হাজার হাজার কোটি টাকা তছরুপের অভিযোগ! এবার আলিপুরের ব্যবসায়ীর বাড়িতে হানা দিল ইডি

Published : Jun 29, 2024, 01:21 PM IST
ED

সংক্ষিপ্ত

ফের শহরের বুকে ইডির অভিযান! হাজার হাজার কোটি টাকা তছরুপ, আলিপুরের ব্যবসায়ীর বাড়িতে হানা দিল কেন্দ্রীয় দল

ফের শহরের বুকে ইডির রেড। এবার আলিপুরের এক ব্যবসায়ীর বাড়িতে অভিযান চালাল ইডি। এ ছাড়াও বেশ কয়েকটি জায়গায় তল্লাশি চালাচ্চে এই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

২০২১ সালের একটি বহুজাতিক সংস্থা প্রাইম পার্লস মামলায় কয়েকশো কোটি টাকা আর্থিক তছরূপের মামলার তদন্ত করছে ইডি। এই সংস্থার বিরুদ্ধে আগেই সিবিআই তদন্ত শুরু হয়ে গিয়েছে। এবার ইডি আর্থিক তছরূপের বিষয়টি তদন্ত করছে।

কয়েক হাজার কোটির তছরূপের অভিযোগ। নিয়ম বহির্ভূতভাবে বাজার থেকে টাকা তুলে ইনভেস্টমেন্ট করার অভিযোগ এসেছে ওই ব্যবসায়ির বিরুদ্ধে। পঞ্জী স্কিম মারফতও এই টাকা একাধিক রাজ্য থেকে তোলা হয়েছে। কলকাতা, পাঞ্জাব, হরিয়ানা, ভুবনেশ্বর, চন্ডিগড় ও দিল্লি থেকে টাকা তোলা হয়েছে। সেই সূত্রেই এদিন ইডি কলকাতার একাধিক জায়গায় এই রেড করছে।

আলিপুর, সাউথ সিটি, লেকটাউন সহ বিভিন্ন জায়গায় তল্লাশি চালাল ইডি৷ কেন্দ্রীয় দলের নজরে রয়েছে ব্যবসায়ী আনন্দ কোঠারির সংস্থার সঙ্গে যুক্ত আরও চার ব্যবসায়ী।

PREV
click me!

Recommended Stories

মেসি-কাণ্ডে কলকাতাকে বদনাম করার চেষ্টা! জয় শ্রীরাম স্লোগান নিয়ে প্রশ্ন কুণালের
'নবান্ন কাছে থাকলে দিদির আজ খবর ছিল', মেসি-কাণ্ডে মমতাকে কটাক্ষ অধীরের