Weather News: নিম্নচাপের জেরে কলকাতা-সহ দক্ষিণের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা! জেনে নিন কী বলছে হাওয়া অফিস?

Published : Jul 18, 2024, 07:14 AM IST
Kolkata Weather

সংক্ষিপ্ত

দক্ষিনবঙ্গে আগামী পাঁচদিন ভালোরকম বর্ষার বৃষ্টি হওয়ার সম্ভাবনা। মূলত এই নিম্নচাপটি উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ ওড়িশা সংলগ্ন উপকূলে অবস্থান করবে। রবিবার ও সোমবার নিম্নচাপের প্রভাব আরও বাড়বে।

Weather News: দক্ষিণবঙ্গে আগামী ২৪ ঘন্টায় প্রায় সর্বত্রই হালকা থেকে মাঝারী বৃষ্টির সম্ভাবনা। তবে আজ বৃষ্টির পরিমাণ কমবে। শুধুমাত্র পশ্চিম মেদিনীপুর হাওড়া ও কলকাতাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। বঙ্গোপসাগরে ঘনীভূত হতে চলা নিম্নচাপের প্রভাবে ১৯ জুলাই থেকে আবহাওয়ার পরিবর্তন হবে। উপকূলের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা। শনিবার থেকে সোমবার পর্যন্ত ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই, জানিয়েছেন আলিপুর আবহাত্তয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সোমনাথ দত্ত।

দক্ষিণ ওড়িশার নিম্নচাপটি ক্রমশ সরে মধ্যপ্রদেশ এলাকায় বর্তমানে অবস্থান করছে। মৌসুমী অক্ষরেখা বাংলা থেকে আরও দূরে সরে গিয়েছে। এপ জেরে বঙ্গোপসাগরে ১৯ জুলাই শুক্রবার নিম্নচাপ তৈরি হবে। এই নিম্নচাপটি তৈরি হবে উত্তর-পশ্চিম ও পশ্চিম মধ্য বঙ্গোপসাগর অঞ্চলে। নিম্নচাপের হাত ধরে দক্ষিনবঙ্গে আগামী পাঁচদিন ভালোরকম বর্ষার বৃষ্টি হওয়ার সম্ভাবনা। মূলত এই নিম্নচাপটি উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ ওড়িশা সংলগ্ন উপকূলে অবস্থান করবে। রবিবার ও সোমবার নিম্নচাপের প্রভাব আরও বাড়বে। ওড়িশাতে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে পূর্বাভাস হাওয়া অফিসের।

১৭ থেকে ১৯ জুলাই উত্তরবঙ্গের সর্বত্র হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস । শনিবার থেকে ফের বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে। সর্বত্র হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা সোমবার পর্যন্ত। রবিবার থেকে ফের ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে ওপরের পাঁচটি জেলায় । বুধবার কলকাতা এবং তৎপ্বার্শবর্তী অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৪ ডিগ্রী সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.৪ ডিগ্রী সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ছিল সর্বোচ্চ ৯২শতাংশ,সর্বনিম্ন ৬৯ শতাংশ। গত চব্বিশ ঘণ্টায় বৃষ্টিপাতের পরিমাণ ২৪.২ মিলিমিটার। আজ দিনের আকাশ মেঘলা। কিছু কিছু অঞ্চলে কয়েক পশলা বজ্র বিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা ৩৩ডিগ্রী এবং ২৭ডিগ্রীর আশেপাশে থাকবে।

PREV
click me!

Recommended Stories

Today Live News: হাসপাতালে যশস্বী জয়সওয়াল! রাজস্থানকে হারানোর পরই অসুস্থ তারকা ব্যাটসম্যান
এবার প্রবীণদের জন্য ভালো খবর, চালু হল Uber-এর সহজ ক্যাব বুকিং ফিচার