মেসিকে ঘিরে যুবভারতীতে চূড়ান্ত বিশৃঙ্খলা, শোকজের জবাব রাজ্য পুলিশের ডিজি-ক্রীড়া সচিবের

Published : Dec 18, 2025, 12:54 PM IST

DG On Yuva Bharati Chaos: যুবভারতীতে মেসিকাণ্ডে এবার শোকজের লিখিত জবাব দিলেন রাজ্য পুলিশের ডিজি এবং ক্রীড়া সচিব। চিঠি লিখে কী জানিয়েছেন তারা? বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

PREV
15
যুবভারতী স্টেডিয়ামের বিশৃঙ্খলার ঘটনায় শোকজের জবাব

যুবভারতী স্টেডিয়ামের বিশৃঙ্খলার ঘটনায় শোকজের জবাব দিলেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার, ক্রীড়া দফতরের প্রধান সচিব রাজেশ কুমার সিনহা ,বিধাননগর পুলিশ কমিশনার মুকেশ কুমার তেমনটাই সূত্রের খবর। চিঠির জবাবে কী বললেন রাজ্য পুলিশের ডিজি? 

25
মেসিকাণ্ডে শোকজ

যুবভারতীর বিশৃঙ্খলার ঘটনায় মঙ্গলবার এই তিন পদস্থ কর্তাকে শোকজ করেছিল মুখ্যমন্ত্রীর নির্দেশে গঠিত অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম কুমার রায়ের নেতৃত্বাধীন কমিটি। ২৪ ঘণ্টার মধ্যে জবাব দিহি করার নির্দেশ দেওয়া হয়েছিল। সূত্রের খবর নির্দিষ্ট সময়ের মধ্যেই তদন্ত কমিটির কাছে নিজেদের লিখিত বয়ান জমা দিয়েছেন রাজ্য পুলিশ প্রশাসনের তিন শীর্ষ কর্তা।

35
শোকজের জবাবে কী লিখলেন ক্রীড়া সচিব?

সূত্রের খবর শোকজের জবাবে ক্রীড়া সচিব রাজেশ কুমার সিনহা লিখেছেন মেসির অনুষ্ঠানে নিয়ে যেমন পরিকল্পনা জমা দেওয়া হয়েছিল তার সঙ্গে মূল অনুষ্ঠানের মিল ছিল না। যেমন হওয়ার কথা ছিল তেমনটা হয়নি। পরিবর্তন করা হয়েছে উদ্যোক্তা সংস্থার তরফে।

45
আয়োজক সংস্থার গাফিলতির দিকেই ইঙ্গিত

সেদিন বিশৃঙ্খলার জন্য আয়োজক সংস্থার গাফিলতির দিকেই ইঙ্গিত করেছেন ক্রীড়া সচিব। সংশ্লিষ্ট সূত্রে এও জানা যাচ্ছে যে শোকজের জবাবে ক্রীড়া সচিব লিখেছেন ওই অনুষ্ঠানের সর্বোপরি ব্যবস্থাপনা এবং আইন শৃঙ্খলার দায়িত্ব ক্রীড়া দফতরের ছিল না। তবে শোকজের জবাব ডিজি রাজীব কুমার ও বিধাননগরের সিপি মুকেশ কুমারের কী লিখেছেন তা স্পষ্ট নয়।

55
অরূপের ইস্তফা

এদিকে যুবভারতী ক্রীড়াঙ্গনে চূড়ান্ত অব্যাবস্থা এবং দর্শকদের ক্ষোভের মুখে পড়ে আগেই ক্রীড়া মন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়েছেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস। শুধু তাই নয়, রাজ্য সরকারের তরফে গ্রহন করা হয়েছে তার ইস্তফা পত্রও। বর্তমানে অরূপের পদে সেই জায়গা দেখার দায়িত্ব নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 

Read more Photos on
click me!

Recommended Stories