ইডি সূত্রে জানা গিয়েছে কয়লাপাচার কাণ্ডে ব্যবসায়ী অনুপ মাঝির থেকে পাওয়া তথ্যের ভিত্তিতেই এই তল্লাশি অভিযান। ইডি সূত্রের খবর, কয়লাপাচারকাণ্ডের টাকা হাওয়া পথেই আইপ্যাকে ঢুকেছিল। আর সেই তথ্য পেতেই এই তল্লাশি অভিযান। ইডির পক্ষ থেকে বিবৃতি জারি করে বলা হয়েছে, এই তল্লাশি অভিযানে বাধা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারা কলকাতার ৬টি আর দিল্লির চারটি জায়গায় একই বিষয়ে তল্লাশি অভিযান চালাচ্ছিল।