ই এম বাইপাসে আর জি করের ঘটনার প্রতিবাদে মানব বন্ধন, পাশেই হোটেলে সঙ্গীতশিল্পীর শ্লীলতাহানি

আর জি কর মেডিক্যাল কলেজের ঘটনার প্রতিবাদে সারা দেশ উত্তাল। কিন্তু তা সত্ত্বেও শ্লীলতাহানি, যৌন হেনস্থা, ধর্ষণের ঘটনা কমছে না। কলকাতাতেই এই ধরনের ঘটনা দেখা যাচ্ছে।

Soumya Gangully | Published : Sep 4, 2024 10:38 AM IST / Updated: Sep 04 2024, 05:02 PM IST

মঙ্গলবার ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাসে আর জি কর মেডিক্যাল কলেজের ঘটনার প্রতিবাদে মানব বন্ধন করেন চিকিৎসক, চিকিৎসাকর্মীরা। কিন্তু সেই বাইপাসেরই পাশে এক হোটেলে সঙ্গীত প্রতিযোগিতার ফাইনালিস্টের শ্লীলতাহানির অভিযোগ উঠল। এই ঘটনায় দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। এই সঙ্গীতশিল্পীর অভিযোগ, মঙ্গলবার এক বন্ধুর জন্মদিন উপলক্ষে তিনি হোটেলে গিয়েছিলেন। তাঁর সঙ্গে বোন, বন্ধুরা ছিলেন। হোটেলে হঠাৎ দুই মধ্যবয়স্ক ব্যক্তি তাঁদের সঙ্গে অশ্লীল আচরণ করতে থাকেন। তাঁদের আপত্তিকরভাবে স্পর্শ করা, ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করতে থাকেন ওই দুই ব্যক্তি। তাঁরা এই সঙ্গীতশিল্পীর এক বন্ধুর স্ত্রীকে নিয়ে জোর করে নাচতে যান। হোটেলের অনুষ্ঠানে গান গাওয়া সঙ্গীতশিল্পীর সঙ্গেও ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করেন এই দুই ব্যক্তি। বাধ্য হয়ে হোটেল কর্তৃপক্ষকে এ বিষয়ে অবহিত করা হয়। এরপর প্রগতি ময়দান থানায় খবর দেওয়া হয়। হোটেলে গিয়ে অভিযুক্তদের গ্রেফতার করে পুলিশ।

হোটেল কর্তৃপক্ষের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ

Latest Videos

এই সঙ্গীতশিল্পীর অভিযোগ, হোটেল কর্তৃপক্ষ অভিযুক্তদের আড়াল করার চেষ্টা করছিল। তাঁদের সিসিটিভি ফুটেজ দেওয়া হয়নি। পুলিশ আসার আগেই দুই অভিযুক্তকে বিল মিটিয়ে ঘটনাস্থল থেকে চলে যেতে বলে হোটেল কর্তৃপক্ষ। কিন্তু তার আগেই পুলিশ পৌঁছে যায়। তারপর অভিযুক্তদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার প্রবাসী ভারতীয়

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ধৃতদের মধ্যে একজন প্রবাসী ভারতীয়। তাঁর নাম অরুণ কুমার। ৬০ বছর বয়সি এই ব্যক্তির বাড়ি দিল্লির প্রীতমপুরা অঞ্চলে। তবে তিনি ইটালিতে থাকেন। অপর এক অভিযুক্তর নাম রিঙ্কু গুপ্ত। তাঁর বাড়ি কলকাতার বৌবাজারে। এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। দোষী প্রমাণিত হলে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হতে পারে বলে জানা গিয়েছে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

"ঘটনাস্থলে লাল জামা পরা ব্যক্তিকে চিনি না" তথ্য লোপাট নিয়ে চিকিৎসকদের প্রশ্নের উত্তরে কী বললেন বিনীত গোয়েল?

স্বাস্থ্য দফতরের বড় সিদ্ধান্ত! রাজ্যের সমস্ত মেডিকেল কলেজে জুনিয়র ডাক্তার তথা হাউস-স্টাফ নিয়োগ বাতিল

Share this article
click me!

Latest Videos

সঞ্জয় রায়ের মন্তব্যের পরই এই কেস রাজ্যের বাইরে নিয়ে যাওয়ার আর্জি শুভেন্দুর, দেখুন কী বললেন তিনি
তৃণমূল সরকারের সবচেয়ে বড় দুর্নীতি ধরে ফেলল বিজেপি, দেখুন কী বললেন জগন্নাথ চট্টোপাধ্যায়
নাচের অনুষ্ঠানের পারিশ্রমিক চাইতেই এ কী ঘটল ? অবশেষে এল পুলিশ
৮৭ দিন পার, কবে শেষ হবে তদন্ত! CBI দফতর অভিযানে মহিলারা | RG Kar Protest | RG Kar News Today
'এরা সব লাইন দিয়ে জেলে যাবে, একটাও ভোট TMC-কে দেবেন না' রুদ্রমূর্তিতে শুভেন্দু | Suvendu Adhikari