২০২৫ সালে সরকারি-বেসরকারি কর্মীদের একাধিক ছুটি মারা যাবে মাঠে! জেনে নিন খারাপ খবর

দু'মাস পরই নতুন বছর। এই নতুন বছরের ছুটির তালিকা শুনলে কিন্তু মনখারাপ হতে বাধ্য। ২০২৫ সালে বেশ কিছু ছুটি কিন্তু নষ্ট হতে চলেছে। মানে সেই ছুটিগুলো তারা পাবেন না কোনও ভাবেই। দেখে নিন তালিকা।

Parna Sengupta | Published : Oct 17, 2024 2:06 PM IST
111

লক্ষ্মীপুজো শেষ। এবার পালা কালীপুজো আর ভাইফোঁটার। আপাপাতত স্কুল কলেজ কিছু বন্ধ, কিছু আবার খুলে গিয়েছে। অনেক সরকারি কর্মীরাও পাচ্ছেন পুজোর ছুটি।

211

এ তো গেল এ বছরের কথা। তবে আগামী বছরের ছুটির তালিকা শুনলে কিন্তু মনখারাপ হতে বাধ্য। ২০২৫ সালে বেশ কিছু ছুটি কিন্তু নষ্ট হতে চলেছে। মানে সেই ছুটিগুলো তারা পাবেন না কোনও ভাবেই। দেখে নিন তালিকা।

311

আগামী বছর একাধিক ছুটির দিন রবিবার পড়ে গিয়েছে। যার ফলে একের পর এক ছুটি মার যাবে রাজ্য সরকারি কর্মচারীদের। নতুন বছরে দুর্গাপুজোয় কবে কবে ছুটি মিলবে? দেখে রাখুন আগাম আপডেট।

411

২০২৫ সালে সেপ্টেম্বর মাস থেকে শুরু দুর্গাপুজো। ২৮ সেপ্টেম্বর পড়েছে ষষ্ঠী। এরপর সপ্তমী, অষ্টমী, নবমী, দশমীতে পুজোর ছুটি।

511

শোনা যাচ্ছে, পরের বারও চতুর্থীর দিন থেকেই রাজ্য সরকারি কর্মচারীদের ছুটি দেওয়া যাবে। অর্থাৎ ২৬ সেপ্টেম্বর শুরু ছুটি।

611

এরপর কোজাগরী লক্ষ্মীপুজো পড়েছে ৬ অক্টোবর। সবমিলিয়ে ৮ অক্টোবর পর্যন্ত ছুটি থাকবে। পুজোর ছুটি খুলতে পারে একেবারে ৯ অক্টোবর।

711

এরপর বছর কালীপুজো পড়েছে ২০ অক্টোবর। ২৩ অক্টোবর ভাইফোঁটা। তবে কালীপুজো এবং ভাইফোঁটা মিলিয়ে টানা এক সপ্তাহের মতো ছুটি মিলতে পারে সরকারি কর্মীদের।

811

এদিকে শেষের মতো বছরের শুরুর দিকেও থাকছে লম্বা উইকেন্ড। ২৫ সালে দোল পড়েছে ১৪ মার্চ (শুক্রবার)। তারপর শনি ও রবিবার এমনিতেই ছুটি থাকে। ফলে টানা তিনদিনের ছুটি।

911

আবার ১৫ অগস্টও পড়েছে শুক্রবার। সেই সময়ও টানা ছুটি পাচ্ছেন রাজ্য সরকারি কর্মচারীরা। একদিকে যেমন লম্বা ছুটি থাকবে আবার অন্যদিকে রবিবার পড়ায় অনেকগুলো দিন ছুটি মারও যাবে।

1011

২০২৫ সালে প্রজাতন্ত্র দিবস (২৬ জানুয়ারি), সরস্বতী পুজো (২ ফেব্রুয়ারি) পড়েছে রবিবার। গতবার থেকে রামনবমীতেও ছুটি দিচ্ছে রাজ্য।

1111

আগামী বছর রামনবমী পড়েছে (৬ এপ্রিল) রবিবার। মহরম (৬ জুলাই), রাখিপূর্ণিমা (৯ অগস্ট) সবই রবিবার পড়ায় বাড়তি ছুটি মিলবে না।

Share this Photo Gallery
click me!

Latest Videos