Kolkata Fire: আড়াই ঘণ্টা পরেও সেন্ট্রাল অ্যাভিনিউয়ের বহুতলে আগুন জ্বলছে, ঘটনাস্থলে দমকলমন্ত্রী

বৃহস্পতিবার সকালে সেন্ট্রাল অ্যাভিনিউয়ে বহুতলে আগুন লাগে। বিধ্বংসী আগুলের লেলিহান শিখার গ্রাসে চলে যায় বহুতলে থাকে একটি সরকার দফতরও।

বৃহস্পতিবার সকালে সেন্ট্রাল অ্যাভিনিউয়ে বহুতলে আগুন লাগে। বিধ্বংসী আগুলের লেলিহান শিখার গ্রাসে চলে যায় বহুতলে থাকে একটি সরকার দফতরও। সেখানে একাধিক গুরুত্বপূর্ণ নথি ধ্বংস হয়ে যায়। ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের ১০টি ইঞ্জিন। বহুতলের পাঁচ তলায় আগুন লেগেছে। সূত্রের খবর ওই ভবনে রয়েছে রাজ্যের জনস্বাস্থ্য ও কারিগতি দফতরের অফিস। তাই অগ্নিকাণ্ডের জেরে সরকারি নথি নষ্ট হয়ে গেছে বলেও আশঙ্কা করছে প্রশাসনিক কর্তারা।

অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে ৪৫ নম্বর গণেশচন্দ্র অ্যাভিউতে। স্থানীয়রা জানিয়েছেন সকাল ৯টা ৫৩ মিনিটে আগুন লাগে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বহুতলের কালো ধোঁয়ায় ঢাকা পড়ে বিস্তীর্ণ এলাকা। জানলা দিয়েও আগুনের লেলিহান শিখা দেখতে পাওযা যায়। আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে দমকল বাহিনী। তবে কী করে আগুন লাগে তা এখনও স্পষ্ট নয়।

Latest Videos

বহুতলে কেউ আটকে রয়েছে কিনা তা এখনও স্পষ্ট নয় সরকারি কর্তাদের কাছে। তবে আগুন লাগার ঘটনায় অন্য তলাতেও আতঙ্ক ছড়ায়। এখন ঘণ্টারও বেশি সময় ধরে জ্বলছে আগুন। স্থানীয়রা জানিয়েছেন আগুন ক্রমশই ভয়ঙ্কর আকার ধারন করেছে। তবে কলকাতা পুলিশের কর্তাব্যক্তিদের পাশাপাশি দমকল বাহিনীও কাজ করছে তৎপরতার সঙ্গে।

আড়াই ঘণ্টা পরেও আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। দমকল জানিয়েছে সরু প্রবেশ পথের কারণে আগুন নেভাতে সমস্যা হচ্ছে। বহুতলের পাঁচ তলায় নতুন করে আগুন ছড়িয়ে পড়েছে। তবে দমকল এখনও লড়াই চালিয়ে যাচ্ছে। লম্বা হোস পাইপ দিয়ে আগুন নেভানোর কাজ চলছে। আরও কয়েক ঘণ্টা সময় লাগবে আগুন নেভাতে তেমনই মনে করছে দমকল বাহিনী। এদিন ঘটনাস্থলে আসেন দমকল মন্ত্রী সুজিত সরকার।

অন্যদিবে বহুতলের পাশে রয়েছে একটি বেসরকারি হাসপাতালে। সেখানেও আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। বহুতলে সরকারি দফতর রয়েছে। সেটি দারুনভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে অফিসটাইমের কিছুটা আগেই আগুন লাগে। তাই সরকারী কর্মীরা অফিসে আসেননি। তাই বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পাওয়া গেছে বলেও মনে করছে স্থানীয়রা। সূত্রের খবর এদিন সরকারি কর্মীদের একাংশ পাঁচ তলা থেকে হাজিরার খাতা নিমিয়ে আনার চেষ্টা করে। কিন্তু তাতেও তারা সফল হয়নি। বহু সরকারি সম্পত্তি ও দলিল নষ্ট হয়ে গেছে বলেও মনে করছে সরকারি কর্মীদের একাংশ। সুজিত বসু জানিয়েছেন, দমকলের ১১টি ইঞ্জিন কাজ করছে। কিন্তু প্রবেশ পথ সরু হওয়ায় দমকল বাহিনীর কাজ করতে সমস্যা হচ্ছে।

আরও পড়ুনঃ

কালীঘাটের কাকুর মানিক-যোগ, প্রাথমিক শিক্ষা পর্যদের অফিসেই হত 'চাকরি বিক্রির' গোপন বৈঠক

নদিয়ায় তৃণমূল নেতার আত্মীয়ের বাড়িতে বিস্ফোরণ, মজুত বোমা থেকে বিস্ফোরণ বলে দাবি বিরোধীদের

দিনভর অস্বস্তিকর আবহাওয়ার পূর্বাভাস কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায়, বৃষ্টির অপেক্ষায় দক্ষিণবঙ্গ

 

Share this article
click me!

Latest Videos

টোটোর ভাড়া চাইতেই এইরকম কাণ্ড! দেখলেই আঁতকে উঠবেন, চাঞ্চল্য Malda-এ | Malda News Today
গভীর রাতে ধানক্ষেতে ভয়াবহ দৃশ্য! শিউরে উঠবেন আপনিও, আতঙ্কে গোটা Jaynagar, দেখুন | South 24 Parganas
সীমান্তের নিরাপত্তা হুমকির মুখে! Bangladeshi Infiltration কবে থামবে? | Gede Border | Rohingya
কি বললেন? সুকান্তকে পাল্টা জবাব দিলেন শুভেন্দু | Suvendu Adhikari | Sukanta Majumdar | Bangla News
বেড়াতে নিয়ে যাওয়ার নাম করে এ কী করলো নাবালিকার সঙ্গে! চমকে যাবেন আপনিও, চাঞ্চল্য Nabadwip-এ | Nadia