হাজার হাজার কোটি টাকা তছরুপের অভিযোগ! এবার আলিপুরের ব্যবসায়ীর বাড়িতে হানা দিল ইডি

ফের শহরের বুকে ইডির অভিযান! হাজার হাজার কোটি টাকা তছরুপ, আলিপুরের ব্যবসায়ীর বাড়িতে হানা দিল কেন্দ্রীয় দল

ফের শহরের বুকে ইডির রেড। এবার আলিপুরের এক ব্যবসায়ীর বাড়িতে অভিযান চালাল ইডি। এ ছাড়াও বেশ কয়েকটি জায়গায় তল্লাশি চালাচ্চে এই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

২০২১ সালের একটি বহুজাতিক সংস্থা প্রাইম পার্লস মামলায় কয়েকশো কোটি টাকা আর্থিক তছরূপের মামলার তদন্ত করছে ইডি। এই সংস্থার বিরুদ্ধে আগেই সিবিআই তদন্ত শুরু হয়ে গিয়েছে। এবার ইডি আর্থিক তছরূপের বিষয়টি তদন্ত করছে।

Latest Videos

কয়েক হাজার কোটির তছরূপের অভিযোগ। নিয়ম বহির্ভূতভাবে বাজার থেকে টাকা তুলে ইনভেস্টমেন্ট করার অভিযোগ এসেছে ওই ব্যবসায়ির বিরুদ্ধে। পঞ্জী স্কিম মারফতও এই টাকা একাধিক রাজ্য থেকে তোলা হয়েছে। কলকাতা, পাঞ্জাব, হরিয়ানা, ভুবনেশ্বর, চন্ডিগড় ও দিল্লি থেকে টাকা তোলা হয়েছে। সেই সূত্রেই এদিন ইডি কলকাতার একাধিক জায়গায় এই রেড করছে।

আলিপুর, সাউথ সিটি, লেকটাউন সহ বিভিন্ন জায়গায় তল্লাশি চালাল ইডি৷ কেন্দ্রীয় দলের নজরে রয়েছে ব্যবসায়ী আনন্দ কোঠারির সংস্থার সঙ্গে যুক্ত আরও চার ব্যবসায়ী।

Share this article
click me!

Latest Videos

PM Modi Live : প্রবাসী ভারতীয় দিবস সম্মেলন উদ্বোধনে প্রধানমন্ত্রী মোদী | Asianet News Bangla
‘Trinamool-এর হাতেই তৃনমূল খুন হচ্ছে’ Samik Bhattacharya-র বিস্ফোরক মন্তব্য!
PM Modi Live : অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে ভিত্তিপ্রস্তর স্থাপন প্রধানমন্ত্রী মোদীর, সরাসরি
‘Mamata Banerjee বারংবার BSF-কে আক্রমণ করে যাচ্ছেন’ মমতাকে তোপ Samik Bhattacharya-র
‘গা-জোয়ারি করে Yunus পার পাবে না’ বিস্ফোরক Nawsad Siddique! #shorts #shortsvideo #shortsviral