জতুগৃহ কলকাতা, মঙ্গলবার সন্ধ্যায় জগৎ সিনেমার পাশে বহুতলে আগুন - ঘটনাস্থলে দমকলের ১০ ইঞ্জিন

মঙ্গলবার রাত সাড়ে ৮টার সময় আগুন লাগে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। প্রথমে এলাকার মানুষই প্রথম আগুন দেখতে পান

Web Desk - ANB | Published : Jun 6, 2023 4:36 PM IST / Updated: Jun 06 2023, 11:08 PM IST

জতুগৃহ কলকাতা। শিয়ালদহের জগৎ সিনেমা হলের কাছে একটি বহুতলে আগুন লাগে মঙ্গলবার রাতে। এই ঘটনায় গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। কারণ শিয়ালদয়ের এই এলাকা খুবই ঘিঞ্জি। আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে দমকলের ১০টি ইঞ্জিন রয়েছে। হাইড্রোলিক ল্যাডার আনা হয়েছে ঘটনাস্থলে।

মঙ্গলবার রাত সাড়ে ৮টার সময় আগুন লাগে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। প্রথমে এলাকার মানুষই প্রথম আগুন দেখতে পান। তারাই খবর দেয় দমকলে। দমকলও দ্রুত ঘটনাস্থলে আসে। স্থানীয়রা জানিয়েছেন সিনেমা হলের কাছে একটি বাজারে আগুন লাগে। দমকলের ১০টি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনার কাজ করে তৎপরতার সঙ্গে। আগুনও দ্রুত নিয়ন্ত্রণে আনে। স্থানীয় বাসিন্দারা আগুন নেভানোর কাজে হাত লাগায়।

সূর্যসেন স্ট্রিটের পাশে ঘিঞ্জি এলাকায়, তাই দমকলের কাজ করতে কিছুটা সমস্যা হয়। তবে আগ্নিকাণ্ডের জেরে কেউ আহত হয়নি। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, তারা বিস্ফোরণের শব্দ শুনেছিল। প্রাথমিকভাবে অনুমাব গ্যাস সিলিন্ডার ফেটেই এই অগ্নিকাণ্ড। তবে কী করে আগুন লাগল তা খতিয়ে দেখছে পুলিশ। ঘটনাস্থলে রয়েছে কলকাতা পুলিশের আধিকারিকরাও।

বৃহস্পতিবার সকালে সেন্ট্রাল অ্যাভিনিউয়ে বহুতলে আগুন লাগে। বিধ্বংসী আগুলের লেলিহান শিখার গ্রাসে চলে যায় বহুতলে থাকে একটি সরকার দফতরও। সেখানে একাধিক গুরুত্বপূর্ণ নথি ধ্বংস হয়ে যায়। ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের ১০টি ইঞ্জিন। বহুতলের পাঁচ তলায় আগুন লেগেছে। সূত্রের খবর ওই ভবনে রয়েছে রাজ্যের জনস্বাস্থ্য ও কারিগতি দফতরের অফিস। তাই অগ্নিকাণ্ডের জেরে সরকারি নথি নষ্ট হয়ে গেছে বলেও আশঙ্কা করছে প্রশাসনিক কর্তারা।

অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে ৪৫ নম্বর গণেশচন্দ্র অ্যাভিউতে। স্থানীয়রা জানিয়েছেন সকাল ৯টা ৫৩ মিনিটে আগুন লাগে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বহুতলের কালো ধোঁয়ায় ঢাকা পড়ে বিস্তীর্ণ এলাকা। জানলা দিয়েও আগুনের লেলিহান শিখা দেখতে পাওযা যায়। আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে দমকল বাহিনী। তবে কী করে আগুন লাগে তা এখনও স্পষ্ট নয়।

বহুতলে কেউ আটকে রয়েছে কিনা তা এখনও স্পষ্ট নয় সরকারি কর্তাদের কাছে। তবে আগুন লাগার ঘটনায় অন্য তলাতেও আতঙ্ক ছড়ায়। এখন ঘণ্টারও বেশি সময় ধরে জ্বলছে আগুন। স্থানীয়রা জানিয়েছেন আগুন ক্রমশই ভয়ঙ্কর আকার ধারন করেছে। তবে কলকাতা পুলিশের কর্তাব্যক্তিদের পাশাপাশি দমকল বাহিনীও কাজ করছে তৎপরতার সঙ্গে।

আড়াই ঘণ্টা পরেও আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। দমকল জানিয়েছে সরু প্রবেশ পথের কারণে আগুন নেভাতে সমস্যা হচ্ছে। বহুতলের পাঁচ তলায় নতুন করে আগুন ছড়িয়ে পড়েছে। তবে দমকল এখনও লড়াই চালিয়ে যাচ্ছে। লম্বা হোস পাইপ দিয়ে আগুন নেভানোর কাজ চলছে। আরও কয়েক ঘণ্টা সময় লাগবে আগুন নেভাতে তেমনই মনে করছে দমকল বাহিনী। এদিন ঘটনাস্থলে আসেন দমকল মন্ত্রী সুজিত সরকার।

 

Share this article
click me!