বরাহনগরের নবনির্বাচিত বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের শপথ গ্রহণে জটিলতার সৃষ্টি হয়েছে। সেই প্রেক্ষিতে রাজভবনে যেতে মহিলারা ‘ভয়’ পাচ্ছেন বলে সম্প্রতি মন্তব্য করেছিলেন মমতা। এই বক্তব্য নিয়েই প্রচন্ড ক্ষুব্ধ রাজ্যপাল সিভি আনন্দ বোস।
দুদিন আগেই এক প্রশাসনিক বৈঠক থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছিলেন, “মহিলারা আমাকে জানিয়েছেন রাজভবনে সাম্প্রতিক ঘটনাগুলির কারণে তারা রাজভবনে যেতে ভয় পাচ্ছেন।” মমতা বলেন, ‘রাজভবনে যা কীর্তি-কেলেঙ্কারি চলছে, তাতে মেয়েরা যেতে ভয় পাচ্ছে। আমার কাছে অভিযোগ করেছে ওরা।’
বরাহনগরের নবনির্বাচিত বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের শপথ গ্রহণে জটিলতার সৃষ্টি হয়েছে। সেই প্রেক্ষিতে রাজভবনে যেতে মহিলারা ‘ভয়’ পাচ্ছেন বলে সম্প্রতি মন্তব্য করেছিলেন মমতা। এই বক্তব্য নিয়েই প্রচন্ড ক্ষুব্ধ রাজ্যপাল সিভি আনন্দ বোস।
গতকালই সিভি বোস বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত সীমা অতিক্রম করে ফেলেছেন। মমতার মতো কেউ কখনই আমার চরিত্র বিচার করতে পারেন না। উনি এত বড় নন যে, আমাকে ভয় দেখাতে পারবেন। আমার আত্মসম্মানলঙ্ঘন হলে তা বরদাস্ত করব না।” এই বক্তব্যের পরেই এবার মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে হাইকোর্টে যাচ্ছেন রাজ্যপাল বোস। শনিবার নিজের মুখেই রাজ্যপাল বলেছেন, ‘আমি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মানহানির মামলা করব।’
সূত্রের খবর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি আরও কিছু তৃণমূল নেতার বিরুদ্ধেও মানহানির মামলা ঠুকেছেন রাজ্যপাল বোস। দু’দিন আগেই সাধুদের নিয়ে মন্তব্য করা জনস্বার্থ মামলা থেকে রেহাই পেয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই রেশ কাটতে না কাটতেই এবার মাননীয়ার বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হতে চলেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। মমতার বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করবেন বলে জানিয়েছেন বোস।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।