কাজে যোগ না দিলেই সাসপেন্ডের হুঁশিয়ারি, BLO-দের কড়া বার্তা নির্বাচন কমিশনের

Published : Oct 30, 2025, 06:57 AM IST

WB SIR Update and BLO News: বৃহস্পতিবার সকালের মধ্যে কাজে যোগ না দিলে বরখাস্ত করা হতে পারে বিএলও-দের। বুধবার নির্বাচন কমিশনের তরফে বৈঠকে এই কথা জানানো হয়েছে। বিস্তারিত জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি… 

PREV
15
কমিশনের প্রশ্নের মুখে BLO-রা

পশ্চিমবঙ্গের এসআইআর-এর কাজ শুরু হওয়ার আগেই সাসপেন্ড হতে চলেছেন ১৪৩ জন বুথ লেভেল অফিসার। এমনটাই খবর নির্বাচন কমিশন সূত্রে। গত এপ্রিল মাস থেকে এখনও পর্যন্ত যেসব বুথ লেভেল অফিসারদের নিয়োগ করা হয়েছিল তারা অনেকেই দায়িত্বভার গ্রহণ করতে অস্বীকার করেছেন। এবং অনেকেই প্রশিক্ষণ নিতে অস্বীকার করায় তাদের কারণ দর্শানোর নির্দেশ দিয়েছিল নির্বাচন কমিশন।

25
কমিশনের নজরে রাজ্যের বিএলও-দের চিত্র

সূত্রের খবর, সিংহভাগের বেশি বুথ লেভেল অফিসার কাজে যোগ দিলেও এখনও পর্যন্ত কাজের রিপোর্ট দেননি। বুধবার মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ডিইওদের সঙ্গে সবিস্তারে বৈঠক করা হয়। এই বৈঠকে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনের উচ্চপদস্থ কর্মকর্তারা। কমিশনের কর্তারা এদিন রাজ্যের প্রত্যেক ডিইওদের সঙ্গে এক এক করে কথা বলেন এবং কীভাবে কাজ করা হবে তা সবিস্তারে জানান প্রত্যেক ডিইও কমিশনের কর্তাদের। আর এই জায়গায় নির্বাচন কমিশন সবকিছু খতিয়ে দেখতে গিয়েই ধরা পড়ে রাজ্যের বুথ লেভেল অফিসারদের চিত্রটা। 

35
বিএলও সাসপেন্ডের নির্দেশ

জানা গিয়েছে, নির্বাচন কমিশনের উচ্চপদস্থ কর্মকর্তারা রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়ালকে নির্দেশ দেন বৃহস্পতিবার বেলা বারোটার মধ্যে এই ১৪৩ জন বুথ লেভেল অফিসার যার মধ্যে আছে কোচবিহার, মুর্শিদাবাদ এবং উত্তর কলকাতার বুথ লেভেল অফিসাররা যদি কাজে যোগ না দেন তাহলে তাঁদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু করতে, পাশাপাশি তাঁদের সাসপেন্ড করতে।

45
কমিশনের নির্দেশ পালনের বার্তা

অন্যদিকে, নির্বাচন কমিশন অত্যন্ত খুশি হয়েছে বিশেষ করে সম্প্রতি রাজ্যে ঘটে যাওয়া উত্তর বঙ্গের বিপর্যস্ত জেলাগুলির ডিইওদের সঙ্গে কথা বলে। কারণ সংশ্লিষ্ট সেই সব জেলাগুলি বিশেষ ক্যাম্প তৈরি করছে। যার মাধ্যমে সংশ্লিষ্ট সেই জেলার মানুষ যারা তাদের সব নথি হারিয়েছেন তাদেরকে প্রত্যয়িত নকল নথি তৈরি করে দেওয়ার জন্যই এই বিশেষ ক্যাম্প করা হচ্ছে। কোচবিহার, আলিপুরদুয়ার এবং দার্জিলিং জেলায়। একইসঙ্গে বৃহস্পতিবারের মধ্যেই সব জেলার ডিইওদের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন স্বীকৃত সব রাজনৈতিক দলগুলির সঙ্গে বৈঠক শেষ করতে এবং কমিশনের নির্দেশ কীভাবে পালন করতে হবে তা পরিষ্কারভাবে জানিয়ে দেওয়ার জন্য।

55
শুরু এসআইআর ফর্ম জেনারেটের কাজ

পাশাপাশি এসআইআর এর ফর্ম জেনারেটের কাজ শুরু হয়ে গিয়েছে। অনেক জেলায় ইতিমধ্যেই তা ছাপানোর কাজ শুরু হয়ে গিয়েছে। নির্বাচন কমিশন সূত্রে খবর, আগামী দুই দিনের মধ্যেই এই কাজ শেষ হয়ে যাবে। খুব স্বাভাবিক ভাবেই পশ্চিমবঙ্গের সঙ্গে জরুরি এই বৈঠক করে তাই নির্বাচন কমিশন আশা করছে, সুষ্ঠু অবাধ ও শান্তিপূর্ণভাবেই এই রাজ্যে এসআইআর-এর কাজ শেষ হবে। এখন দেখার বিষয়, নির্বাচন কমিশন তাদের নিজেদের লক্ষ্য পূরণ করতে কতটা সক্ষম হয় বাংলার এই বর্তমান রাজনৈতিক পরিস্থিতির পরিপ্রেক্ষিতে। 

Read more Photos on
click me!

Recommended Stories