- Home
- West Bengal
- Kolkata
- 'দেশ ছেড়ে পালাবেন না, আপনাকে দেখে নেবো', জ্ঞানেশ কুমারকে সতর্ক বার্তা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের
'দেশ ছেড়ে পালাবেন না, আপনাকে দেখে নেবো', জ্ঞানেশ কুমারকে সতর্ক বার্তা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের
Abhishek Banerjee On SIR: এসআইআর ইস্যুতে তুঙ্গে রাজনৈতিক তরজা। এরই মধ্যে জাতীয় নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে চরম হুমকি দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিস্তারিত জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

জ্ঞানেশকে অভিষেকের হুঁশিয়ারি
পশ্চিমবঙ্গ সহ গোটা দেশের আট রাজ্যে সোমবার এসআইআর কার্যকর হওয়ার পর থেকেই রণংদেহীং ভূমিকায় তৃণমূল কংগ্রেস। ভোটার তালিকা নিয়ে একের পর এক ইস্যুতে নির্বাচন কমিশনকে আক্রমণ করেই চলেছে রাজ্যের শাসক শিবির। এরই মধ্যে এবার মুখ্য নির্বাচনী আধিকারিক জ্ঞানেশ কুমারকে চরম হুঁশিয়ারি দিয়ে বসলেন ডায়মণ্ড হাবরারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।
জ্ঞানেশকে কী বললেন অভিষেক?
'SIR' ইস্যুতে সোমবারই দিল্লি ঘেরাওয়ের ডাক দিয়েছিলেন তিনি। এক-একবার একেক রকম অভিযোগ তুলে নির্বাচনী আধিকারিকের বিরুদ্ধে সুর চড়াচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার সরাসরি মুখ্য নির্বাচনী আধিকারিক জ্ঞানেশ কুমারকে দেশ ছেড়ে না পালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিলেন তিনি।
এসআইআর ইস্যুতে অভিষেকের তোপ
এদিন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন যে, ‘’যে পাঁচটা রাজ্যে ভোট আছে, খুব কৌশলের সঙ্গে অসমকে বাদ দিয়েছে। কারণ বিজেপি ক্ষমতায় আছে। তাহলে বিজেপি ক্ষমতায় থাকলে SIR হবে না।” এমনকি বৈধ নাগরিকদের নাম বাদ গেলে কমিশনকে ছেড়ে কথা বলবেন না বলেও হুঁশিয়ারি দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
অভিষেকের তোপ
এই বিষয়ে তিনি আরও বলেন, ‘’আসলে ওদের উদ্দেশ্য বাংলাকে অপমান, বাংলা ভাষাকে বিদ্রুপ, বাঙালিকে বাংলাদেশি বেল দাগানো। আগেও বলেছি, একটা বৈধ ভোটারের নাম বাদ গেলে বাংলার এক লক্ষ লোক গিয়ে কমিশনের অফিস ঘেরাও করবে। অমিত শাহের দিল্লি পুলিশ আটকে দেখাক।''
জ্ঞানেশকে হুমকি!
অভিষেক বন্দ্যোপাধ্যায় আরও বলেন, ‘’আমি সাংসদ হিসেবে জ্ঞানেশ বাবুকে ওয়ার্নিং দেব যে একদিন না একদিন সরকার ঠিক বদলাবে। আপনি দেশ ছেড়ে পালিয়ে যাবেন না।'' শুধু তাই নয়, জ্ঞানেশ কুমারের অনেক তথ্যও তৃণমূলের কাছে রয়েছে। সময়মতো তিনি সবটা সবাইকে জানিয়ে দেবে বলেও জানান অভিষেক বন্দ্যোপাধ্যায়।
