৮ ঘণ্টার তল্লাশি অভিযানে কী কী নথি প্রতীক জৈনের বাড়ি থেকে পেল ED? অফিসে এখনও রয়েছেন মমতা

Published : Jan 08, 2026, 04:14 PM IST

ইডি প্রতীক জৈনের বাড়িতে প্রায় ৮ ঘণ্টা তল্লাশি অভিযান চালায়। বেলা ৩টে নাগাদ লাউডন স্ট্রিটের বাড়ি থেকে বেরিয়ে যায় ইডি। কিন্তু সেক্টরফাইভে আইপ্যাকের অফিসে এই প্রতিবেদন লেখার সময় পর্যন্ত তল্লাশি অভিযান চলছে। 

PREV
15
ইডির নজরে আইপ্যাক

কেন্দ্রীয় সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের নজরে আইপ্যাক। এটি রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের ভোট কুশলী সংস্থা। সকাল ৬টা থেকে আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের লাউডন স্ট্রিটের বাড়ি আর সল্টলেকের সেক্টর ফাইবের গোডরেজ ওয়াটারসাইটের ১১ তলায় অফিসে তল্লাশি চালায় ইডি।

25
প্রায় ৮ ঘণ্টা তল্লাশি

ইডি প্রতীক জৈনের বাড়িতে প্রায় ৮ ঘণ্টা তল্লাশি অভিযান চালায়। বেলা ৩টে নাগাদ লাউডন স্ট্রিটের বাড়ি থেকে বেরিয়ে যায় ইডি। কিন্তু সেক্টরফাইভে আইপ্যাকের অফিসে এই প্রতিবেদন লেখার সময় পর্যন্ত তল্লাশি অভিযান চলছে। তবে ইডি সূত্রের খবর, লাউডন স্ট্রিটের বাড়ি থেকে কোনও নথিপত্র বাজেয়াপ্ত করেনি ইডি। তবে একটি পঞ্চনামা লেখিয়ে সেটাতে প্রতীক জৈনের পরিবারের সদস্যদের সই করিয়ে নিয়েছে। সেখানে উল্লেখ রয়েছেন মমতার নাম। তেমনই জানিয়েছে ইডির একটি সূত্র।

35
বাজেয়াপ্ত নয় কেন?

কেন ED প্রতীক জনের বাড়ি থেকে কোনও নথি বাজেয়াপ্ত করেনি? এই প্রশ্ন করা হয়েছিল ইডির এক আধিকারিককে। নাম প্রকাশে অনিচ্ছুক সেই আধিকারিক ঘনিষ্ট মহলে জানিয়েছেন, সেটি বাজেয়াপ্ত করতে তারা এসেছিলেন সেটি এখন প্রকাশ্যে আর টিভি চ্যানেলে দেখা যাচ্ছে। যদিও ইডি একটি বিবৃতি জারি করে সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম উল্লেখ করে কাজে বাধা দেওয়ার অভিযোগ তুলেছে।

45
ইডির দাবি

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় দাবি করেছিলেন তৃণমূল কংগ্রেসের প্রয়োজনীয় নথি নিতে এসেছিল ইডি। যা তিনি নিয়ে বেরিয়ে আসেন। কিন্তু ইডির অভিযোগ প্রয়োজনীয় নথি তাদের কাছ থেকে ছিনিয়ে নিয়ে চলে এসেছেন মমতা। যা নিয়ে তারা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন ইডি। যদিও এই প্রতিবেদন লেখার সময় পর্যন্ত সেক্টরফাইভে আইপ্যাকের অফিসের বাইরে রয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আইপ্যাকের অফিস থেকে বেশ কিছু নথি মমতার নিরাপত্তারক্ষীরা নিয়ে এসে তার গাড়িতে তোলেন।

55
তল্লাশির কারণ

ইডি সূত্রে জানা গিয়েছে কয়লাপাচার কাণ্ডে ব্যবসায়ী অনুপ মাঝির থেকে পাওয়া তথ্যের ভিত্তিতেই এই তল্লাশি অভিযান। ইডি সূত্রের খবর, কয়লাপাচারকাণ্ডের টাকা হাওয়া পথেই আইপ্যাকে ঢুকেছিল। আর সেই তথ্য পেতেই এই তল্লাশি অভিযান। ইডির পক্ষ থেকে বিবৃতি জারি করে বলা হয়েছে, এই তল্লাশি অভিযানে বাধা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারা কলকাতার ৬টি আর দিল্লির চারটি জায়গায় একই বিষয়ে তল্লাশি অভিযান চালাচ্ছিল।

Read more Photos on
click me!

Recommended Stories