Weather update: চলতি সপ্তাহে আরও বাড়বে গরম, তীব্র দাবদাহ থেকে মুক্তি কবে?

চলতি সপ্তাহে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। মঙ্গলবার সকাল থেকে আংশিক মেঘলা আকাশ দেখা গেলেও বৃষ্টির সম্ভাবনা খুব বেশি নেই।

বদল নেই তাপমাত্রায়। ৪০ ছুঁই ছুঁই রাজ্যের তাপমাত্রা। নেই বৃষ্টির দেখাও। তাপপ্রবাহের সতর্কতা এই মুহূর্তে না থাকলেও প্রবল তাপমাত্রায় নাজেহাল শহরবাসী। চলতি সপ্তাহে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। মঙ্গলবার সকাল থেকে আংশিক মেঘলা আকাশ দেখা গেলেও বৃষ্টির সম্ভাবনা খুব বেশি নেই। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ সামান্য বৃষ্টি হতে পারে। তবে এর বিশেষ প্রভাব তাপমাত্রায় বিশেষ পড়বে না বলেই জানা যাচ্ছিল। বরং চলতি সপ্তাহে আরও বাড়তে পারে তাপমাত্রা। আগামী ১১ জুন পর্যন্ত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। আবহাওয়া দফতর জানাচ্ছে, পশ্চিমের শুষ্ক বায়ু এই রাজ্যে প্রবেশ করছে। তার কারণেই তাপপ্রবাহের পরিস্থিতি নতুন করে তৈরি হয়েছে। সেই কারণে গোটা রাজ্যেই অস্বস্তিকর পরিস্থিতি বজায় থাকবে। রাজ্যের প্রায় সব জেলাতেই তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছে হাওয়া অফিস।

৬ জুন, মঙ্গলবার সকাল থেকে আংশিক মেঘলা শহরের আকাশ। তবে বৃষ্টির সম্ভাবনা নেও বললেই চলে। এদিকে ভ্যাপসা গরমে নাজেহাল অবস্থা রাজ্যবাসীর। চলতি সপ্তাহেই তাপমাত্রা আরও কিছুটা বাড়তে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। একদিকে দেখা নেই বৃষ্টির অন্যদিকে ক্রমে বাড়ছে শহরের তাপমাত্রা। মঙ্গলবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩৯ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াস। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমান ৮৫ শতাংশ।

Latest Videos

পূর্ব ও পশ্চিম বর্ধমান, উত্তর ২৪ পরগণা, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়ার এক বা দুটি জায়গায় তাপপ্রবাহের অবস্থা বিরাজ করতে পারে। বীরভূম, ঝাড়গ্রাম, মুর্শিদাবাদ, নদীয়া, মালদা এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরের পরিস্থিতি খারাপ থাকবে। কি জেলার দু-এক জায়গায় আর্দ্র ও অস্বস্তিকর আবহাওয়া বিরাজ করতে পারে। চলতি বছর এপ্রিল মাসে গোটা বঙ্গেই তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হয়েছিল। এবার আবারও নতুন করে রাজ্যে তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হয়েছে। সঙ্গে আর্দ্রতা ও অস্বস্তিকর আবহাওয়ায় কষ্ট আরও বাড়ছে। আবহাওয়া দফতর জানাচ্ছে, তাপমাত্রার পারদ আরও চড়বে। তাপমাত্রা অসহনীয় হবে। যা সাধারণ মানুষের স্বাস্থ্যের পক্ষে উদ্বেগজনক। শিশু , বয়স্ক ও দুর্বল মানুষকে দীর্ঘ সময় বাড়ির বাইরে না থাকার পরামর্শ দিয়েছে হাওয়া অফিস। পাশাপাশি ভারী কাজ না করলেও পরামর্শ দিয়েছে।

আরও পড়ুন -

চলতি সপ্তাহেও নেই বৃষ্টির সম্ভাবনা, প্যাচপ্যাচে গরম থেকে মুক্তি কবে?

ভ্যাপসা গরম থেকে স্বস্তি কবে? রবিবাসরীয়র দুপুরে কি ভিজতে পারে শহর?

কলকাতায় ফের মেট্রোর লাইনে ঝাঁপ, শনিবার সন্ধ্যায় যাত্রীদের চরম ভোগান্তি

Share this article
click me!

Latest Videos

'আমরা কিন্তু চুপ করে বসে থাকব না Yunus' চিন্ময় প্রভুর গ্রেফতারিতে চরম হুঁশিয়ারি Agnimitra-র
রান্না করতে গিয়েই ঘটলো বিপদ! চোখের পলকে ছাই হয়ে গেলো সব, শোকের ছায়া Budge Budge-এ | South 24 Pargana
Suvendu Adhikari Live: সাংবাদিক বৈঠকে শুভেন্দু, কী বার্তা, দেখুন সরাসরি
কলকাতার রাজপথে ফের প্রতিবাদের মশাল মিছিল! প্রভু চিন্ময়ের মুক্তির দাবিতে চললও বিক্ষোভ মিছিল
'বাংলাদেশের তালিবান ইউনূস হুঁশিয়ার' চরম হুমকি শুভেন্দুর | Suvendu Adhikari on Bangladesh