ফের ভোগান্তি, টানা তিন মাস হাওড়া ডিভিশনে বাতিল থাকবে বহু ট্রেন, প্রকাশ্যে এল তালিকা
শীতকালে কুয়াশার কারণে সম্ভাব্য ভোগান্তি এড়াতে ভারতীয় রেল এক বড় সিদ্ধান্ত নিয়েছে। ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত, টানা তিন মাস বাতিল করা হয়েছে উপাসনা এক্সপ্রেস, বাঘ এক্সপ্রেস-সহ একাধিক গুরুত্বপূর্ণ ট্রেন।
কোথাও ভ্রমণে যেতে কিংবা রোজের কাজে যাওয়ার জন্য অনেকেই ট্রেনের ওপর ভরসা করে থাকেন। অল্প সময়ের মধ্যে দ্রুত নিজের গন্তব্যে পৌঁছানোর এর থেকে ভালো অপশন আর কী-ই বা হতে পারে। কিন্তু, এবার বিভ্রান্তির শিকার হতে চলেছেন অনেকেই। কারণ প্রায় ৩ মাসের জন্য বন্ধ থাকবে ট্রেন।
কুয়াশার কারণে ট্রেন লেটে-র বিষয়টি নতুন নয়। তেমনই আবার অনেক সময় এই কুয়াশার কারণে ট্রেন বাতিল হয়ে থাকে। যাতে ভোগান্তির শিকার হন অনেকেই। এবার আগে থেকেই সতর্ক হল রেল কর্তৃপক্ষ। শীত পড়ার আগেই একগুচ্ছ ট্রেনবাতিল করার কথা ঘোষণা করল রেল। ডিসেম্বর থেকে ২০২৬ সালের ফেব্রুয়ারি পর্যন্ত টানা তিন মাস পুরোপুরি বাতিল থাকবে বহু ট্রেন। দেখে নিন সেই তালিকা।
বাতিল থাকবে ১২৩২৭ হাওড়া-দেহরাদুন উপাসনা এক্সপ্রেস ২, ৫, ৯, ১২, ১৬, ১৯, ২৩, ২৬ এবং ৩০ ডিসেম্বর। ২, ৬. ৯. ১৩, ১৬, ২০, ২৩, ২৭ এবং ৩০ জানুয়ারি এবং ৩, ৬, ১০, ৩, ১৭, ২০, ২৪ এবং ২৭ ফেব্রুয়ারি বাতিল থাকবে। ফিরতি পথে ১২৩২৮ দেহরাদুন- হাওড়া উপাসনা এক্সপ্রেস ৩,৬, ১০, ১৩, ১৭, ২০, ২৪, ২৭ এবং ৩১ ডিসেম্বর বাতিল থাকবে। ২০২৬ সালের ৩, ৭, ১০, ১৪, ১৭, ২১, ২৪, ২৮ এবং ৩১ জানুয়ারি এবং ৪, ৭, ১১, ১৪, ১৮, ২১, ২৫ এবং ২৮ ফেব্রুয়ারি বাতিল থাকবে।
২২১৯৮ বিরাঙ্গনা লক্ষ্মীবাই ঝাঁসি- কলকাতা প্রথম স্বতন্ত্রতা সংগ্রাম এক্সপ্রেস, ২২১৯৭ কলকাতা- বিরাঙ্গনা লক্ষ্মীবাই ঝাঁসি প্রথম স্বতন্ত্রতা সংগ্রাম এক্সপ্রেস বাতিল থাকবে। ১৫৬২০ কামাখ্যা- গয়া সাপ্তাহিক এক্সপ্রেস, ১৫৬১৯ গয়া- কামাখ্যা সাপ্তাহিক এক্সপ্রেস বাতিল থাকবে। ১৩০১৯ হাওড়া- কাঠগোদাম বাঘ এক্সপ্রেস, ১৩০২০ কাঠগোদাম- হাওড়া বাঘ এক্সপ্রেস মঙ্গলবার, ১২৩১৭ কলকাতা- অমৃতসর অকাল তাখত এক্সপ্রেস রবিবার, ১২৩১৮ অমৃতসর- কলকাতা অকাল তখত এক্সপ্রেস মঙ্গলবার বাতিল থাকবে।
১, ৮, ১৫, ২২ এবং ২৯ ডিসেম্বর আংশিক বাতিল থাকবে ১২১৭৮ মথুরা- হাওড়া চম্বল এক্সপ্রেস। ৫, ১২, ১৯ এবং ২৬ জানুয়ারি ট্রেন বাতিল থাকবে। ২, ৯, ১৬, ২৩ ফেব্রুয়ারি বাতিল থাকবে। ১২১৭৭ হাওড়া- মথুরা চম্বল এক্সপ্রেস ডিসেম্বর মাসের ৫,১২, ২৯ এবং ২৬, ২, ৯, ১৬, ১৩, ৩০ জানুয়ারি এবং ৬, ১৩, ২০, ২৭ ফেব্রুয়ারি বাতিল থাকবে।

