সংক্ষিপ্ত

কাতারে অসাধারণ পারফরম্যান্স দেখালেন লিওনেল মেসি। ৩৬ বছর পর আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতালেন লিও। বিশ্বজুড়ে তাঁর বন্দনা চলছে।

রবিবার রাতে বিশ্বকাপ ফাইনাল শেষ হওয়ার পর মাঠেই স্ত্রী-সন্তানদের নিয়ে আনন্দে মেতে উঠেছিলেন লিওনেল মেসি। সেই সময় তাঁর স্ত্রী আন্তোনেলা রোকুজ্জোর চোখে জল দেখা গিয়েছিল। আবেগ ধরে রাখতে পারেননি আন্তোনেলা। আসলে তিনিই তো মেসির সবচেয়ে বড় শক্তি। এত বছর ধরে মেসির পাশে আছেন। সব ট্রফি পেলেও, এতদিন বিশ্বকাপ জিততে পারেননি মেসি। এটা আন্তোনেলাকেও যন্ত্রণা দিচ্ছিল। এতদিনে মেসি সেই অধরা স্বপ্ন পূরণ করতে পারায় তাঁর স্ত্রীও স্বস্তিতে। মেসিদের বিশ্বকাপ জয় নিয়ে আবেগ গোপন রাখছেন না আন্তোনেলা। তিনি সোশ্যাল মিডিয়া পোস্টে মেসির জন্য বিশেষ বার্তা দিয়েছেন। মেসির স্ত্রী লিখেছেন, 'বিশ্বচ্যাম্পিয়ন। আমি জানি না কীভাবে শুরু করব। লিওনেল মেসি, তোমার জন্য ভীষণ গর্ব হচ্ছে। আমাদের হাল না ছাড়ার শিক্ষা দেওয়ার জন্য তোমাকে ধন্যবাদ। তুমি আমাদের শিখিয়েছো, শেষপর্যন্ত লড়াই করতে হবে। শেষপর্যন্ত তোমার অধরা কাজ সম্পন্ন হল। তুমি বিশ্বচ্যাম্পিয়ন হলে। আমরা জানি, তুমি অনেক বছর ধরে কষ্ট করেছো। তুমি এই সাফল্য অর্জন করতে চাইছিলে। তুমি সেটা করতে পারলে। চলো আর্জেন্টিনা।'

 

View post on Instagram
 

 

এবারের বিশ্বকাপ সেমি ফাইনালে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে জয় পাওয়ার পর মেসি ঘোষণা করেন, বিশ্বকাপ ফাইনালই দেশের হয়ে তাঁর শেষ ম্যাচ। তবে বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ার পর তিনি এই সিদ্ধান্ত বদল করতে পারেন বলে শোনা যাচ্ছে। বিশ্বকাপ ফাইনালের পর আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি বলেছেন, ‘আমার মনে হয়, আমাদের পরের বিশ্বকাপের জন্য ১০ নম্বর জার্সি সংরক্ষণ করা উচিত। মেসি যদি ফের খেলার কথা ভাবে, তাহলে ওকে সুযোগ দেওয়ার জন্য আমাদের তৈরি থাকতে হবে। ও কেরিয়ারের যে জায়গায় পৌঁছে গিয়েছে, তাতে ও যেভাবে চাইছে সেভাবেই খেলতে পারে। ওর এখন সেই অধিকার আছে। ও যেভাবে জাতীয় দলের সতীর্থদের মধ্যে নিজের শক্তি সঞ্চালিত করেছে, সেটা অবিশ্বাস্য। আমি কোনওদিন ড্রেসিংরুমে এত প্রভাবশালী কোনও ব্যক্তিকে দেখিনি।’

বিশ্বকাপ ফাইনালে ফ্রান্সের বিরুদ্ধে জোড়া গোল করেন মেসি। টাইব্রেকারে দলের হয়ে প্রথম গোল তিনিই করেন। এবারের বিশ্বকাপের সেরা খেলোয়াড় হিসেবে গোল্ডেন বল জিতেছেন মেসি। তবে তিনি দলকে সাফল্য এনে দিতে পেরে সবচেয়ে খুশি। আর্জেন্টিনা তৃতীয়বার বিশ্বকাপ জিতল। দেশের হয়ে সাফল্য পান না বলে অনেক সমালোচনার মুখে পড়তে হয়েছে মেসিকে। নিজের পারফরম্যান্সের মাধ্যমে সবকিছুর জবাব দিলেন মেসি।

আরও পড়ুন-

কাপ হাতে নেচে উঠলেন লিওনেল মেসি, উন্মাদনায় ফেটে পড়ল আর্জেন্টিনার জয়ের উদযাপন

মেসির হাতে কাপ উঠবে ২০২২ সালের ১৮ ডিসেম্বর, ৭ বছর আগের ভবিষ্যৎবাণী ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

Emiliano Martinez : বিশ্বকাপ ফাইনালে টাইব্রেকারের নায়ক এমিলিয়ানো মার্টিনেজ