আরজি কর কাণ্ডের প্রতিবাদ জানিয়েছে শিয়ালদহ থেকে শ্যামবাজার পথ হাঁটলের লক্ষাধিক মানুষ
মিছিলে বিচারের দাবিতে সরব হন মিছিলকারীরা। এদিনের মিছিল আবারও স্পষ্ট করে দিল রাজ্যের মানুষ উৎসবে ফিরলেও আন্দোলনের রেশ থাকবে।
চিকিৎসক, জুনিয়ার ডাক্তারদের প্রতিবাদ মিছিলে রাজ্যের প্রায় ৫৫টি সমাজিক সংগঠন সামিল হয়েছিল।
যাদবপুর বিশ্ববিদ্য়ালয় থেকে কলকাতা বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা যেমন সামিল হয়েছিল এই মিছিলে তেমনই ছিল ক্রীড়াপ্রেমীরা।
আরজি করের নির্যাতিতার বিচার চেয়ে কলকাতা হারিয়ে যাওয়া হাতে টানা রিকশা চালকরাও সামিল ছিলেন। তারাও রিকশা নিয়ে সামিল হন প্রতিবাদ জানাতে।
আরজি করের নির্যাতিতার বিচার চেয়ে স্লোগান ওঠে মিছিল থেকে। একই সঙ্গে সুপ্রিম কোর্টকে নিশানা করেও স্লোগান ওঠে। মিছিলের স্লোগান ছিল, 'বিচার যত পিছবে মিছিল তত লম্বা হবে'
এই মিছিল থেকেই রাজ্যের অধিকাংশ মানুষই বার্তা দিল, আরজি করের নির্যাতিতার বিচারের দাবিতে তারা সরব। উৎসব শুরু হলেও আন্দোলনের রেশ থাকবে।
আরজি কর-কাণ্ডের আবহেই এবার দুর্গা পুজো হচ্ছে। যার প্রকাশ হল মহালয়ার আগের দিন। এদিন তিলোত্তমার রাজপথ দখল করল রাজ্যের প্রতিবাদীরা।
এখানেই শেষ নয়, রাজ্যের সর্বত্রই প্রতিবাদ চলছে। পুজোর মধ্যেও প্রতিবাদ চলবে বলেও জানিয়েছে অনেকগুলি সামাজিক সংগঠন।
জুনিয়র ডাক্তাররা মহালয়ার ভোর দখল আর অষ্টমীর রাত দখলের কর্মসূচির কথা আগেই ঘোষণা করেছে।
Saborni Mitra