্রো পরিষেবা
কালীপুজোর দিনে গ্রিন লাইন মেট্রো পরিষেবাতেও কিছুটা বদল ঘটছে। সোমবার হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত ২২৬টির পরিবর্তে মোট ১২৪টি মেট্রো চলবে। তবে দিনের শুরু এনং শেষ মেট্রোর সময় সূচিতে কোনও বদল হচ্ছে না বলে জানিয়েছে মেট্রোরেল কর্তৃপক্ষ।
গ্রিন লাইনে হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভ রুটে দিনের প্রথম মেট্রো পরিষেবা শুরু হবে সকাল ৬টা ৩০ মিনিটে। এবং রাত ৯টা ৪৫ মিনিটে হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভ এবং রাত ৯টা ৪৭ মিনিটে সল্টলেক সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দান পর্যন্ত শেষ মেট্রো ছাড়বে বলে জানা গিয়েছে।
55
ইয়েলো লাইনেও মেট্রোর সময় সূচিতে বদল
নোয়াপাড়া থেকে জয় হিন্দ বিমানবন্দর পর্যন্ত ইয়েলো রুটে ১২০টির বদলে ৫২টি মেট্রো পরিষেবা পাওয়া যাবে। সকাল এবং রাতের মেট্রোর সময় বদলাচ্ছে। সকাল ৭টা ৫৫ মিনিটের বদলে সকাল ১০টায় নোয়াপাড়া থেকে জয় হিন্দ বিমানবন্দর এবং সকাল ৮টার বদলে সকাল ১০টা ২২ মিনিটে জয় হিন্দ বিমানবন্দর থেকে নোয়াপাড়়া প্রথম মেট্রো পরিষেবা পাওয়া যাবে বলে জানিয়েছে মেট্রোরেল কর্তৃপক্ষ।