হাজার হাজার কোটি টাকা তছরুপের অভিযোগ! এবার আলিপুরের ব্যবসায়ীর বাড়িতে হানা দিল ইডি

ফের শহরের বুকে ইডির অভিযান! হাজার হাজার কোটি টাকা তছরুপ, আলিপুরের ব্যবসায়ীর বাড়িতে হানা দিল কেন্দ্রীয় দল

Anulekha Kar | Published : Jun 29, 2024 7:51 AM IST

ফের শহরের বুকে ইডির রেড। এবার আলিপুরের এক ব্যবসায়ীর বাড়িতে অভিযান চালাল ইডি। এ ছাড়াও বেশ কয়েকটি জায়গায় তল্লাশি চালাচ্চে এই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

২০২১ সালের একটি বহুজাতিক সংস্থা প্রাইম পার্লস মামলায় কয়েকশো কোটি টাকা আর্থিক তছরূপের মামলার তদন্ত করছে ইডি। এই সংস্থার বিরুদ্ধে আগেই সিবিআই তদন্ত শুরু হয়ে গিয়েছে। এবার ইডি আর্থিক তছরূপের বিষয়টি তদন্ত করছে।

কয়েক হাজার কোটির তছরূপের অভিযোগ। নিয়ম বহির্ভূতভাবে বাজার থেকে টাকা তুলে ইনভেস্টমেন্ট করার অভিযোগ এসেছে ওই ব্যবসায়ির বিরুদ্ধে। পঞ্জী স্কিম মারফতও এই টাকা একাধিক রাজ্য থেকে তোলা হয়েছে। কলকাতা, পাঞ্জাব, হরিয়ানা, ভুবনেশ্বর, চন্ডিগড় ও দিল্লি থেকে টাকা তোলা হয়েছে। সেই সূত্রেই এদিন ইডি কলকাতার একাধিক জায়গায় এই রেড করছে।

আলিপুর, সাউথ সিটি, লেকটাউন সহ বিভিন্ন জায়গায় তল্লাশি চালাল ইডি৷ কেন্দ্রীয় দলের নজরে রয়েছে ব্যবসায়ী আনন্দ কোঠারির সংস্থার সঙ্গে যুক্ত আরও চার ব্যবসায়ী।

Share this article

Latest Videos

click me!

Latest Videos

Suvendu Adhikari : ধরে ফেললেন শুভেন্দু! '২০ মিনিট কোথায় ছিলেন উনি?' বিস্ফোরক দাবী শুভেন্দুর, দেখুন
Sukanta Majumdar : কেন হকার উচ্ছেদ! খেলা ধরে ফেললেন সুকান্ত, কারণ জানলে চমকে উঠবেন! দেখুন
Suvendu Adhikari : 'সুজিত চোর আর আপনি সাধু এটা হতে পারে না' মমতাকে তীব্র কটাক্ষ শুভেন্দুর
Gold Robbery : ফের দুষ্কৃতীদের টার্গেট সোনার দোকান,আবার দুঃসাহসিক ডাকাতির খবর সামনে এলো
Murshidabad Soil Mafia :জলঙ্গী তে মাটি মাফিয়ার দৌরাত্ম্য, অবাধে চলছে মাটি পাচার! ।