এবার গঙ্গার তলায় মেট্রোতেও পাওয়া যাবে ফাইভ জি নেটওয়ার্ক! নির্দ্বিধায় ফোনে কথা বলা যাবে মাটির নিচেও

Published : Jun 29, 2024, 09:28 PM IST
india first underwater metro rail

সংক্ষিপ্ত

এবার গঙ্গার তলায় মেট্রোতেও পাওয়া যাবে ফাইভ জি নেটওয়ার্ক! নির্দ্বিধায় ফোনে কথা বলতে পারবেন মাটির তলাতেও

গঙ্গার নিচে মেট্রোয় থাকলেও নির্দ্বিধায় পাওয়া যাবে নেটওয়ার্ক। শুধু তাই নয় গঙ্গার নিচের থেকে মেট্রো গেলে পাওয়া যাবে আরও ভাল নেটওয়ার্ক।

হাওড়া-এসপ্ল্যানেড মেট্রো রুটে এবার পুরোটাই মোবাইল ফোনে কথা বলতে পারবেন যাত্রীরা। কারণ গঙ্গার তলা দিয়ে যাওয়ার টানেলের মধ্যে মেট্রো প্রবেশ করলে আর নেটওয়ার্কের সমস্যা হবে না বলে জানা গিয়েছে।

বেশ কয়েক মাস হল হুগলি নদীর নিচে শুরু হয়েছে মেট্রো পরিষেবা। এর ফলে খুব তাড়াতাড়ি কলকাতার আনাচ কানাচ থেকে হাওড়ায় পৌঁছান যায়। অতি অল্প সময়ের মধ্যে দারুণ জনপ্রিয় হয়ে উঠেছে এই মেট্রো রুট। তবে সমস্যা একটাই, একেবারেই নেটওয়ার্ক পাওয়া যায় না এই রুটে।

শুধু রেলের মধ্যে নেই স্টেশনে ঢোকা মাত্রই নেটওয়ার্ক চলে যায়। এই সমস্যা মেটাতেই এবার নতুন উদ্যোগ নিল মেট্রো রোল কর্তৃপক্ষ। নদীর তলদেশ দিয়ে এই ৪.৮ কিমি রুটে নিরবিচ্ছিন্ন মোবাইল পরিষেবা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবার খুব তাড়াতাড়ি মেট্রোর মধ্যে ফাইভ জি নেটওয়ার্ক পরিষেবা পাবেন যাত্রীরা।

PREV
click me!

Recommended Stories

মেসি-কাণ্ডে কলকাতাকে বদনাম করার চেষ্টা! জয় শ্রীরাম স্লোগান নিয়ে প্রশ্ন কুণালের
'নবান্ন কাছে থাকলে দিদির আজ খবর ছিল', মেসি-কাণ্ডে মমতাকে কটাক্ষ অধীরের