বিভিন্ন রাজ্যে বৃষ্টির পূর্বাভাস
আবহাওয়া বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, পশ্চিমবঙ্গের পাশাপাশি জম্মু ও কাশ্মীর, লাদাখ, বিহার, সিকিম, অন্ধ্রপ্রদেশ, অরুণাচল প্রদেশ, অসম, মেঘালয়, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, ত্রিপুরা, ছত্তীশগড়, মধ্যপ্রদেশ, গোয়া, তামিলনাড়ু, পুদুচেরিতেও ভারী বৃষ্টি হতে পারে। ফলে দেশের এই অঞ্চলগুলিতেও বহু মানুষ সমস্যায় পড়তে চলেছেন।