আর্জেন্টিনার জয়ের পরই অন্য সাজে ফুগলা, ভাইরাল ভিডিও ঘিরে তোলপাড় নেটপাড়া

Published : Dec 19, 2022, 05:12 PM IST
fugla

সংক্ষিপ্ত

আর্জেন্টিনার পাশাপাশি জয়উল্লাসে ফেটে পড়ল বাংলাও। মাঝরাতে শহরের রাস্তায় রাস্তায় দেখা গেল উদযাপনের দৃশ্য। আর্জেন্টিনার জয় উদযাপন করল ছোট্টো অভিনেতা ফুগলাও।

একমাসের লড়াই শেষে বিশ্বকাপ উঠল মেসিদের হাতে। ৩৬ বছর পর আর্জেন্টিনার হাতে কাপ দেখে উল্লাসে ফেটে পড়েছে গোটা বিশ্বে সমর্থকরা। ফাইনাল ম্যাচের আগেই নীল-সাদা ঢেউ উঠেছিল কাতারে। নীল-সাদা ঝড় উঠেছিল সূদূর ভারতেও। ভারত বিশেষত বাংলার একটা বড় অংশ আর্জেন্টিনার সমর্থক। তাই জয়ল্লাসের লেশমাত্র কমতি দেখা যায়নি কলকাতাতেও। উলটো দিকে ফ্রান্সের মতো প্রতিপক্ষ থাকলেও, মেসির উপর পূর্ণ আস্থা ছিল সমর্থকদের। অবশেষে স্বপ্ন সত্যি হল। মেসির হাতেই উঠল বিশ্বকাপ। আর্জেন্টিনার পাশাপাশি জয়উল্লাসে ফেটে পড়ল বাংলাও। মাঝরাতে শহরের রাস্তায় রাস্তায় দেখা গেল উদযাপনের দৃশ্য। আর্জেন্টিনার জয় উদযাপন করল ছোট্টো অভিনেতা ফুগলাও।

আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের পরেই অন্য সাজে দেখা গেল ফুগলাকে। নিজের ইনস্টাগ্রামে হ্যান্ডেল থেকে শেয়ার করা ভিডিও-এ একেবারে অন্য অবতারে সামনে এল ফুগলা। পরনে একটু বড় মাপের আর্জেন্টিনার জার্সি। মাথায় আরব দেধের পুরুষদের মতো করে বাঁধা কাপর। হাতে একটি ট্রফি। ফুগলার এই লুক ইতিধ্যেই নজর কেড়েছে নেটিজেনদের। তবে এখানেই শেষ নয়। ভিডিও-এ ফুগলাকে বলতে শোনা যাচ্ছে 'আল হাবিবি, চায়ের কাপ নিবি কি?' বিশ্বকাপকে চায়ের কাপ বলে ভুল করা দেখে হেসে কুটিপাটি হয়ে গিয়েছে নেটিজেনরা।

 

 

বিগত ১৬ বছর ধরে কার্যত ফুটবল বিশ্বে রাজত্ব করেছেন মেসি। ক্লাব ফুটবলে একের পর এক সাফল্য। বিশ্বের সেরার তালিকায় নিজের জায়গা করে নিয়েছেন লিও। আজকে দেশের জার্সিতে নিজের শেষ ম্যাচ খেলতে নামবেন তিনি। দেশের হয়ে ব্যর্থতার দাগ মোছার শেষ সুযোগ মেসির সামনে। বার্সেলোনার হয়ে লা লিগা, চ্যাম্পিয়ন্স লিগ, কোপা দেল রে থেকে শুরু করে প্যারিস সঁ জরমঁ-এর লিগ ওয়ান যাবতীয় ট্রফি জেতা হয়ে গেলেও আন্তর্জাতিক ফুটবলে সফলতার নজির কম। দেশের হয়ে মাত্র একটি অলিম্পিক্স সোনা ও একটি কোপা আমেরিকা ছাড়া আর কিছুই নেই। কাপ জেতার এটাই শেষ সুযোগ মেসির সামনে। তবে ইতিহাস পক্ষে নেই আর্জেন্টিনার। ২০১৮ সালে রাশিয়া বিশ্বকাপে পরাজয়। ২০১৪ সালে ফাইনালে উঠেও জার্মানির কাছে হার। ২০১০ সালে কোয়ার্টার ফাইনালে স্বপ্নভঙ্গ। ২০০৬ সালে প্রথম বিশ্বকাপ খেলতে নেমেছিলেন মেসি। প্রথম ম্যাচে নেমে গোলও করেছিলেন তিনি। তাঁরপর ২০১০ সালে ফের বিশ্বকাপের মঞ্চে নামেন মেসি। খেলেছিলেন প্রধান ফুটবলার হিসেবেই। তখন আর্জেন্টিনার দায়িত্বে দিয়েগো মারাদোনা। তাঁরপর মোট পাঁচটি বিশ্বকাপে মোট ২৫টি ম্যাচ খেলেছেন মেসি।

আরও পড়ুন - 

বিশ্বজয়ের রাতে নয়া রেকর্ড, বিশ্বকাপে দু'টি গোল্ডেন বল প্রাপ্ত প্রথম ফুটবলার মেসি

স্বপ্নপূরণের রাতে মেসির গায়ে কালো আলখাল্লা পড়িয়ে দিলেন কাতারের রাজা, কিন্তু কেন? এই আলখাল্লা পরানোর অর্থ কী?

হাল না ছাড়ার শিক্ষা তোমার কাছ থেকেই পেয়েছি, আবেগপ্রবণ মেসির স্ত্রী

PREV
click me!

Recommended Stories

Messi in Kolkata : বিক্রি হওয়া টিকিটের টাকা ফেরত দেওয়া হবে? জবাবে কী বললেন দুই পুলিশকর্তা?
Messi in Kolkata : যুবভারতীতে তাণ্ডব, গ্রেফতার মূল উদ্যোক্তা শতদ্রু দত্ত, কী বললেন জাভেদ শামিম?