বাম শাসনের অবসান ঘটিয়ে রাজ্যে ক্ষমতায় আসার পর থেকে বাংলার উন্নয়নই ছিলো তার মূল লক্ষ্য। এবার বিধানসভা নির্বাচনের মুখে ব্যবসায়ীদের জন্য একাধিক পদক্ষেপের কথা বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ব্যবসায়ীরা যাতে নিজেদের সমস্যার সমাধান নিজেরাই করতে পারে তার জন্য পশ্চিমবঙ্গ ট্রেডার্স ওয়েলফেয়ার বোর্ড গঠন করে দিলেন রাজ্যের সর্বোচ্চ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
25
কর্মসংস্থানে বিশেষ জোর
শিল্প এবং কর্মসংস্থানে বিশেষ জোর। শিল্প টানতে প্রতি বছর কলকাতায় বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের আয়োজন করে রাজ্য সরকার। তার ফলে বিনিয়োগ আসছে। বাড়ছে রাজ্যের আয়। বিদেশ থেকেও লগ্নি এনেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার রাজ্যের ব্যবসায়ীদের নিয়ে একটি সম্মেলনের আয়োজন করা হয়েছিল নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। সেখান থেকেই ব্যবসায়ীদের জন্য বড় ঘোষণার কথা জানালেন তিনি।
35
কী বলছেন মুখ্যমন্ত্রী?
সূত্রের খবর, সম্মেলনেই একাধিক বার্তা দেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার ব্যবসায়ীদের সুবিধার্থে 'পশ্চিমবঙ্গ ট্রেডার্স ওয়েলফেয়ার বোর্ড' গঠনের ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। তাঁর স্পষ্ট বার্তা, ব্যবসায়ীরা যাতে নিজেদের সমস্যার সমাধান নিজেরাই দ্রুত করতে পারেন এবং সরকারের সঙ্গে সমন্বয় বজায় থাকে, সেই উদ্দেশ্যেই এই বোর্ড গঠন করা হয়েছে।
শুধু তাই নয়, এদিনের সভা থেকে মুখ্যমন্ত্রী বাংলার অর্থনৈতিক উন্নয়নের খতিয়ান তুলে ধরেন। তিনি জানান, নীতি আয়োগের রিপোর্ট অনুযায়ী বাংলায় বেকারত্ব ৪০ শতাংশ কমেছে এবং রাজ্যের রফতানি ১ লক্ষ ১৫ হাজার কোটি টাকা ছাড়িয়ে গিয়েছে। বাংলাকে বিনিয়োগের সেরা জায়গা হিসেবে উল্লেখ করে তিনি কলকাতা ও শিলিগুড়িতে 'ট্রেড অ্যান্ড এক্সপোর্টেশন সেন্টার' এবং 'বি টু বি' হাব তৈরির পরিকল্পনার কথা জানান। এছাড়াও, প্রশাসনিক জটিলতা কমাতে 'সিঙ্গল উইন্ডো' সিস্টেম চালুর নির্দেশ দিয়েছেন তিনি।
55
ব্যবসা-বাণিজ্যের প্রসারের বার্তা
আগামী ১৫ দিনের মধ্যে প্রতিটি জেলার চেম্বার অফ কমার্সকে নিয়ে এই কল্যাণ বোর্ড কার্যকর করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। সামনেই বছর ঘুরলে ছাব্বিশের নির্বাচন। তার আগে বুধবারের সম্মেলন থেকে রাজ্যের ব্যবসা-বাণিজ্যের প্রসারে এবং ব্যবসায়ীদের দীর্ঘদিনের সমস্যার সমাধানে যে একাধিক বড় পদক্ষেপ নিয়েছেন তিনি তা বলাই বাহুল্য।